সেরা ৯০ টি বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস

আপনি যদি বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। যারা মধ্যে আমরা বেইমান মানুষ নিয়ে উক্তি এবং স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পন্ন আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

তাছাড়া এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে বেইমান মানুষ চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই সম্পন্ন পোস্টটি পড়ুন। 

সূচিপত্র 

ভূমিকা 

আমাদের চারপাশে বেইমান মানুষের অভাব নেই। যারা আপনার সামনে কথা বলবে এবং আপনার অগোচরে অন্য কথা বলবে৷ তারা সবসময় নিজের চিন্তা করবে। নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করবে৷ বেইমান মানুষ সবার সাথে অনেক ভালো মিশে যেতে পারে তাদের স্বার্থ হাসিল করার জন্য। 

বেইমান মানুষের যখন আপনাকে প্রয়োজন তখন সে আপনার সাথে ভালো করে কথা বলবে। কিন্তু যখনই তার প্রয়োজন শেষ হবে তখন সে তার আসল রূপে ফিরে আসবে। আপনি তার বিপদে তাকে সাহায্য করলেও সে কখনোই আপনার বিপদে পাশে থাকে না। কারণ সে তখনই আপনার ভালো সহ্য করতে পারেনা।

আমাদের চলতে ফিরতে এমন অনেক মানুষের সাথে পরিচয় হয়। এসব লোকের মধ্যে অনেকেই বেইমান মানুষ। তাই আমাদের লোক নির্বাচন করে মিশতে হবে। খেয়াল রাখতে হবে আমরা যেন কোন বেইমান লোকের হাতে না পড়ি এবং তাদের মিষ্টি মিষ্টি কথায় সবকিছু বলা যাবে না। 

বেইমান মানুষ কারো ভালো দেখতে পারে না। বেইমান মানুষ সচরাচর কাছের মানুষ হয়ে থাকে। কেননা কাছের মানুষ ছাড়া খুব সহজে কেউ কারো ক্ষতি করার সাহস পাই না। তাই আমাদের উচিত মানুষ চিনে তার সাথে সব সময় দূরে থাকা। 

বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস

এই পৃথিবী বেইমান না। বেইমান হলো মানুষ। যে শুধু নিজের কথা ভাবে। এখানে দেওয়া হলো বেইমান মানুষ নিয়ে উক্তিগুলো স্ট্যাট্স হিসাবে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বেইমান মানুষ নিয়ে উক্তি :

  1. বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না। খুব পরিচিত মানুষগুলোই বেইমান হয়। 
  2. বেইমান মানুষগুলো কখনো কাউকে ভালো বাসতে পারে না। তারা শুধুমাত্র প্রয়োজন অনুসারে প্রিয়জন বানায়। 
  3. বেইমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। 
  4. বেইমানরা ঠিকই ভালো থাকে। ভালো থাকেনা শুধু বোকা মানুষ গুলো। 
  5. স্বপ্ন কারো সাথে বেইমানি করে না। বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। 
  6. যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদ বেশিদিন হয় না। 
  7. বেইমানরা কখনো ভালোবাসার মূল্য বোঝেনা। এরা মানুষের জীবনে এসে সুন্দর জীবনটা ধ্বংস করে দেয়। 
  8. খুব কষ্ট হয় তখন ; যখন খুব কাছের মানুষগুলো বেইমানি করে। 
  9. পৃথিবীতে সব কিছু ভালো সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব না। 
  10. আপন মানুষ চেনা বড় দায়। এরা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় বেইমানি করতে পারে। 
  11. ভয় সময়কে নয়, ভয় মানুষকে করো!! ওরা বেইমানি করে ঠিকই জিতে যায়। 
  12. বেইমানরা কখনও হারে না। ওরা বেইমানি করে ঠিকই জিতে যায়। 
  13. মিথ্যাবাদী বেইমানদের আশ্চর্যজনক কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতে মিথ্যা বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। 
  14. যে ঠকে সে বোকা নয়, যে ঠকায় সে চালাক নয় বেইমান। 
  15. তাকে পাওয়া যাবে না জেনেও শুধুমাত্র তাকেই ভালোবেসে যাওয়া মানুষগিলো আর যাই হোক বেইমান হতে পারে না। 
  16. বেইমানদের সংস্পর্শে থাকার চেয়ে, শুক্র বানিয়ে যুদ্ধ করা অনেক ভালো। 
  17. বেইমানরা কখনও কারো বিশ্বাসের দাম দিতে জানে না। তারা কেবল অসহায় মানুষগুলোর বিশ্বাস নিয়ে খেলতে জানে। 
  18. অর্থ এবং স্বার্থ মানুষকে বেইমান করে তোলে। 
  19. যতোই ভালোবাসো না কেনো, যাদের বেইমানি করার তারা ঠিকই করবেই। তারা সামনের মানুষটাকে মূল্যহীন মনে করে। 
  20. বেইমানরা কখনো শোধরায় না। এরা শুধু প্রয়োজন অনুসারে খোলস বদলায়। 
  21. আজকাল কিছু মানুষ ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থেকো বলে চলে যায়। 
  22. ক্ষমা তাকেই করো, যে ভুল করেছে। ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। 
  23. একজন ছেড়ে, অন্য জনকে খুশি করার নাম ভালোবাসা নয়। এটা হল বেইমানি। 
  24. বেইমানরা কিছুকাল ভালো থাকে। যা ক্ষণস্থায়ী। 
  25. যতই মানুষ চিনতে পারবেন, ততো একা বাঁচাতে ইচ্ছে করবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই বেইমানি করে না।
  26. সবচেয়ে বড়ো বেইমান হল মন। নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। 
  27. বেইমানদের সাথে সম্পর্কে না রাখাই শ্রেয়। কারণ ভবিষ্যতে এরা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। 
  28. মানুষ হলো বেইমান জাতি। ফুলে ফুলে মধু খায়। ফুলের মধু শুকিয়ে গেলে আর ফিরিয়ে নাহি চায়। 
  29. মানুষ ভুল করলে ক্ষমা করা যায়। কিন্তু বেইমানি করলে তাকে ক্ষমা করা যায় না। কারণ যে একবার বেইমানি করে সে বারবার করে। 
  30. যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে সে আপনার পথে কাটা বিছিয়ে দেবে।

1.বিশ্বাস ভেঙে যাওয়া মানুষ আর কাচ ভেঙে যাওয়া     
   গ্লাস
   কখনও আগের মতো হয় না 

2.যে বিশ্বাসঘাতকতা করে, তার হৃদয়ে বিশ্বাসের কোনো 
   স্থান থাকে না।

3.বিশ্বাসঘাতকতা হলো মিষ্টি কথার আড়ালে বিষ         .   মেশানোর মতো।

4.প্রতারণা হলো সেই আগুন যা একবার জ্বলে উঠলে 
  সম্পর্ককে ছাই করে দেয়।

5.বেইমান মানুষ পেছন থেকে ছুরি মারে 
   সামনে সাহস থাকে না।

6.বেইমান মানুষ নিজের স্বার্থের জন্য 
  তোমার সততাকে বিক্রি করে দেবে।

বেইমান মানুষ নিয়ে উক্তি ,স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব মুখোশধারী মানুষ নিয়ে উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

মুখোশধারী মানুষ নিয়ে উক্তি 

বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করব মুখোশধারী মানুষ নিয়ে উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

1.মুখোশধারী বন্ধুর চেয়ে শত্রু ভালো
কারণ শত্রু অন্তত তার অবস্থান পরিষ্কার করে 

2.যে বন্ধু মুখোশ পরে,
সে আসলে বন্ধুত্বের পবিত্রতাকে কলঙ্কিত করে।

3.মুখোশধারী বন্ধুর হাসির আড়ালে 
লুকিয়ে থাকা কষ্টের গল্প। 

4.মুখোশধারী বন্ধু সবসময় ধোঁকা দেয় 
আর সেই ধোঁকা মানুষের হৃদয়ে ক্ষত করে। 

5.বন্ধুত্বের সবচেয়ে বড় শত্রু হলো মুখোশ
যা আড়াল করে প্রকৃত হৃদয়কে।

6.মুখোশধারী বন্ধুরা কাছে আপনা হয়
কিন্তু আসলে তারা সর্বনাশা।

7.যে বন্ধু মুখোশ পরে, তার প্রতি বিশ্বাস মানে নিজের হাতেই নিজের হৃদয় ভাঙা। 

8.মুখোশধারী বন্ধুরা ভালোবাসা দেখায় 
কিন্তু পেছনে তারা ছুরি চালায়। 

9.মুখোশ পরে থাকা বন্ধুরা হৃদয়ের 
গভীর বিশ্বাসকেও ছিন্নভিন্ন করতে পারে। 

10.যে বন্ধু ভালো কথা বলো 
কিন্তু হৃদয়ে শত্রুতা পোষণ করে সে বন্ধু নয়।

11.মুখোশধারী বন্ধুরা তাদের আড়ালে আঘাত করে
যা সবচেয়ে বেশি ব্যথা দেয়। 

12.সত্যিকারের বন্ধু মুখোশ পরে না
সে সরাসরি হৃদয়ের কথা বলে।

13.বিশ্বাস ভেঙে যাওয়া মানুষ আর কাচ ভেঙে যাওয়া গ্লাস
কখনও আগের মতো হয় না 

14.যে বিশ্বাসঘাতকতা করে, তার হৃদয়ে বিশ্বাসের কোনো 
স্থান থাকে না।

15.বিশ্বাসঘাতকতা হলো মিষ্টি কথার আড়ালে বিষ মেশানোর মতো।

16.প্রতারণা হলো সেই আগুন যা একবার জ্বলে উঠলে 
সম্পর্ককে ছাই করে দেয়।

17.বেইমান মানুষ পেছন থেকে ছুরি মারে 
সামনে সাহস থাকে না।

18.বেইমান মানুষ নিজের স্বার্থের জন্য 
তোমার সততাকে বিক্রি করে দেবে।

বেইমান মানুষ নিয়ে উক্তি এবং  স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব বেইমান নারী নিয়ে ইসলামিক উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

বেইমান মানুষ নিয়ে ইসলামিক উক্তি 

বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করব বেইমান মানুষ নিয়ে ইসলামিক উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।
  • বেইমানি করলে মানুষ দুনিয়া ও আখিরাতে দুই জায়গায় লজ্জিত হবে ও শাস্তি ভোগ করবে। 
  • একজনের গোপন কথা অন্যজনের নিকট প্রকাশ করাও এক ধরনের বেইমানি। এসব মানুষদের আল্লাহ তায়ালা শাস্তি প্রদান করবেন। 
  • যেসব অপরাধের শাস্তি আল্লাহ তায়ালা দুনিয়ায় দিয়ে থাকেন তার মধ্যে একটি হলো বেইমানি করা। 
  • বেইমান মানুষের সাথে সম্পর্কে নিরপেক্ষ রাখতে হবে। তাদের অতি ঘনিষ্ঠ হওয়া যাবেনা আবার দূরত্ব বজায় রাখা যাবে না। কেননা তারা যেকোনো সময় ক্ষতি করে দিতে পারে। 
  • বেইমানদের মূল অস্ত্র হলো মিথ্যা কথা বলা। তারা এর মাধ্যমে যে কোনো মানুষের ক্ষতি করে দিতে পারে বা মানুষের হক নষ্ট করতে পারে।রাসূল (সা) এদের ব্যাপারে কঠিন হুশিয়ারি প্রদান করেন। 
  • ধোঁকা ও প্রতারণা মুমিনের কাজ নয়। এটা মুনাফিকের কাজ। পবিত্র কুরআনে রাব্বুল আলামীন বলেন, মুনাফিকের লক্ষণ তিনটি। তার মধ্যে ওয়াদা ভঙ্গ করা একটি। 
  • পবিত্র কুরআনের সুরা হাশরের ১২ নম্বর আয়াতে বলা হয়েছে তোমারা বেইমান ও মিথ্যা থেকে দূরে থাকো এবং সত্য ও ন্যায়ের পথে চলো। 
  • দুনিয়াতে শয়তানের প্ররোচনায় পড়ে অনেকেই মানুষকে ধোঁকা দেয়। কেউ আবার অতো নিচু পর্যায়ের কাজের মধ্যে আনন্দ খুঁজে পায়। 
  • মুমিনদের লক্ষ্য হলো সততা ও না এর মধ্যে অবস্থান করা। বেইমানি করা নয়। 
  • যে বেইমানি করে সে কখনো মুসলিম নয়। কারণ একজন মুসলিম কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। 

 বেইমান বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি

বেইমান মানুষ নিয়ে উক্তি , স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করব বেইমান বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

1.জীবন চলার পথে বেইমানের দেখা হয় বারবার তবে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয় তখনই যখন বিশ্বাসঘাতক হয় আপনার বন্ধু। 

2.বিশ্বাসঘাতকদের বন্ধু বানানো আর
পাখির পাখায় উড়াল দেয় একই

3.বেইমান বন্ধুর চেয়ে পরম শত্রু ভালো। 

4.যে বিশ্বাস নিয়ে খেলা করে
সেই বিশ্বাসঘাতক। 

5.অতঃপর সে আমায়
তার আসল রূপ দেখিয়ে ছেড়ে গেছে। 

6.বেইমান হয়েও সে পরে ছিলে 
ভালোর মুখোশ। 

7.তোর বেইমানি রূপ
আর কেউ না দেখুক।

8.সে এসেছিল আমায় বেইমানের সংঙ্গা
শিখাতে ;;

9.বন্ধু তোমার করা বেইমানি
আমার ভাবনার শেষ প্রান্তে ছিলো না
কেন করলে এমনটা 

10.হয়তো আমি ছিলাম ভুল মানুষ 
তাইতো বন্ধু 
এমন বেইমানিটা করতে পারলো।

11.আমি তোমাকে আমার আত্মা ভাবতাম 
আর তুমি সেই বন্ধু 
আমার সাথে বেইমানি করলে।

12.যতটা খারাপ হলে মানুষ 
মানুষের সাথে বেইমানি করে
তুমি আমার বন্ধু হয়েও
তার চেয়ে জগন্নভাবে
আমার সাথে বেইমানি করেছো।

13.তোমার বেইমানি আমি
ঠিকই ধরতে পারি বন্ধু 
শুধু তোমার সাথে আমার
সম্পর্ক নষ্ট হবে বলে কিছু বলছিনা।

বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব বেইমান নারী নিয়ে উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

বেইমান নারী নিয়ে উক্তি 

বেইমান শব্দটি অতীব সিম্পল মনেহলে খুবই ভয়স্কর অর্থ বহন করে। প্রকাশ্য শত্রুর চেয়ে কাছের বেইমান মানুষ ভয়ংকর। বেইমান বলতে ওই বিশ্বস্ত মানুষকে বোঝায় যে বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে। 

1.যখন কোন পুরুষের 
সখের নারীটি বেইমানি করে
তখন তার আর চাওয়ার 
কিছু থাকে না

2.নারী তুমি কখনোই করিও না বেইমানি
তুমি একজনের জন্য 
অনেক ভালো নারীর সম্মান হানি।

3.আমি সেই নারীকে ঘৃণা করি 
যে নারীর বেইমানির কারণে 
হাজারো নারীর বদনাম হয়।

4.নারী সহজে বেইমানি করে না
আর যদি বেইমানি করে থাকে 
তবে সেটা খুব ভয়ংকর ভাবে করে।

5.নারী মানে সব তুলসি পাতা নয়
কিছু নিম পাতাও আছে
তাই বেইমানি করতেই পারে 

6.বেইমান কখনো ভালোবাসে না
পুরোটাই থাকে অভিনয় 

7.আমি তার বেইমানির রূপ
আজও বুঝতে পারনি

8.কখনো সঙ্গ ছাড়া থাকিনি
তাই তো এক বিশ্বাসঘাতকে
সঙ্গে নিয়ে জীবন চালাচ্ছি

9.তোমার অপরূপ হৃদয়ে বেইমানির ছাপ
আমায় বারবার বিস্মিত করে 

10.সে আমার সাথে বেইমানি করেছে
অথচ কথা দিয়েছিল চিরকাল থাকবে

11.ভালোবাসায় জালিয়ে আগুন 
সে রূপ নিয়েছে বেইমানের

12.অভিনব কৌশল 
সে আমার বিশ্বাস ভেঙেছে 

13.প্রিয়সী আমার ভালোবাসা কেড়ে নিয়ে 
দিয়েছে বিশ্বাসঘাতকতার আঘাত

14.কখনো বিশ্বাসঘাতকে মন দিয়ো না
সে তোমায় ভাসিয়ে দিবে কান্নার নদীতে 

15.তুমি ভালোবেসে বুকে গাথল
 বেইমানির ছুরি

16.তোমায় কৃতজ্ঞতা জানাই 
আমায় বিশ্বাসঘাতক চিনানোর জন্য 

17.যে চিরকাল থাকার নামে বেইমানি করে 
সে অন্তত মানুষ না।

18.আমার মতো একজন সুবোধ মানুষকে 
কেনো বেইমানির জন্য বেছে নিলে?

19.হারিয়ে গিয়ে একটা চিহ্ন রেখে গেলে
যা ভুলার নয় চিরকাল 

20.যদি আমি আবার জীবন ফিরে পাই
তবে তুমি হবে আমার দেখা ঘৃণিত বেইমান 

21.যে মন নিয়ে খেলা করতে সুখ পায়
সেই বেইমান 

22.হৃদয়ের সবটুকু দিয়েছিলাম তোমায়
তবও আমার সাথে বেইমানি করলো

23.যে হৃদয়ে নেই ভিন্ন হৃদয়ের প্রতি দরদ 
সে বিশ্বাস ভাঙতে করবেনা সামান্যতম চিন্তা 

24.তারপর সে আমার
বিশ্বাস ভেঙে তৃপ্তি পেয়েছে। 

বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব স্বার্থপরতা বেইমান মানুষ নিয়ে উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

স্বার্থপরতা বেইমান মানুষ নিয়ে উক্তি 

বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করব স্বার্থপরতা বেইমান বন্ধু নিয়ে উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

  • বেইমানদের আলাদা করে বলতে হয় না ভালো থেকো। ওরা সবসময় কিছু না কিছু নিয়ে ভাৰোই থাকে। 
  • ভাগ্য সবসময় বেইমানি করে না। যেখানে আপন মানুষগুলো বেইমান, সেখানে ভাগ্যের দোষ দিয়ে কি লাভ। 
  • বেইমান কখনো অশ্রুর মূল্য বোঝেনা। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেইমানের বিশ্বাস করা একই বিষয়। 
  • আমরা সেই মানুষটাকে আপন করে নেই। দিনশেষে যেই মানুষটাই আমাদের ধোঁকা দেয়া। 
  • বেইমান মানুষগুলো কিছুটা এরকম হয়। দিনশেষে ভুলে যাবে আপনি তার জন্য কি করেছেন। 
  • বেইমানদের তুমি যতই ভালোবাসা তবুও সে তোমাকে ছেড়ে যাবে।
  • বেইমান আর স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে। বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। 
  • বেইমাস সবসময় বেইমানই হয়। তাই এদের থেকে দূরে থাকায় শ্রেয়। 
  • যে মানুষগুলো সব থেকে বেশি আপন হবার জন্য অধিকার স্থাপন করতে চায়, সেই মানুষগুলো সবার আগে ধোঁকা দিয়ে চলে যায়। 
  • দিনশেষে জিতে যায় বেইমানরা। আর হেরে যায় সত্যিকারের ভালোবাসা। 
  • তীরটা যখন বুকে ঢুকলো তখন একটুও কষ্ট পায়নি। কিন্তু যখন দেখলাম মানুষগুলো আমার নিজের তখনই কষ্ট পেয়েছি। 
  • বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। 
  • বেইমানরা কখনো তাদের অন্যায়ের জন্য অনুতপ্ত হয়না। বরং হাজার অন্যায় করার পরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। 
  • বেইমান মানুষগুলোর থেকে রাস্তার কুকুরগুলো অনেক ভালো। কারণ তারা কখনো বেইমানি করে না। 
  • মানুষ মাত্র বেইমান। কিন্তু উপরে যিনি আছেন তাকে বিশ্বাস করতে হবে। 
  • জীবনে খারাপ সময়টা আসা দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষদের চেনা যায় না। 
  • ভালো থাকুক পৃথিবীর বেইমান আর স্বার্থপর মানুষ। 
  • দিনশেষে একটু লক্ষ্য করলেই দেখা যায়। বেইমানগুলোই ভালো থাকে আর ভালো মানুষ সারাজীবন কষ্ট পায়। 
  • বেইমানদের অভিশাপ দেওয়ার প্রয়োজন নেই। কারণ সৃষ্টিকর্তা তাদের বিচার করবে।
  • মানুষ বেইমান হয় শুনেছিলাম তবে এতটা বেইমান হয় তা জানতাম না। 
বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব মানুষের স্বভাব নিয়ে উক্তি। বিস্তারিত জানতে সম্পন্ন আর্টেকেলটি পড়ুন।

মানুষের স্বভাব নিয়ে উক্তি 

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে। তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস খোঁজ থাকেন তাদের জন্য এই পোস্ট। 

1.উপরওয়ালার কাছে সেই ব্যক্তিই সবচেয়ে সুন্দর হয়
যাদের স্বভাব উত্তম হয় 
খারাপ স্বভাবের মানুষকে কেউ পছন্দ করেনা।

2.কোনো ব্যক্তি যদি যথার্থ চরিত্রবান হয়
তবে অভাবের সময় তার স্বভাব ঠিকই থাকবে।

3.কারও বাজে স্বভাবে মানুষ ধিৎকার করে
আর ভালো স্বভাব হলে সেই মানুষকে 
নিজের স্বার্থে ব্যবহার করার চিন্তা করে। 

4.জীবনের লক্ষ্যকে স্হির করে নাও
এবং নিজেে স্বভাবকে সুন্দর করে তোল
মানুষের স্বভাবই তাদের জীবনে শান্তি এনে দিতে পারে। 

5.অর্থের প্রয়োজন নেই, পদমর্যাদার প্রয়োজন নেই।
প্রয়োজন আছে শুধু নির্মল স্বভাবের 
যা মানুষের মধ্যে থাকা সর্বাপেক্ষা প্রয়োজনীয়।

6.কোনো মানুষের সাথে প্রথমবার পরিচিত হলে
তার চেহারা দেখে মুগ্ধ হওয়ার পূর্বে তার স্বভাব দেখুন।

7.মানুষের স্বভাব জটিল হয়।
এমনকি যদি আমাদের সহিংসতা দিকে ঝোঁক থাকে 

8.মানুষের স্বভাবের প্রতিবাদ করা 
এবং তপ্ত লোহার উপর হাত বুলিয়ে আনা বোধ করি একই ব্যাপার। উভয় ক্ষেত্রে হয়তো বীরত্ব আছে তবে কোনো আরাম নেই।

9.মানুষের স্বভাব আসলে তিন প্রকার।
 মানুষের উন্নতি হয় তাদের স্বভাবে আবার
অবনতি হয় তাদের স্বভাব দোষে। 

10.মানুষের স্বভাব ও চরিত্র গঠনের কাজ শিশু সময় 
থেকে মরণের পূর্বে সময় অবধি চলতে থাকে। 

লেখকের মন্তব্য 

বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করেছি বিভিন্ন উক্তি ও স্ট্যাটাস নিয়ে। আশা করি আমাদের আজকের এই আর্টিকেল আপনার কাজে আসবে। 

আমাদের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমর
 আপনাদের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url