মোবাইল ফোন আপডেট করার নিয়ম মাত্র ২ মিনিটের মধ্যে
মোবাইল ফোন কেন আপডেট দিতে হয়?
মোবাইল ফোন আপডেট করার নিয়ম সম্পর্কে আজকের এই পোস্ট। যদি আপনার নিজের মোবাইল সফটওয়্যার আপডেট দিতে চান বা অ্যান্ড্রয়েড ভার্সন যেভাবে আপডেট করবেন, এই বিষয়ে জানতে চাইছেন তাহলে আজকের আর্টিকেল আপনার কাজে আসবে।অনেক সময় মোবাইল নিয়মিত হ্যাং হয়ে যায় বা স্লো হয়, তাহলে হতে পারে আপনার মোবাইল কোন ধরনের বাগ (bug) চলে এসেছে যেটাকে আপডেট করে টিক করা যেতে পারে।
সূচিপত্র : মোবাইল ফোন আপডেট করার নিয়ম
- সফটওয়ার আপডেট এর প্রকার
- এন্ড্রয়েড মোবাইল ফোন আপডেট করার নিয়ম
- স্যামসাং ফোন আপডেট করার নিয়ম
- ওয়ানপ্লাস ফোন আপডেট করার নিয়ম
- শাওমি ফোন আপডেট করার নিয়ম
সফটওয়ার আপডেট এর প্রকার-
মূলত দুই ধরনের সফটওয়্যার আপডেট থাকতে পারে।
- version update
- security and incremental updates
এই ২ ধরনের আপডেট এর বিষয়ে কিছুটা জেনেনেই।
Version update
এই ধরনের আপডেটগুলো বেশিরভাগ ক্ষেত্রে বছরে ১ বার করে রিলিজ করা হয়। যেমন - ul changes, new apps, setting, features, security ইত্যাদি।
system updates গুলোর size তুলনামূলক ভাবে অনেক বেশি থাকতে পারে। যেমন- 700 থেকে 1.5 gb বা এর থেকেও বেশি।
এভাবেই সফটওয়্যার ভার্সন আপডেট এর মাধ্যমে আমরা android 1.0 -android 12 এ চলে এসেছি।
আরো পড়ুন : ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম
Security and incremental updates
Security update গুলো তুলনামূলক ভাবে সাইজে ছোট থাকে এবং এই ধরনের আপডেট নিয়মিত আসতেই থাকে।এই ধরনের আপডেটগুলোকে security patches বলা হয়। নাম থেকেই বুঝা যাচ্ছে যে,এই আপডেটগুলো আপনার বর্তমান অপারেটিং সিস্টেম এর মাধ্যে থাকা বাগগুলোকে ঠিক করার কাজ করে।
এভাবে, আপনার মোবাইলের security lapses গুলো ঠিক করে বিভিন্ন malicious attacks থেকে আপনার মোবাইলটিকে সিকিউর করা হয়।
এন্ড্রয়েড মোবাইল ফোন আপডেট করার নিয়ম -
এন্ড্রয়েড ফোন আপডেট করার নিয়ম অনেক সোজা। তবে,আলাদা আলাদা কোম্পানির ফোনগুলোতে নিয়ম কিছুটা আলাদা হতেই পারে। নিচে মোবাইল ফোন আপডেট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে সম্পন্ন পোস্টটি পড়তে থাকুন।
- আপনাকে নিজের মোবাইলের setting পেজে যেতে হবে।
- settings এর মাধ্যে about phone এর option দেখতে পাবেন click করুন।
- about phone এর মাধ্যে আপনার software update, system update বা update যেকোনো একটি লিখা দেখতে পাবেন যেখানে chick করতে হবে।
- update এর মধ্যে click করার পর, যদি কোনো নতুন system update এসে থাকে তাহলে আপনি সেটা দেখতে পাবেন।
- যদি কোনো available update file থেকে থাকে, তাহলে পাশে আপনার download update লিখে দেখবেন যেখানে click করতে হবে।
- update download হওয়ার পর আপনাকে restart,install update, reboot এ ধরনের option দেখানো হবে।
- restart or install update যেকোন option সিলেক্ট করার পর,আপনার মোবাইলে নিজে নিজে automatic update ইনস্টল হওয়া শুরু হবে।
- নতুন সিস্টেম আপডেট ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নিজে নিজে রিস্টার্ট হয়ে যাবে।
আমাদের শেষ কথা, সরাসরি settings>>about phone>> update/system update এর মধ্যে গিয়ে আপডেট হয়েছে তা দেখতে পারবেন। মোবাইল আপডেট এর ফলে আপনার আগের পুরোন date /file ডিলিট হয়ে যাবে। বেশিরভাগ মোবাইল সিস্টেম আপডেট এর মাধ্যমে মোবাইলের কর্ম সাধন উন্নত হবে পাশাপাশি মোবাইল তাড়াতাড়ি কাজ করবে।
যেকোন মোবাইল সফটওয়্যার আপডেট আসলে সেটাকে তাড়াতাড়ি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।তাই সফটওয়্যার আপডেট এ অবহেলা করবেন না। আশা করি, আজকের আর্টিকেলটি আপনার কাজআসবে।
স্যামসাং ফোন আপডেট করার নিয়ম
স্যামসাং ডিভাইসে সফটওয়্যার আপডেট একটি সহজ পদ্ধতি। স্যামসাং ফোনগুলোতে পিক্সেল ডিভাইসের মতো সহজ আপডেট পাওয়া যায় না। স্যামসাং ফোন অ্যান্ড্রয়েড আপডেট করার নিয়ম :
- সেটিংসে প্রবেশ করুন
- সফটওয়্যার আপডেট এ ট্যাপ করুন।
- আপডেট আসলে ডাইনলোড করুন
- ডাইনলোড শেষে আপডেট ইন্সটল করুন।
উল্লেখ্য যে আপডেট থাকলে আপডেট চেঞ্জ লগ ও ডাউনলোড সাইন দেখাবে। ডাউনলোড শেষে আপডেট ইন্সটল করা যাবে। সাধারণ আপডেট ইন্সটল হতে ৫ -১০ মিনিট সময় লাগে।
স্যামসাং ফোন গুগল প্ল সিস্টেম আপডেট অধিকাংশ সময় অটোমেটিক ইন্সটল হয়ে যায়। গুগল প্লে সিস্টেম আপডেট করার নিয়ম :
- সেটিংসে প্রবেশ করুন
- boimetrics and security তে ট্যাব করুন
- গুগল প্লে সিস্টেম আপডেট এ ট্যাপ করে আপডেট এসেছে কিনা চেক করুন।
ওয়ানপ্লাস ফোন আপডেট করার নিয়ম
নিচে মোবাইল ফোন আপডেট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে সম্পন্ন পোস্টটি পড়তে থাকুন। অক্সিজেন ওএস চালিত ওয়ানপ্লাস ডিভাইসে প্রায় সময় অ্যান্ডয়েড আপডেট আসে। বেশ সহজ ওয়ানপ্লাস আপডেট করা।
- ফোনের সেটিংসে প্রবেশ করুন
- সিস্টেম মেনুতে প্রবেশ করুন
- সিস্টেম আপডেট এ ট্যাপ করুন
এরপর আপনার ওয়ানপ্লাস ডিভাইসের জন্য আপডেট পেন্ডিং থাকলে তা দেখতে পাবেন। গুগল প্লে সিস্টেম আপডেট করার নিয়ম :
- সেটিংসে প্রবেশ করুন
- security and lock screen ট্যাপ করুন
- গুগল প্লে সিস্টেম আপডেট সিলেক্ট করে আপডেট এসেছে কিনা চেক করুন
শাওমি ফোন আপডেট করার নিয়ম
শাওমি, রেডমি, পোকো ব্রান্ডের ফোনগুলো চলে শাওমির কাস্টম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, miui দ্বারা। এসব ফোন একইভাবে আপডেট করা যাবে। আপডেট করার নিয়ম ;
- ফোনের সেটিংসে প্রবেশ করুন
- about phone এ ট্যাপ করুন
- একটি ব্যানারে miui version দেখতে পাবেন, সেটিতে ট্যাপ করুন
উল্লেখিত পদ্ধতি ডিভাইস আপডেট এসেছে কিনা চেক করুন। আপডেট আসলে তা ডাউনলোড করুন ও ডাউনলোড শেষে reboot now এ ট্যাপ করে আপডেট ইন্সটল করুন।
শাওমির গুগল প্লে সিস্টেম আপডেট চেক করার নিয়ম
- ফোনের সেটিংসে প্রবেশ করুন
- নিচের দিক password and security তে ট্যাপ করুন
- privacy মেনু সিলেক্ট করুন
- তারপর গুগল প্লে সিস্টেম আপডেট এ ট্যাপ করলে আপডেট সম্পন্ন হবে।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url