বৈশাখ মাসের বিয়ের তারিখ ও বৈশাখ মাসের ক্যালেন্ডার ২০২৫

বৈশাখ মাসের বিয়ের তারিখ ও বৈশাখ মাসের ক্যালেন্ডার 2025 সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আসুন এই আর্টিকেল থেকে জেনে নেন। কেননা আমরা আমাদের এই আর্টিকেলে বৈশাখ মাস নিয়ে বিস্তারিত আলোচনা করব।

বাংলা ক্যালেন্ডার হচ্ছে আমাদের বাঙালিদের জন্য একটি ঐতিহ্য। তাই আজকে আমরা বাংলা বৈশাখ মাসের বিয়ের তারিখ ও এই মাসের ক্যালেন্ডার ২০২৫ সম্পর্কে জানতে পড়ব। এছাড়া আপনি এখান থেকে জানতে পড়বেন বৈশাখ মাসের আবহাওয়া সম্পর্কে। 

সূচিপত্র 

বৈশাখ মাসের ক্যালেন্ডার 2025

এই মাসের ক্যালেন্ডার 2025 সম্পর্কে আমাদের বাঙালি হিসেবে জানা দরকার। কেননা আমাদের দেশের বিভিন্ন ধরনের বাঙালি উৎসব এখন পর্যন্ত বাংলা ক্যালেন্ডার দেখেই হয়ে থাকে। কিন্তু কঠিন হলেও সত্যি যে আমরা জন্মগত বাঙালি হলেও অনেকেই বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জানি না। 

তাই আমরা যারা জানি না তাদের জন্য এই  মাসের ক্যালেন্ডারটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তাই আপনি যদি এই মাসের ক্যালেন্ডার 2025 সম্পর্কে না জানেন তাহলে সম্পন্ন আর্টকেলটি পড়ুন। 

2025 সালের বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন।


বৈশাখ মাসের বিয়ের তারিখ নিয়ে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করেছি বৈশাখ মাসের ক্যালেন্ডার সম্পর্কে।

বৈশাখ মাসের বিয়ের তারিখ 2025

বৈশাখ মাসের বিয়ের তারিখ 2025 সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন।  এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন। 

তাছাড়া আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন। তাই তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসের বিয়ে তারিখ 2025 সম্পর্কে - 

এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে জুন মাসের ১৫ তারিখ  পর্যন্ত হলো বৈশাখ মাসে। যার মধ্যে বিয়ের লগ্ন রয়েছে :

দিন/তারিখ তিথি নক্ষত্র সময়
১৬ এপ্রিল, বুধবার চতুর্থী অনুরাধা রাত ১২টা ১৪মিনিট থেকে সকাল ৫টা৫৪ মিনিট পর্যন্ত।
১৮ এপ্রিল, শুক্রবার ষষ্ঠ মুল রাত ১টা ৩মিনিট থেকে সকাল ৬টা ৬মিনিট পর্যন্ত
১৯ এপ্রিল, শনিবার ষষ্ঠ মুল সকাল ৬:০৬ মিনিট থেকে আগামী সকাল ১০:২০ মিনিট পর্যন্ত
২০ এপ্রিল, রবিবার সপ্তমী উত্তরাষাঢ় সকাল ১১:৪৮ মিনিট থেকে আগামী সকাল ৬:০৪ মিনিট পর্যন্ত
২১ এপ্রিল, সোমবার অষ্টমী উত্তরাষাঢ় সকাল ৬:০৪ মিনিট থেকে দুপুর ১২:৩৬ মিনিট পর্যন্ত
২৯ এপ্রিল, মঙ্গলবার তৃতীয়া রোহণী সন্ধ্যা ৬:৪৬ মিনিট থেকে সকাল ৫:৫৮ মিনিট পর্যন্ত
৩০ এপ্রিল, বুধবার তৃতীয়া রোহণী সকাল ৫:৫৮ মিনিট থেকে দুপুর ১২:০১ মিনিট পর্যন্ত
৫ মে, সোমবার নবমী মাঘ রাত ৮:২৮ মিনিট থেকে সকাল ৫:৫৪ মিনিট পর্যন্ত
৬ মে,মঙ্গলবার নবমী মাঘ সকাল ৫:৫৪ মিনিট থেকে বিকাল ৩:৫১ মিনিট পর্যন্ত
৮ মে, বৃহস্পতিবার দ্বাদশী উত্তর ফাল্গুনী দুপুর ১২:২৮ মিনিট থেকে সকাল ৫:৫২ মিনিট পর্যন্ত
৯ মে, শুক্রবার হস্ত হস্ত সকাল ৫:৫২ মিনিট থেকে রাত ১২:০৮ মিনিট পর্যন্ত
১৪ মে, বুধবার অনুরাধা অনুরাধ সকাল ৬:৩৪ মিনিট থেকে সকাল ১১:৪৬ মিনিট পর্যন্ত

বৈশাখ মাসের বিয়ের তারিখ নিয়ে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব বৈশাখ মাসের দিবস ২০২৫ সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

বৈশাখ  মাসের দিবস ২০২৫

বৈশাখ মাসের ক্যালেন্ডার 2025 নিয়ে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করব বৈশাখ  মাসের দিবস সমূহ সম্পর্কে। বৈশাখ মাস বাংলা ক্যালেন্ডারের ১ম মাস। নিচে বৈশাখ মাসের গুরুত্বপূর্ণ দিবস সমূহ উল্লেখ করা হয়েছে -
  1. ১ বৈশাখ : রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ইতিহাসবিদ
  2. ২ বৈশাখ : উল্লাসকর দত্ত, স্বাধীনতা সংগ্রামী
  3. ৩ বৈশাখ : অমৃতলাল বসু, সাহিত্যক ও সংগীত 
  4. ৮ বৈশাখ : নবকৃন ভট্টাচার্য, কবি ও শিশুসাহিত্যক
  5. ৯ বৈশাখ : ড. জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়
  6. ১৩ বৈশাখ : শরচ্চন্দ্র পন্ডিত, রসসাহিত্য 
  7. ১৯ বৈশাখ : সত্যজিৎ রায়, চলচ্চিত্র পরিচালক ও শিশুসাহিত্যিক
  8. ১৯ বৈশাখ : আনন্দময়ী মা, ধর্মগুরু
  9. ২১ বৈশাখ : প্রীতিলতা ওয়াদ্দেদার, স্বাধীনতা সংগ্রামী
  10. ২৫ বৈশাখ : রবীন্দ্রনাথ ঠাকুর,  কবি ও সাহিত্যিক
  11. ২৬ বৈশাখ : গুরুসদয় দত্ত, ব্রতচারী আন্দোলনের প্রবর্তক
  12. ২৬ বৈশাখ : অতুলচন্দ্র গুপ্ত, সাহিত্যিক
  13. ৩১ বৈশাখ : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাক্ষ ধর্মনেতা 
বৈশাখ মাসের বিয়ের তারিখ নিয়ে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব বৈশাখ মাসের ছুটির তালিকা ১৪৩২ সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

বৈশাখ মাসের ছুটির তালিকা ১৪৩২

ছুটি সবার পছন্দের বিষয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাসের ছুটি তালিকা সম্পর্কে জানতে চাই। সেই জানার আগ্রহ থেকে আজকে আর্টিকেলের এই অংশ। বাংলা মাঘ মাসের ছুটির তালিকা সম্পর্কে বলতে গেলে বলতে হয় আপনি আপনি যদি এই মাসে ছুটি কাটানোর ইচ্ছা করে থাকেন তাহলে হতাশ হতে হবে।

তবে সপ্তাহিক শুক্রবার এবং শনিবার যেসব ছুটি রয়েছে সেগুলো বহল থাকবে।তাছাড়া যারা অনেক বেশি কর্মপ্রিয় মানুষ তাদের জন্য এই মাসটা আনন্দের।
  • ১৪ এপ্রিল, সোমবার : পহেলা বৈশাখ 
  • ১ লা মে, বৃহস্পতিবার  : মে দিবস 
  • ১১ মে, রবিবার : বুদ্ধ পূর্ণিমা

2025 সালের ক্যালেন্ডার সরকারি

এই মাসের ক্যালেন্ডার 2025 নিয়ে আজকের এই আর্টিকেল। আমরা জানি বৈশাখ মাসে বাংলা ক্যালেন্ডারের প্রথম তম মাস। আর ঋতু বৈচিত্র্যময় এটি মাস তাই সবার এই মাস নিয়ে জানা দরকার। এর পরবর্তী অংশ আমরা আলোচনা করব 2025 সালের ক্যালেন্ডার সরকারি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্টটি পড়ুন। 


বৈশাখ মাসের আবহাওয়া 

বৈশাখ মাসের বিষয় নিয়ে কথা বলতে গেলে বৈশাখ মাসের আবহাওয়া নিয়ে কথা বলতেই হয়। যদি যদি এই এ মাসে আবহাওয়ার নিয়ে না কথা বলি তাহলে অনেক বেশি অপরাধ হবে এই মাসের সঙ্গে। কেননা প্রকৃতির দিক থেকে এই মাস বৃষ্টি ও ঝরের মাধ্যে দিয়ে যায় । 

আবহাওয়া দেখে বলতে গেলে এই মাসে বাতাস উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ । রোদের মধ্যে আবার কিছু সময় পর আকাশ কালো হয়ে মেঘ ধরে। আকাশ থেকে বৃষ্টি নামে আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। ভ্যাপসা গরম হয় এই সময়। প্রকৃতিগত দিক থেকে প্রচন্ড গরম ও কালবৈশাখী ঝড় এমাসে হতে পারে। 

বৈশাখ মাসের বিখ্যাত খাবার 

বৈশাখ মাস অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের একটি মাস। আমাদের মনে আগ্রহ জাগে যে যেহেতু এই মাসটি অনেক সুন্দর তাই এই মাসের খাবার কেমন হবে।জৈষ্ঠ্য মাসের বিখ্যাত খাবার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এই মাসের খাবারগুলো অত্যন্ত সুস্বাদু। 

বৈশাখ মাসকে ঘিরে নানা রকমের উৎসব রয়েছে। এপ্রিল মে মাসকে বৈশাখ মাস ধরা হয়৷ আমরা সবাই জানি প্রথম মাস হল বৈশাখ মাস। আর এই মাসের প্রথম দিনকে বলা হয় বাংলা নববর্ষ। এই দিনে আমরা পহেলা বৈশাখ পালন করে থাকি। 

বৈশাখ মাস কোন ঋতুতে পড়ে 

বৈশাখ মাস সম্পর্কে আমরা আলোচনা করেছি। তবে এখন জানার সময় এসেছে যে বৈশাখ মাস আসলে কোন ঋতুতে পড়ে। আমাদের ক্যালেন্ডারে ছয়টি ঋতু রয়েছে। যা বাংলা ক্যালেন্ডারের প্রত্যেক দুটি মাস নিয়ে হয়। আমরা জানি বৈশাখ ও জৈষ্ঠ্য  মাস হল বাংলাদেশ হেমন্ত । তাই বলা যায় বৈশাখ মাস হচ্ছে হেমন্তকাল।  

লেখকের মন্তব্য 

আজকের আমারা আলোচনা করেছি বৈশাখ মাসের বিয়ের তারিখ ও বৈশাখ মাসের ক্যালেন্ডার 2025 তারপর আরো অন্যান্য বিষয় সম্পর্কে। আমরা আলোচনা করেছি বৈশাখ মাসের বিয়ের তারিখ সম্পর্কে, বৈশাখ মাসের খাবার, বৈশাখ মাসের আবহাওয়া, বৈশাখ  মাসের ছুটির তালিকা, বৈশাখ  মাসের দিবস সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

বৈশাখ মাস হলো বাংলা বর্ষপঞ্জিকার প্রথম মাস। সাধারণত এটি একটি হেমন্তকালীন মাস। আমাদের আজকের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url