দরখাস্ত লেখার সঠিক নিয়ম ২০২৫-ছবিসহ নমুনা

দরখাস্ত লেখার সঠিক নিয়ম সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। যার মধ্যে আমরা দরখাস্ত লেখার নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

এই পোস্টে দরখাস্ত লেখার সঠিক নিয়ম ২০২৫, স্কুলে ছুটির দরখাস্ত লেখার নিয়ম, ছবিসহ নমুনা এবং চাকরির দরখাস্ত লেখার নিয়ম সহ বিভিন্ন ধরনের বাংলা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে।
সূচিপত্র 

দরখাস্ত লেখার সঠিক নিয়ম ২০২৫

দরখাস্ত লেখার সঠিক নিয়ম ছবি সম্পর্কে জানার আগে আমাদের দরখাস্ত সম্পর্কে ধারণা থাকা জরুরি। কিছু নিয়ম-নীতি অনুসরণ করে অন্য কোন ব্যাক্তির কাছে বিশেষ আবেদন বা ইচ্ছা প্রেরনের জন্য যে ধরনের পত্র পাঠানো হয় তাকে দরখাস্ত বলা হয়। 

তবে আমাদের আগে জানতে হবে যে দরখাস্ত লেখার সঠিক নিয়ম সম্পর্কে। নিয়ম অনুসারে দরখাস্ত লেখা জরুরি। তাই দরখাস্ত মঞ্জুরের জন্য লেখার নিয়মগুলো নিচে দেওয়া হলো- 

  • দরখাস্ত লেখার নিয়মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শুরুতেই দেখতে হবে তা হচ্ছে দরখাস্তের তারিখ। আপনার দরখাস্তে অবশ্যই সঠিক তারিখ লেখা জরুরি। যে পেজে আপনি দরখাস্ত লিখবেন তার উপরের বাম পাশে শুরুতেই তারিখ লিখতে হবে। 
  • এরপরের বিষয়টি হচ্ছে আপনি যার কাছে দরখাস্ত লিখবেন তার পদবী এবং ঠিকানা। প্রাপক এর পরিচয় বা ঠিকানা অবশ্যই সঠিকভাবে আপনার পরপর লিখে দিতে হবে। প্রাপক যে প্রতিষ্ঠানে রয়েছেন সেখানকার ঠিকানা দিতে হবে। 
  • এরপর আবেদন বিষয় সম্পর্কে লিখতে হবে। আপনি যে কারণে দরখাস্তে লিখছেন কারণটি উল্লেখ করবেন খুব সংক্ষেপে। বিষয়টি সাধারণত ৫ থেকে ৬ শব্দের হয়ে থাকে। 
  • এরপরই আসছে সম্ভাষণ। সাধারণত সম্ভাষণের জনাব কথাটি উল্লেখ করতে হয়। স্যার বা ম্যাডাম কেউ ব্যহার করেন না। তাই শুরুতে জনাব লিখেই লেখা শুরু করতে হবে। 
  • এখন আসছে আবেদন পত্রের মূল অংশটি। আপনি যে কারণে আবেদন পত্রটি লিখছেন সেই বিষয়ে আপনাকে বিস্তারিত ভাবে বা গঠণমূলকভাবে এক প্যারার মধ্যে লিখতে হবে বা যতটি কম করে নিজের মতো করে ভাব প্রকাশ করা যায় ততটাই মানসম্মত হবে। 
  • দরখাস্ত লেখার শেষ পদক্ষেপটি হচ্ছে আবেদনকারী যে লিখেছেন তার নাম ও ঠিকানা উল্লেখ করা এবং নাম ঠিকানা লেখার আগে বিনীত নিবেদক উল্লেখ করবেন এরপর নিচে আপনার নাম থেকে পদবি বা প্রতিষ্ঠানের নাম সবকিছু উল্লেখ করবেন। আর এর মাধ্যমেই আপনার দরখাস্ত লেখা সম্পন্ন হবে।
উপরের নিয়মগুলো ঠিকভাবে মেনে যদি আপনি লিখেন তবে আপনার দরখাস্ত লেখার সঠিক নিয়মে হবে এবং দরখাস্তের সময় অবশ্যই বানানের বিষয়ে খেয়াল রাখতে হবে। পরিষ্কারভাবে লিখতে হবে। দরখাস্ত সঠিকভাবে লেখা হলে আপনি যে কারণে দরখাস্ত লিখছেন সে সমস্যা সমাধান এর জন্য প্রাপক অবশ্যই পদক্ষেপ নিবেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয় দরখাস্ত দেখার নিয়ম 

তারিখ : ১৮/৮/২০২৫

বরাবর 

পরিক্ষা নিয়ন্ত্রক 

জাতীয় বিশ্ববিদ্যালয় 

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর 

মাধ্যম : অধ্যক্ষ, রাজশাহী কলেজ। 

বিষয় : ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের ফলাফল সংশোধনের জন্য আবেদন। 

জনাব, 

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মো: সাব্বির শেখ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত রাজশাহী কলেজ ২০-২১ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। আমার রেজিষ্ট্রেশন :**** এবং রোল নম্বর : ** ২০২৪ সালে অনুষ্ঠিতব্য অনার্স ৩য় বর্ষের পরিক্ষায় (রাজশাহী মহিলা কলেজ) কেন্দ্রে আমি নিয়মিত ভাবে স্বশরীরে প্রতিটি পরিক্ষা অংশগ্রহণ করছিলাম। কিন্তু গত ১৭-৫-২০২৪ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত আমার একটি বিষয়ের ' নিরীক্ষা ও নিশ্চয়তা-২৩২৫০১' ফলাফলে অসংগতি পরিলক্ষিত হয়েছে। আমাকে Absent দেখানো হয়েছে। কি কারণে আমাকে উক্ত বিষয়টিতে অনুপস্থিত দেখানো হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাকে comditional promoted দেওয়া হয়েছে। 

অতএব, বিনীত নিবেদন এই যে" subject code:  232501 - Audit and Assurance"  Absent দেখানো বিষয়টির ফলাফল সংশোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 

নিবেদন 

(আপনার স্বাক্ষর) 

নাম : মোঃ সাব্বির হোসেন 

বিষয় : হিসাববিজ্ঞান 

রোল :*****

রেজিষ্ট্রেশন : ***

কলেজ : রাজশাহী কলেজে 

মোবাইল নাম্বার :****

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত দেখার নিয়ম 

দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম একই বিষয়। দরখাস্তকে অনেকেই আবেদন পত্র বলে থাকে। দরখাস্ত ও আবেদন একটি অপরটির সমার্থক শব্দ। এছাড়া বাংলা দরখাস্ত বা আবেদন পত্র লেখার ধরণ ইংরেজি দরখাস্ত বা আবেদন পত্রের মতোন। 

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নমুনা :

তারিখ : ১৫/০৯/২০২৪

বরাবর 

প্রধান শিক্ষক 

রংপুর জিলা স্কুল 

রংপুর। 

বিষয় : অসুস্থতার ছুটির জন্য আবেদন। 

জনাব, 

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্র / ছাত্রী। অসুস্থতার কারণে আমি ১৫ জানুয়ারি ২০২৫ থেকে ২১শে জানুয়ারি ২০২৫ আমি বিদ্যালয়ের উপস্থিত হতে পারি নি। (দরখাস্তে অসুস্থতা সম্পর্কে আরো কিছু উল্লেখ করতে পারেন) 

অতএব, বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ৬ দিনের ছুটি দিয়ে বাধিত করবেন। 

বিনীত

আপনার নিয়মিত ছাত্রী

রৌনক জাহান 

শ্রেণী: ১০ম 

রোল: ৫

শাখা:ক

চাকরির দরখাস্ত দেখার নিয়ম ছবি

অন্যান্য দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম আর চাকরির দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম প্রায় একই রকম। কিন্তু চাকরির দরখাস্তে বা আবেদন পত্রে নতুন কিছু জিনিসের সংযোগ করার প্রয়োজন পড়ে। এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া চাকরির আবেদন গ্রহণযোগ্য হবে না। 

চাকরির আবেদন পত্রে প্রয়োজনে যে সব জিনিসপত্র দরকারি হতে পারে -

  1. শিক্ষাগত যোগ্যতা সহ জীবনবৃত্তান্ত 
  2. এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি 
  3. সনদপত্রের সত্যায়িত অনুলিপি
  4. নাগরিকত্ব সনদ
  5. চারিত্রিক সনদ 
  6. সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
এছাড়া আরো অনেক জিনিসপত্রের প্রয়োজন হতে পারে। তা দরখাস্ত বা আবেদন পত্রের নোটিশে দেখতে পারবেন। 

তারিখ : ২৪/০৭/২০২৪ ইং
মাননীয় মহাপরিচালক 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 
মিরপুর, ঢাকা
বিষয় : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের আবেদন। 
মহোদয়, 
সবিনয়ে নিবেদন এই যে, গত ১৬ই জুন ২০২৪ তারিখে দৈনিক 'জনকণ্ঠ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ জীবনবৃত্তান্ত উল্লেখ করা হয়েছে :
  1. নাম : রৌনক জাহান 
  2. পিতার নাম : আফজাল হোসেন 
  3. মাতার নাম : বেগম হাফিজা সুলতানা
  4. স্থায়ী ও বর্তমান ঠিকানা : ফজনুল হক মুন্সি বাড়ি, গ্রাম - ডুমুরখালি, পোস্ট - ঝিকরগাছা, জেলা- যশোর। 
  5. জন্ম তারিখ : ২৮ শে মে, ১৯৯২
  6. জাতীয়তা : বাংলাদেশি
  7. ধর্ম : ইসলাম 
  8. শিক্ষাগত যোগ্যতার বিবরণ :
পরীক্ষার নাম পাসের বছর গ্রুপ জিপিএ / শ্রেণী বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি ২০১০ বিজ্ঞান জিপিএ ৫ রাজশাহী বোর্ড
এইচএসসি ২০১২ জিপিএ ৫ রাজশাহী বোর্ড
বিএ ২০১৫ মানবিক ১ম জাতীয় বিশ্ববিদ্যালয়
অতএব, উপযুক্ত তথ্যবলির আলোকে অনুগ্রহপূর্বক আমাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বাধিত হব। 

বিনীত নিবেদন 
রৌনক জাহান 

সংযুক্তি:
১. সনদপত্রের সত্যায়িত অনুলিপি - ৩ কপি
২. নাগরিকত্ব ও চারিত্রিক সনদ - ২ কপি
৩. সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি - ৩ কপি 

ছুটির দরখাস্ত লেখার নিয়ম 

বিভিন্ন সময় স্কুল বা কলেজে ছাত্র-ছাত্রীদের ছুটির জন্য দরখাস্ত লেখার সঠিক নিয়ম প্রয়োজন পড়ে। প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এর কাছে এই আবেদন পত্রটি তাদের ঠিক নিয়মে হাতে লিখে জমা দিতে হয়। তা না হলে তাদের আবেদন পত্রটি গৃহীত হবে না। এজন্য সঠিক নিয়মে ছুটির দরখাস্ত কিভাবে লিখতে হয় তা জানা জরুরি। তাই নিচে একটি নমুনা দেওয়া হলো- 

তারিখ : ০৯ আগস্ট, ২০২৫ ইং

বরাবর, 

প্রধান শিক্ষক / অধ্যক্ষ 

প্রতিষ্ঠানের নাম

ঠিকানা 

বিষয় : ছুটির জন্য আবেদন। 

জনাব ( সম্ভাষণ)

বিনীত নিবেদন এই যে, আমি ইমরান হোসেন আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আগামী ১০/০৯/২০২৫ ইং আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। বিধায় ০৪/০৯/২০২৫ ইং থেকে ১০/০৯/২০২৫ ইং পর্যন্ত মোট ৭দিন আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। 

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ৭ দিনের অগ্রিম ছুটি প্রদান বধিত করবেন। 

বিনীত 

আপনার নিয়মিত ছাত্রী

রৌনক জাহান 

শ্রণী:৯ম

রোল:০২

শাখা :ক 

উপবৃত্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম 

আজকের পোস্টে আপনি উপবৃত্তির জন্য দরখাস্ত লেখার সঠিক নিয়ম, অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম এবং আর্থিক সাহায্যের জন্য দরখাস্ত লেখার নিয়ম। আসলে দরখাস্ত লেখার জন্য প্যাটার্ন বা ধরণ সব একই থাকবে। 

১৫ মে, ২০২৫ ইং

বরারব,

প্রধান শিক্ষক, 

রহমান সরকারি উচ্চ বিদ্যালয়

রাজশাহী 

বিষয় : উপবৃত্তির জন্য আবেদন পত্র। 

জনাব, 

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি এ এফ এম জোবাইর সাফি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন বেসরকারি প্রতিষ্ঠানে সল্প বেতনভুক্ত একজন কর্মজীবী। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, গত কয়েকমাস যাবৎ তিনি শারিরীকভাবে অসুস্থ। এমতাবস্থায় আমার বাবার পক্ষে পরিবারের খরচ বহন করে আমাদের তিন ভাই-বোনের পড়ালেখার খরচ, দাদা-দাদির চিকিৎসা ব্যয় বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে পরিবারের বড় সন্তান হিসেবে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। 

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত সমস্যার বিষয়টি বিবেচনা করে এবং আমাকে উপবৃত্তি প্রদান করে আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ প্রদান করে আমাকে বাধিত করবেন। 

বিনীত নিবেদিকা 

নাম: এ এফ এম জোবাইর সাফি

শ্রেণী : ৯ম

শাখা:ক

রোল: ৪

অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম

তারিখ : এপ্রিল ২৪,২০২৫

বরাবর, 

বিভাগীয় ব্যবস্থাপক

x প্রাইভেট কোম্পানি লিঃ

মহাখালী, ঢাকা

বিষয় : জরুরি ছুটির জন্য দরখাস্ত। 

জনাব,

সবিনয়ে নিবেদন এই যে, আমি কামরুল হাসান আপনার প্রতিষ্ঠের দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছি। আগামী ২৬ ও ২৭ এপ্রিল আমার বোনের বিবাহ অনুষ্ঠিত। সঙ্গত কারণেই উক্ত অনুষ্ঠানে আমার উপস্থিতি পরিবারের অন্যান্যদের প্রত্যাশা। 

অতএব, জনাবের নিকট আকুল নিবেদন এই যে আমাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হাওয়ার জন্য দুই দিনের ছুটি দিয়ে আমাকে বাধিত করবেন। 

নিবীত নিবেদন 

কামরুল হাসান 

সহকারী অর্থ ব্যবস্হাপক

ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম 

তারিখ : ১৮/৮/২০২৫

বরাবর 

ব্যাংক ম্যানেজার

ব্যাংকের নাম

ব্যাংকের শাখা

ব্যাংকের ঠিকানা

বিষয় : বন্ধ একাউন্ট পুনরায় চালু করার জন্য  আবেদন। 

মহোদয়, 

যথাবিহিত সম্মানপূর্ণক নিবেদন এই যে, আমি রৌনক জাহান। আপনার ব্যাংকে আমার একটি সেভিংস একাউন্ট রয়েছে। আমার একাউন্ট নং ****। বিগত ১ বছর যাবত আর্থিক সমস্যাসহ ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে আমার ব্যাংক অ্যাকাউন্টে কোন লেনদেন করা সম্ভব হয় নি। যার কারণে একাউন্টটি বন্ধ হয়ে গিয়েছে। 

অতএব জানাবের নিকট বিনীত প্রার্থনা, আমার একাউন্টটি পুনরায় সক্রিয় করে আমাকে টাকা লেনদেন এর সুযোগ করে দিয়ে বাধিত করবেন। 

নিবেদক 

রৌনক জাহান 

ব্যাংক একাউন্ট নং: ***

ফোন নম্বর :****

পুলিশ বরাবর অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম 

বরাবর 

অফিসার ইনচার্জ 

'ক' থানা, গাজীপুর 

বিষয় : এনআইডি কার্ড হারিয়ে যাওয়া প্রসঙ্গে। 

স্যার, 

বিনীত নিবেদন এই যে, আমি রৌনক জাহান, পিতা: আফজাল হোসেন, গ্রাম: ধামইরহাট, থানা : ধামইরহাট, জেলা : নওগাঁ, ডাকঘর : ধামইরহাট। আমি থানায় উপস্থিত হয়ে এই মর্মে লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি যে, গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ আমার বাড়ি থেকে আসার পথে আমার এনআইডি কার্ডটি হারিয়ে গিয়েছে।এমতা অবস্থায় আমার একটি সাধারণ ডায়েরি করা প্রয়োজন। 

অতএব, উপরোক্ত অভিযোগটি ডায়েরিভুক্ত করে গুরুত্বের সাথে তদন্ত করলে আপনার সু-মর্জি হয়। 

নিবেদন 

আপনার স্বাক্ষর 

আপনার নাম

মোবাইল নাম্বার :****

ঠিকানা :

চাকরি ছাড়ার জন্য দরখাস্ত 

বরাবর 

ব্যবস্থাপক

কোম্পানির নাম

ঠিকানা 

বিষয় : চাকরি থেকে পদত্যাগের জন্য আবেদন। 

মহোদয়, 

বিনীত নিবেদন এই যে, আমি রৌনক জাহান, সেলস ম্যানেজার পদে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। বঢক্তিগত কারণে আমি এই পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক এবং আগামী ৩১/১২/২০২৫ তারিখ হতে আমার চাকরি ছেড়ে দিতে চাই। 

অতএব, আমার পদত্যাগের আবেদনটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 

বিনীত

রৌনক জাহান 

নওগাঁ, রাজশাহী 

মোবাইল :***

লেখকের মন্তব্য 

আজকের এই আর্টিকেলে দরখাস্ত লেখার সঠিক নিয়ম ২০২৫ , নমুনা দরখাস্ত উপস্থাপন, ছবিসহ নমুনা করেছি। আশা করি আমাদের আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে।

আমাদের আজকের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url