প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় ২১ টি

প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। যার মধ্যে আমরা আলোচনা করব প্রতিদিন টাকা ইনকাম করার অনলাইন ও অফলাইন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। 
আমারা ঘরে বসে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত জানি না৷ সহজে টাকা ইনকাম করার পদ্ধতিগুলো নিয়ে আজকের এই পোস্ট। তাই বিস্তারিত জানতে সম্পন্ন আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। 
সূচিপত্র 

প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় 

আপনি হয়তো অনলাইন থেকে প্রতিদিন টাকা ইনকাম করতে চাচ্ছেন৷ কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন। কারণ অনলাইন ইনকাম করার যতটা সহজ মনে হয় তেমন না। এমন অনেক ফ্রি টাকা ইনকাম apps আছে যার সাহায্য আপনি দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত :

ট্রি শার্ট ডিজিটাল করে : দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম 

টি শার্ট ডিজাইন করতে আপনাকে কোন গ্রাফিক্স ডিজাইন শিখতে হবেনা। আবার কোন অ্যাপের মাধ্যমে করতে হবে না। একটি ফাটা ট্রি শার্টের উপর ড্রাগ এন্ড ড্রপ করে লোগো, কালার ও লেখা দিয়ে খুবই সহজ উপায়ে ডিজাইন করতে পারবেন। 

আর এই সহজ কাজ করে আপনি ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন মোবাইল দিয়ে। এর জন্য আপনাকে T-Shirt ডিজাইন ওয়েবসাইটে যেতে হবে। ট্রি শার্ট ডিজাইন করে আয় করার পদ্ধতি হলো :

  • প্রথমে আপনাকে ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর start selling অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনি আপনার ট্রি শার্ট তাদের মার্কেটপ্লেসে বিক্রি করবেন। নাকি নিজে স্টোর খুলে বিক্রি করবেন তা সেট করে রেজিস্ট্রার করতে হবে। 
  • এরপর আপনি তাদের ট্রি শার্ট আপলোড করে খুবই সাধারণ কিছু লোগো ও লেখা দিয়ে ডিজাইন করত হবে। 
  • আপনার ট্রি শার্ট বিক্রি শুরু হলে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন। 
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে :
ওয়ার্ডপ্রেস একটি সি এম এস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে কোন প্রকার কোডিং ছাড়াই ওয়েব ডেভেলপমেন্ট ছাড়া ওয়েবসাইট বানানো যায়। 

আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোর উপায় ইউটিউব দেখে শিখে নিতে পারবেন। ওয়ের্ডপ্রেসে রয়েছে হাজার হাজার ফ্রি থীম। এই থীম দিয়ে আপনি অনেক সহজে ওয়েবসাইট বানাতে পারবেন। 

তারপরে Fiverr, Upwork, Guru, Peopleperhour, freelancer ইত্যাদি সাইটে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে দেওয়ার কাজ করুন। এখানে কাজের চাহিদা বেশি রয়েছে। আপনি শুরুর দিকেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর কাজ করে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। 

ভার্টুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করে : 
বিদেশি কোন বিজনেস ম্যানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে ইনকাম করাকে ভার্টুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। যেহেতু আপনি অনলাইনে কাজ করছেন তাই এটাকে ভার্টুয়াল বলা হয়। 

বিভিন্ন মার্কেটপ্লেসে এর কাজের চাহিদা আকাশ ছোঁয়া। আপনি এই কাজ করে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। ভার্টুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজগুলো হলো :
  • কপি পেস্ট জব
  • ফেসবুক পোস্ট 
  • সার্ভার ম্যানেজমেন্ট
  • আর্টিকেল রাইটিং 
  • ইকমার্স আপলোড
  • ইউটিউব ভিডিও থাম্বনেইল তৈরি
  • ইউটিউব টাইটেল ও ডিস্ক্রিপশন লেখা
ক্যাপচা এন্ট্রি করে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম 
এই কাজের মত সহজ কাজ নেই। এখানে শুধু আপনাকে কিছু ক্যাপচা দেওয়া হবে। আপনাকে শুধু কা দেখে কপি করে লিখতে হবে। এটি একদম দক্ষতা ছাড়া অনলাইন ইনকাম এর কাজ।

ক্যাপচা মানে বিভিন্ন নিরাপত্তা কোড। এই কোনগুলি আপনাকে একের পর এক দেখে পূরণ করতে হবে। অতি সাধারণ একটি কাজ। আপনার যদি কাজ করার ধৈর্য্য থাকে তাহলে আপনি সহজে ভালো ইনকাম করতে পারবেন। 

ক্যাপচা পূরণ করে ইনকাম করার জন্য ক্যাপচা টাইপিং সাইটে যেতে হবে। সেখানে যেয়ে সাইন আপ করে কাজ শুরু করে দিতে হবে। আপনি প্রতি ক্যাপচা এন্ট্রির জন্য টাকা ইনকাম করতে পারবেন। 

ই-কর্মাস এক্সপার্ট হয়ে 
যেসকল ওয়েবসাইটে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। সে ধরনের ওয়েবসাইটকে ই কর্মাস ওয়েবসাইট বলে৷ যেমন : Daraz, Amazon, Ajker Deal ইত্যাদি থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাহলে ই কমার্স সাইট বানিয়ে সহজেই করতে পারবেন। চলুন ই কর্মাস ওয়েবসাইট থেকে ইনকাম করা উপায়গুলো :
  • আপনি ই কর্মাস ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইট বিক্রি করে ইনকাম করতে পারবেন। 
  • আপনি যদি ই কমার্স এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ওয়েবসাইট বানিয়ে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। 
  • এছাড়া আপনি নিজেই অনলাইন ই-কমার্স দোকান দিয়ে পণ্য বিক্রি করে আয় করতে পারবেন। 
এভাবে আপনি সহজেই দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এখন আমরা দিনে ৫০০ টাকা ইনকাম apps সম্পর্কে বিস্তারিত জানবো। তাই মনোযোগ সহকারে সম্পন্ন পোস্ট পড়ুন। 

দিনে ৫০০ টাকা ইনকাম apps

প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে আমরা আলোচনা করব দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপ নিয়ে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

শপআপ রিসেলার : আপনি যদি দিনে ৫০০ টাকা ইনকাম apps অনুসন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য পারফেক্ট ইনকাম করার অ্যাপ হতে পারে শপআপ রিসেলার apps। কারণ আপনি শপআপ রিসেলার apps দিয়ে খুব সহজেই প্রতিদিন ৫০০ টাকার উপর ইনকাম করতে পারবেন৷ 

দারাজ অ্যাপ : দিনে ৫০০ টাকা ইনকাম apps হিসেবে আরেকটি খুবই জনপ্রিয় অ্যাপ হলো দারাজ অ্যাপ। দারাজ apps এর মাধ্যমে আপনি দিনে খুব সহজেই ৫০০ টাকার বেশি পরিমাণ ইনকাম করতে পারেন। 

বিকাশ অ্যাপ : বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হল বিকাশ। আর বিকাশ পরিচালনার জন্য সহজ উপায় হলো বিকাশ apps ব্যবহার করা। আপনি বিকাশ apps ব্যবহার করে প্রতিদিন ৫০০ টাকার বেশি ইনকাম করতে পারেন। 

ফুডপান্ডা অ্যাপ : ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে চাইলে আপনি প্রতিদিন ৫০০ টাকার বেশি ইনকাম করতে পারেন৷ সুতরাং ফুডপান্ডা হতে পারে আপনার আয়ের অন্যতম মাধ্যম। তাই দিনে ৫০০ টাকা ইনকাম apps গুলোর মধ্যে ফুডপান্ডা অ্যাপস অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ। 

পাঠাও অ্যাপ : দিনে ৫০০ টাকা ইনকাম apps যতগুলো রয়েছে তার মধ্যে পাঠাও apps একটি। কেননা পাঠাও অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই আপনি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। 

বসে না থেকে এই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন.  কাজ করা খুব সোজা 

আমরা অনেকেই ঘরে বেকার অবস্থায় বসে থাকি। আবার অনেকেই বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করার চেষ্টা করি। কিন্তু সঠিক প্রচেষ্ঠা কিংবা সঠিক গাইডলাইন না থাকর কারণে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি না। তাহলে বসে না থেকে এখন থেকে এই apps গুলো দিয়ে ৩০০ টাকা ইনকাম করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এই apps দিয়ে 300 টাকা ইনকাম সম্পর্কে আলোচনা করা যাক। 

Tasker এই apps দিয়ে ৩০০ টাকা ইনকাম 

tasker হচ্ছে মূলত একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ যেমন : ডাটা এন্ট্রি,  আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, বাংলা ও ইংরেজি অনুবাদ ইত্যাদি কাজ করা যায়। কাজ করার মাধ্যমে tasker অ্যাপ টাকা আয় করার সুযোগ দিয়ে থাকে। 

উপরে উল্লেখিত কাজগুলো দক্ষতার সাথে করতে পারলে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে প্রতিদিন ৩০০ টাকা কিংবা তারও বেশি আয় করুন। আপনার Tasker অ্যাপে কাজ করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর একাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারবেন। 

Shohoz এই apps দিয়ে ৩০০ টাকা ইনকাম 

এই অ্যাপ দিয়ে ৩০০ টাকা ইনকাম করার অন্যতম সহজ পদ্ধতি হচ্ছে সহজ অ্যাপ থেকে ইনকাম করা। এখানে আপনি বিভিন্ন ধরনের ডেইলিভারি সার্ভিস সেবা প্রদান করে প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করতে পারবেন। 

সহজ অ্যাপের মাধ্যমে বিভিন্ন রেস্তোরাঁ থেকে বিভিন্ন খাবার, ওষুধ ও কসমেটিক জিনিসপত্র ডেলিভারির মাধ্যমে ইনকাম করতে পারেন। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে পারবেন এবং ৩০০ টাকা প্রতিদিন কিংবা বেশি ইনকাম করতে পারেন। 

Swagbucks এই apps দিয়ে ৩০০ টাকা ইনকাম 

এই অ্যাপটি দিয়ে সহজেই একজন মোবাইল ইউজার ছোট ছোট কাজ করে প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে Swagbucks লিখে সার্চ দিয়ে ইন্সটল করে নিন। তারপর নিজের পরিচয় দিয়ে একাউন্ট তৈরি করুন। 

এখানে বিভিন্ন ধরনের ছোট কাজ করে যেমন ভিডিও দেখা, ভিডিও ডাউনলোড করা, গেম খেলা, অনলাইন সার্ভে করে পেমেন্ট পাবেন। বসে না থেকে এই অ্যাপ দিয়ে ৩০০ টাকক ইনকাম আপনি করতে পারবেন। সর্বনিম্ন পাঁচ ডলার হলে আপনি পেমেন্ট গ্রহণ করতে পারবেন। 

Foap এই apps দিয়ে ৩০০ টাকা ইনকাম 

Foap apps হতে পারে আপনার ইনকাম মাধ্যম। এই অ্যাপে আপনি আপনার শখের তোলা ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন। Foap অ্যাপ মূলত ছবি বিক্রি করার প্লাটফর্ম৷ এখানে আপনার তোলা ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি খুঁজে বের করে ডাউনলোড করুন। 

ডাউনলোড করা হয়ে গেলে এখানে আপনার নাম এবং বাকি তথ্য দিয়ে একাউন্ট তৈরি করুন। আপনার এখানে ছবি তুলে প্রথম অবস্থায় বিক্রি করা কঠিন হলেও পরবর্তীতে সেটা সুবিধার হয়ে যাবে। 

Kettoo এই apps দিয়ে টাকা ইনকাম 

এই অ্যাপটির কাজের নিয়ম হচ্ছে এই অ্যাপটি ইন্সটল করার পর মোবাইল ডিসপ্লে বা কম্পিউটার স্ক্রিনে কিছু এড দেখানো হয়। শুধুমাত্র আপনি এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপে যত বেশি এড দেখবেন তত বেশি আপনার ইনকাম হবে। 

Quiz tast এই apps দিয়ে ৩০০ টাকা ইনকাম 

 আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কুইজ ট্যাক্স অ্যাপটি আপনার জন্য। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের সাধারণ তথ্য শেয়ার করে ইনকাম করতে পারেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের ছোট কুইজ খেলে ইনকাম করতে পারবেন। প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। 

Ysense এই apps দিয়ে ৩০০ টাকা ইনকাম 

Ysenseএকটি মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট যেখানে আপনাকে ছোট বড় চাকরির সুযোগ দিয়ে থাকে। Ysense এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরনের ছোট কাজ করে সহজে পেমেন্ট পেতে পারেন। 

এছাড়া গ্লোবাল মার্কেটে এই অ্যাপটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই অ্যাপটি বিগত কয়েক বছর ধরে ব্যবহারকারীদেরকে বিভিন্ন ধরনের ক্যাশ অফার করে আসছে। 

সেজন্য আপনি অনলাইন থেকে খুব কম পরিশ্রমে কোন রকম ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান। তাহলে Ysense মোবাইল অ্যাপটি ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। এবং প্রতিদিন ৩০০ টাকা কিংবা তার বেশি ইনকাম করতে পারবেন।

ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট 

ডেইলে ৫০০ টাকা ইনকাম বিকাশ পেমেন্ট বা ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে হলে বাংলাদেশী সাইটে কাজ করতে হবে। ব্যসিক লেভল এর কাজ, এডভান্স লেভেলের কাজ যে কাজ করুন বাংলাদেশী বায়ারদের সাথে কাজ করতে হবে। 

ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে চাইলে আপনি আর্টিকেল লিখতে পারেন। বাংলাদেশ অনেক ওয়েবসাইট আর্টিকেল রাইটিং এর কাজ দিয়ে থাকে। 

দারাজে কাজ করতে পারেন। দারাজে কাজ করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। টেন মিনিট স্কুলের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করুন। পেমেন্ট বিকাশে নিতে পারবেন। 

ফ্রি ফেসবুক মার্কেটিং করে বিকাশ পেমেন্ট নিতে পারবেন। লোকাল প্রজেক্টে কাজ করার এটাই সুবিধা। পেমেন্ট মেথড নিয়ে কোনো ঝামেলা থাকেনা। 

দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম 

যদি আপনার লক্ষ্য ডেইলি ৫০০ টাকা ইনকাম করা হয় থাকে তাহলে সম্পন্ন পোস্ট পড়ুন। দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা কম কথা নয়। এই টাকা ইনকাম করতে পারলে নিজের হাত খরচ চলবে। চলুন তাহলে দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন যেসব কাজ করে। 

  • সার্ভ করে টাকা ইনকাম 
  • ভিডিও দেখে টাকা ইনকাম 
  • গেস্ট পোস্ট লিখে টাকা ইনকাম 
  • গুগল রিভিউ দিয়ে টাকা ইনকাম 
  • আর্টিকেল লিখে ইনকাম 
  • পোস্ট শেয়ার করে ইনকাম 
  • গেম খেলে ইনকাম 
  • লুডু খেলে টাকা ইনকাম 
  • গুগল রিয়ার্ড থেকে টাকা ইনকাম 
  • ছবি বিক্রি করে টাকা ইনকাম 
  • ফ্রিলান্সিং করে টাকা ইনকাম 
  • অনলাইন টিউশনি করে টাকা ইনকাম 
  • সিপিও মার্কেটিং করে টাকা ইনকাম 
  • অ্যাফিলিয়েট মার্কেটিয় করে টাকা ইনকাম 
প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব Daily 500 taka income নিয়ে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

Daily 500 taka income 

বর্তমান সময়ে daily 500 take income করার অসংখ্য উপায় রয়েছে। তার মধ্যে আপনি যদি ইন্টারনেট বিষয় জানেন তাহলে অনলাইন প্লাটফর্ম থেকে অনেক কাজ পেয়ে যাবেন। যে কাজগুলো করে আপনারা daily 500 take income করতে পারবেন। 

তবে অনেকেই বলে থাাকে daily 500 take income করার জন্য জনপ্রিয় কিছু অ্যাপ রয়েছে। যেগুলো থেকে মোটামুটি আকারে ইনকাম করা যায়। তাহলে জেনে নেওয়া যাক ডেইলি ৫০০ টাকা ইনকাম করার সেরা উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। 

  • মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম 
  • এড দেখে টাকা ইনকাম 
  • ক্যাপচা এন্ট্রি করে টাকা ইনকাম 
  • আর্টিকেল লিখে টাকা ইনকাম 
প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপ নিয়ে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

দিনে ৫০০ টাকা ইনকাম apps 2025

দিনে ৫০০ টাকা ইনকাম করার অনেক অ্যাপ রয়েছে। তবে সব অ্যাপগুলো দিয়ে টাকা ইনকাম করা সম্ভব হয় না। আবার ইনকাম করা গেলেও পেমেন্ট পাওয়া যায় না। যে অ্যাপগুলো বিশ্বস্ততার সাথে পেমেন্ট দিয়ে বর্তমানে প্রচুর সংখ্যক লোক কাজ করছেন। আপনি যেকোনো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের এড প্রচারের মাধ্যমে দিনে নগদ টাকা ইনকাম করতে পারবেন। 

এছাড়া যদি অ্যাপ থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে যে অ্যাপগুলোতে দিনে ৫০০ টাকা বা এর বেশি টাকা ইনকাম করা যায় তার তালিকা নিচে দেওয়া হলো- 

  • SHEROES
  • Cashapp
  • Cointiply
  • Alamy
  • FanFare
  • Telegram 
  • Pocket Money App
  • Fiverr App
  • Tiktok App
  • BKash App
  • Toffee App
প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা  আলোচনা করব ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ নিয়ে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ

বর্তমানে বাংলাদেশ টাকা ইনকাম করার জন্য অনেক অ্যাপ রয়েছে। যেগুলো থেকে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। ২০২৫ সালে এসে অনলাইন ইনকাম করার জন্য সেরা কিছু বাংলাদেশী এবং বিদেশি অ্যাপস সম্পর্কে আপনাদের জানাবো। 

taka income : এটি একটি বাংলাদেশী জনপ্রিয় অ্যাপস। Taka income অ্যাপস এর মাধ্যমে অনলাইনে ইনকাম করতে পারেন। এই অ্যাপস এর মাধ্যমে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং বিভিন্ন কুইজ খেলে ইনকাম করতে পারবেন। 

Inboxdollars: এটি একটি আন্তর্জাতিক মাধ্যমের অ্যাপস। এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে ডলার ইনকাম করতে পারবেন। সেই ডলারগুলো বিভিন্ন এক্সচেঞ্জ মাধ্যমে বিকাশ কিংবা নগদে বিক্রি করতে পারবেন। এই অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন টাস্ক, ছোট ছোট সার্ভ এবং গেম খেলার মাধ্যমে ইনকাম করতে পারবেন। 

Swagbucks : বর্তমানে এই অ্যাপটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাপস এর মাধ্যমে আপনি ভিডিও দেখে ভালো ইনকাম করতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের টাস্ক পূরণ, গেম খেলে এবং সার্ভে করর টাকা ইনকাম করতে পারবেন। 

Shopup Reseller app: এই অ্যাপসটিতে আপনি কোন বিনিয়োগ ছাড়াই ইনকাম করার সুযোগ পাবেন। তবে এই অ্যাপসটিতে সিস্টেম হচ্ছে আপনকে ব্যবসা করে ইনকাম করতে হবে। এই অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন প্রোডক্ট পাবেন যেগুলো আপনাকে বিক্রি করে দিতে হবে। বিক্রি করার জন্য লাভের কিছু অংশ আপনাকে দেওয়া হবে।

বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ 

Bangladeshi App প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ নিতে চাইলে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ বাংলাদেশে অ্যাপসগুলো থেকে সহজে ১০০০ টাকা ইনকাম করা যায় না। এরজন্য আপনাকে আন্তর্জাতিক পর্যায়ের অ্যাপসগুলো ব্যবহার করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে :

সেল করে : বাংলাদেশের দারাজ অ্যাপস এর নাম শুনেছেন। যেখান থেকে আপনি সহজে বিক্রেতা হিসেবে কাজ করতে পারবেন। এজন্য তাদের কঢাম্পেইনে অংশগ্রহণ করতে হবে। তাদের দেওয়া পণ্যগুলো বিক্রি করতে হবে। মোটামুটি প্রতিদিন ৭ থেকে ৮টি কিংবা তারও কম পণ্য সেল করতে পারলেই আপনি ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। 

আর্টিকেল লিখে : আর্টিলেক লিখে ইনকাম করতে চাইলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের জন্য লিখালিখি করতে পারেন। যারা মাধ্যমে আপনি দিনে ১০০ টাকা সহজ ইনকাম করতে পারবেন। 

প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা  আলোচনা করব দিনে ভিডিও দেখে ৫০০ ১০০০ টাকা ইনকাম করার অ্যাপ নিয়ে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ ১০০০ টাকা আয় করুন guide bangla 

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ ১০০০ টাকা আয় করুন সম্পূর্ণ ফ্রিতে। বর্তমান আমরা অনেকেই অনলাইন থেকে ইনকাম করার কথা ভাবছি। প্রতিনিয়ত অনেকেই অনলাইন থেকে টাকা ইনকাম করা যাচ্ছে। 

বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। যারা প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করছেন। এই পোস্ট থেকে আমরা জানতে পারবো ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায়। 

আমাদের অনেকেই অন্যতম পছন্দের কাজ হচ্ছে ভিডিও দেখা। বিশেষ করে যারা বেকার সময় পার করে। ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও দেখে সময় ব্যয় করে। বাংলাদেশে এমন ভিডিও দেখে ইনকাম করার অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে। 

বর্তমানে ভিডিও দেখে টাকা ইনকামের সবচেয়ে জনপ্রিয় apps এর নাম Taka Income- টাকা ইনকাম যেটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। 

লেখকের মন্তব্য :

আজকের এই আর্টেকেলে বিষয় হলো প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করার উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া টাকা ইনকাম করার অ্যাপস, বিকাশে পেমেন্ট পাওয়া উপায়, প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করা উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের কাজে আসবে। আমাদের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url