রোজা কবে থেকে শুরু 2025-রোজার ঈদ ২০২৫
রোজা কবে থেকে শুরু 2025
আগামী বছর ২০২৫ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে।
হিজরি বা চন্দ্রবর্ষে কোনো মাস ৩০ দিনের হয় আবার কোনো মাস ২৯ দিনের হয়। ফলে বছর পূর্ণ হয় ৩৫৩/৩৫৫ দিনে। বিপরীতে ইংরেজি বর্ষ ৩৬৫ দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। যেমন - ২০২৪ সালে সৌদিতে রমজান মাস শুরু হয় ১১ মার্চ। তার আগের বছর শুরু হয়েছিল ২৩ মার্চ। অথাৎ ওই এক বছরে ১২ দিন এগিয়ে আসে রমজান মাস। এবার যদি ১২ দিন এগিয়ে আসে তাহলে ২৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হবে।
রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওইদিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। এরপর সূর্যোদয়ের আগে গ্রহণ করেন সেহরি। সারাদিন সব ধরনের পানাহার থেকে বিরত থাকার পর সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন।
রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্যরকম ভ্রাতৃত্ববোধ দেখা যায়। এই সময় মুসল্লিরা দান সদকা বাড়িয়ে দেন। এক মাসের সিয়াম সাধনা শেষে আনন্দ উৎসবের আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন সারা বিশ্বের মুসলিমরা।
রোজার ঈদ ২০২৫
২০২৫ সালের রোজার ঈদ বা ঈদুল ফিতর মুনসাইড বা নপেইজের হিসেব অনুযায়ী হিজরী সন ১৪৪৬ এর ঈদুল ফিতর বা রোজার ঈদ ৩১ শে মার্চ রোজ সোমবার হবে। এছাড়াও যেহেতু ঈদুল ফিতর বা রোজার ঈদ চাঁদ দেখার উপরে নির্ভর করে তাই দুই থেকে এক দিন আগে বা দুই এক দিন পরেও রোজার ঈদ বা ঈদুল ফিতর হতে পারে।
2025 সালের রমজান কত তারিখ বাংলাদেশ
২০২৫ সালে রমজান মাস বা রোজার মাস বা মুনপেইজের এর হিসেব হিজরী সন ১৪৪৬ এর রমজান হবে ১ই মার্চ রোজ শনিবার। যেহেতু রমজান বা রোজা চাঁদ দেখার উপরে নির্ভর করে তাই দুই একদিন আগে বা পরে ২০২৫ সালের রমজান মাস বা রোজা শুরু হতে পারে। ২০২৫ সালে আশা করা যায় ৩০টি রোজা হতে পারে।
2025 সালের রমজানের ক্যালেন্ডার
রোজা কবে থেকে শুরু 2025 নিয়ে আজকের এই আর্টিকেল। আমরা এখন জানবো 2025 সালের রমজানের ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা।
ইংরেজি তারিখ | বার | হিজরী তারিখ |
---|---|---|
১ মার্চ, ২০২৫ | শনিবার | ৩০ শাবান, ১৪৪৬ |
২ মার্চ, ২০২৫ | রবিবার | ১ রমজান,১৪৪৬ |
৩ মার্চ, ২০২৫ | সোমবার | ২ রমজান,১৪৪৬ |
৪ মার্চ, ২০২৫ | মঙ্গলবার | ৩ রমজান, ১৪৪৬ |
৫ মার্চ, ২০২৫ | বুধবার | ৪ রমজান, ১৪৪৬ |
৬ মার্চ, ২০২৫ | বৃহস্পতিবার | ৫ রমজান, ১৪৪৬ |
৭ মার্চ, ২০২৫ | শুক্রবার | ৬ রমজান,১৪৪৬ |
৮ মার্চ, ২০২৫ | শনিবার | ৭ রমজান, ১৪৪৬ |
৯ মার্চ, ২০২৫ | রবিবার | ৮ রমজান, ১৪৪৬ |
১০ মার্চ, ২০২৫ | সোমবার | ৯ রমজান, ১৪৪৬ |
১১ মার্চ, ২০২৫ | মঙ্গলবার | ১০ রমজান, ১৪৪৬ |
১২ মার্চ,২০২৫ | বুধবার | ১১ রমজান, ১৪৪৬ |
১৩ মার্চ, ২০২৫ | বৃহস্পতিবার | ১২ রমজান, ১৪৪৬ |
১৪ মার্চ, ২০২৫ | শুক্রবার | ১৩ রমজান, ১৪৪৬ |
১৫ মার্চ, ২০২৫ | শনিবার | ১৪ রমজান, ১৪৪৬ |
১৬ মার্চ, ২০২৫ | রবিবার | ১৫ রমজান, ১৪৪৬ |
১৭ মার্চ, ২০২৫ | সোমবার | ১৬ রমজান, ১৪৪৬ |
১৮ মার্চ, ২০২৫ | মঙ্গলবার | ১৭ রমজান, ১৪৪৬ |
১৯ মার্চ, ২০২৫ | বুধবার | ১৮ রমজান, ১৪৪৬ |
২০ মার্চ, ২০২৫ | বৃহস্পতিবার | ১৯ রমজান, ১৪৪৬ |
২১ মার্চ, ২০২৫ | শুক্রবার | ২০ রমজান, ১৪৪৬ |
২২ মার্চ, ২০২৫ | শনিবার | ২১ রমজান, ১৪৪৬ |
২৩ মার্চ, ২০২৫ | রবিবার | ২২ রমজান, ১৪৪৬ |
২৪ মার্চ, ২০২৫ | সোমবার | ২৩ রমজান, ১৪৪৬ |
২৫ মার্চ, ২০২৫ | মঙ্গলবার | ২৪ রমজান, ১৪৪৬ |
২৬ মার্চ, ২০২৫ | বুধবার | ২৫ রমজান, ১৪৪৬ |
২৭ মার্চ, ২০২৫ | বৃহস্পতিবার | ২৬ রমজান, ১৪৪৬ |
২৮ মার্চ, ২০২৫ | শুক্রবার | ২৭ রমজান, ১৪৪৬ |
২৯ মার্চ, ২০২৫ | শনিবার | ২৮ রমজান, ১৪৪৬ |
৩০ মার্চ, ২০২৫ | রবিবার | ২৯ রমজান, ১৪৪৬ |
৩১ মার্চ, ২০২৫ | সোমবার | ১ শাওয়াল, ১৪৪৬ |
রোজা কবে থেকে শুরু 2025 সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে ২০২৫ সালের রমজান কত তারিখ নিয়ে উপরে আলোচনা করা হয়েছে।
২০২৫ সালের রমজান কত তারিখ
২০২৫ সালের রমজান ২৮ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার মাধ্যমে সূর্য উদয়ের পূর্বে সাহরি খেয়ে রোজা শুরু হবে। আর পহেলা মার্চ রোজ শনিবার সূর্য অস্তের পরে একটি রোজা পূর্ণ হবে।
২০২৫ সালে বাংলাদেশ রোজা বা রমজান হওয়ার সম্ভাবনা পহেলা মার্চ মাসে। যদি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে রমজানের চাঁদ দেখা যায় তাহলে সেই রাতে তারাবি পড়ে সূর্য উদয়ের পূর্বে সেহেরি খেয়ে রোজা রাখতে হবে। তাহলে পহেলা মার্চ মাসে একটা রোজা পূর্ণ হবে যা সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে। আর ৩০ টি রোজা সম্পূর্ণ হওয়ার পর সৌদি আরবে ঈদুল ফিতর বা ঈদ হতে পারে মার্চের ৩০ তারিখ। সুতরাং বাংলাদেশে ঈদুল ফিতর এর নামাজ হবে মার্চের একত্রিশ তারিখ।
২০২৫ সালের প্রথম রোজা কত তারিখ
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম। সে হিসেবে ১লা মার্চ প্রথম রোজা। পুরো বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে ১লা মার্চ থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এ মাস শুরু হবে।
চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আবরি বছর গণনা করা হয়। কবে কোন মাস শুরু হবে তা চাঁদ দেখার উপরে নির্ভর করে। আর এ কারণে প্রতি বছর রমজানের সময় পরিবর্তন হয়। রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওইদিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। এরপর সূর্যোদয়ের আগে সেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন।
২০২৬ সালের রমজান কত তারিখ
২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
ইসলাম ধর্মাবলীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, অনুষ্ঠান বা উপলক্ষ এবং ইবাদত পালন করার জন্য হিজরি সন গণনার উপর নির্ভর করতে হয় বা নির্ভরশীল। আর এই হিজরি সন বা সাল গণনা করা হয় ৩৫৫ বা ৩৬৫ দিনে। এছাড়াও হিজরি সনের মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।
আর এর ফলে প্রতিবছর এই গুরুত্বপূর্ণ দিবস, অনুষ্ঠান বা উপলক্ষ এবং ইবাদত এর দিনগুলো ১০ থেকে ১১ দিন করে এগিয়ে যায়। আর তাই মুসলিম ধর্মাবলিদের চাঁদ দেখার উপর এবং আরবি ক্যালেন্ডার এর উপর নির্ভরশীল হতে হয়। আর তাই নিচে ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার দেওয়া হলো-
ইংরেজি মাস | হিজরি মাস |
---|---|
জানুয়ারি | জামাদিউস সানি, ১৪৪৬ |
ফেব্রুয়ারি | শাবান, ১৪৪৬ |
মার্চ | শাবান, ১৪৪৬ |
এপ্রিল | শাওয়াল |
মে | জ্বিলকদ |
জুন | জ্বিলহজ্জ |
জুলাই | মুহাররম১৪৪৭ |
আগস্ট | সফর১৪৪৭ |
সেপ্টেম্বর | রবিউল আউয়াল ১৪৪৭ |
আক্টোবর | রবিউল সানি১৪৪৭ |
নভেম্বর | জামাদিউল আউয়াল১৪৪৭ |
ডিসেম্বর | জামাদিউল সানি ১৪৪৭ |
রোজা কবে থেকে শুরু 2025 সম্পর্কে আজকের এই আর্টিকেল। যার মধ্যে ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার নিয়ে উপরে আলোচনা করা হয়েছে।
লেখকের মন্তব্য
আজকের এই পোস্টের মধ্যমে আমি আপনাদের জানিয়ে রোজা কবে থেকে শুরু 2025 হবে তা সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনারা উক্ত বিষয় ২০২৫ সালের পবিত্র মাহে রমজান কত তারিখ থেকে শুরু হবে তা নিয়ে জানতে উপকৃত হয়েছেন। আমার আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url