১০০+ সেরা ঈদ মোবারক স্ট্যাটাস। ঈদের শুভেচ্ছা

ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আমাদের সকলের ভালো লাগে। ঈদের দিন সকলের অনেক খুশি থাকে। কেননা বছরের দুইবার ঈদ আসে মুসলমানদের জন্য। তাই আমরা সেরা ঈদ মোবারক স্ট্যাটাস লিখেছি। 
সুতরাং যদি আপনার ঈদ মোবারক স্ট্যাটাস (ঈদুল ফিতর) কিংবা ঈদুল আজহার শুভেচ্ছা স্ট্যাটাস প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারেন। সেরা ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্ট। 
সূচিপত্র 

ঈদ মোবারক লেখা ডিজাইন 

সেরা ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্ট যার মধ্যে এখন আমরা আলোচনা করব ঈদ মোবারক লেখা ডিজাইন নিয়ে। আমাদের মধ্যে অনেকে ঈদ মোবারক লেখা ডিজাইন খুঁজে থাকেন। 










উপরে আমরা ঈদ মোবারক লেখা ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।  

প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস

সেরা ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্ট যার মধ্যে এখন আমরা আলোচনা করব প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে। ঈদ মোবারক ক্যাপশন নিজের মত করে বানাতে গেলে মাথায় ভালো ক্যাপশন আসে না। তাই আমরা আপনাদের জন্য কিছু স্ট্যাটাস তৈরি করেছি। 

যাকাত ফিতরা দিয়ে আনন্দ ভরে
গরীব ধনী মিলে যাবে এক কাতারে 
আকাশের চাঁদ বয়ে এনেছে বার্তা 
খুশির ঈদের জানাই আন্তরিক শুভেচ্ছা 
ঈদ মোবারক 

ঈদের বার্তা এসেছে 
আনন্দ মন মেতেছে 
আছে যত দুঃখ অভিমান 
সব ভুলে গাইবো খুশির গান 
ঈদের নামাজ শেষে 
ভরবে মন আবেশে 
আসবে প্রাণে খুশির মোড়োক 
তোমাকে জানাই ঈদ মোবারক 

খুশির ঈদে করবো মজা থাকবো মিলে মিশে 
আনন্দেরই ভেলায় চড়ে যাবো আনন্দের দেশে 
ঘরের মানুষ ফিরবে ঘরে যারা আছে বিদেশে 
ঈদের শুভেচ্ছা দিলাম সকলকে ভালোবেসে 
ঈদ মোবারক 

স্রষ্টা তুমি সবার প্রিয় দিয়েছ মহান ঈদ
কাল ধুশির চাঁদ দেখে তুলে গেছি নিদ
আপন পর সবাই ভাই পবিত্র ঈদের দিনে
ভালোবাসা ছড়িয়ে যাবে সকল মানুষ জনে

ডুবে যাবে বিশ্ববাসী আনন্দের সাগরে 
রমজানের পর চাঁদের পাল্কি চড়ে 
এসেছে খুশির ঈদ সবার ঘরে ঘরে 
মাহে রমজান জুড়ে রোজা রাখার পরে
ঈদের উল্লাস ছড়িয়ে যাবে হৃদয় জুড়ে 
ঈদ মোবারক 

আসমানী চাঁদ উঠলো হেসে
ভরে গেলো মন আবেশে 
কালকে খুশির ঈদ হবে 
শুভেচ্ছা জানাই ভালোবেসে 

ঝিকিমিকি তারা জ্বলে আকাশের আঁচলে 
কতো কথা আছে লেখা দুচোখের কাজলে
চাঁদ রাতের জোছনা লুকিয়ে কি রাখা যায় 
মনেরি কামনা হৃদয়ে কি বেধে রাখা যায় 
ঈদ মোবারক 

উপরে আমরা প্রিয় মানুষকে ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন

ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ 

সেরা ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্ট যার মধ্যে এখন আমরা আলোচনা করব ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ নিয়ে। ঈদ মোবারক ক্যাপশন নিজের মত করে বানাতে গেলে মাথায় ভালো ক্যাপশন আসে না। তাই আমরা আপনাদের জন্য কিছু স্ট্যাটাস তৈরি করেছি। 

১.ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, 
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। 
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, 
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে 
ঈদ মোবারক। 

২.কিছু কথা না বলা থেকে যায় 
কিছু ভাষা বর্ণনাহীন হয়
তবে ঈদের দিন সব প্রাণ খুলে বলা যায়
এসো প্রাণ খুলে আজ সবাই বলি
ঈদ মোবারক বন্ধু। 

৩.রিমঝিম এই বৃষ্টিতে 
ঈদ কাটাবো সৃষ্টিতে
খুশির হাওয়া লাগালো মনে
নাচবে খুকি ক্ষণে ক্ষণে 
সাজবে সবাই নতুন পোশাক
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
ঈদ মোবারক। 

৪.ভোর হলো দুর চোখ খুলে দেখরে
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে
নতুন জামা পরব রে সবাই মিলে ঘুরবরে
সবাইকে ঈদের শুভেচ্ছা 
ঈদ মোবারক 

৫.সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি 
কালকে যাবো তোমার বাড়ি 

৬.চিঠি দিয়ে নয় 'ফুল দিয়ে নয়'
কার্ড দিয়ে নয়'কল দিয়ে নয়'
মনের গহীন থেকে মিষ্টি sms দিয়ে 
জানাই সবাইকে আগ্রিম ঈদের শুভেচ্ছা 
ঈদ মোবারক। 

৭.রঙ লেগেছে মনে
মধুর এইখনে
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে 
ঈদ মোবারক। 

৮.কাল ঈদ উল আযহা 
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত 
এই খুশির সময়টুকু 
কাটুক তোমার বারোমাস 
ঈদ মোবারক 

৯.তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস 
তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস
তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত
তোমাকে জানাই ঈদ মোবারক 

১০.দূরের মানুষ আসুক কাছে 
কাছের জন থাকুক পাশে 
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দেে আগমনে
ঈদ কাটুক খুশি মনে 
ঈদ মোবারক। 

১১.ঈদের বার্তা এসেছে 
আনন্দে মন মেতেছে 
আছে যত দুঃখ অভিমান 
সব ভুলে গাইবো খুশির গান
ঈদের নামাজ শেষে 
ভরবে মন আবেশে 
আসবে প্রাণে খুশির মোড়োক
তোমাকে জানাই ঈদ মোবারক 

১২.ছর ঘুরে ঈদুল আজহা 
এলো আল্লাহর মহিমায় 
সবাই আজ এক হব
ভেদাভেদ থাকবে না দুনিয়ায় 
ঈদের চাঁদের আনন্দের ভরা
আকাশ বাতাস মাতোয়ারা 
ঈদের নামাজ শেষে সবাই 
মিলবে ভাইয়ের গোলে ভাই 

উপরে আমরা প্রিয় মানুষকে ঈদের ক্যাপশন ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

ঈদের ক্যাপশন ২০২৫ 

সেরা ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্ট যার মধ্যে এখন আমরা আলোচনা করব ঈদের ক্যাপশন ২০২৫ নিয়ে। ঈদ মোবারক ক্যাপশন নিজের মত করে বানাতে গেলে মাথায় ভালো ক্যাপশন আসে না। তাই আমরা আপনাদের জন্য কিছু স্ট্যাটাস তৈরি করেছি। 

ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায় আর আমর এই এসএমএস তোমাকে ঈদেন শুভেচ্ছা জানায়৷ঈদ মোবারক। 

নতুন পোশাক সেজে
মনের আনন্দে 
ঈদের নামাজ পড়ে
আলিঙ্গন বিনিময়ে 
কাটুক ঈদের দিন
ঈদ মোবারক 

খেলাধুলা, গান বাজনা
আনন্দে মুখরিত
ঈদের দিনটায় 
সকলের মনে
ঈদ মোবারক 

ঈদের চাঁদ দেখে
মন আনন্দে ভরে
সকলের মনে
বাস করুক সুখ
ঈদ মোবারক। 

করুণার ঈদ, ত্যাগের ঈদ
ভালোবাসার ঈদ
সকলের জন্য 
শুভ হোক এই ঈদ
ঈদ মোবারক। 

ঈদের কেনাকাটায় ব্যস্ত আমরা দুনিয়াবাসি
অপরদিকে রমিজ বিদায়ে কান্নায় কবরবাসী। 

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে 
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে 
শুধু যখন সালামি পাবে মনে করিও তোমাকে। 
ঈদ মোবারক। 

সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ 
আর সমৃদ্ধি। 
খুশির এই দিনে পবিত্র ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক। 

দিনে গরম রাতে শীত
সামনে আসছে কুরবানি ঈদ। 
সাদা রুটি মাংসের ঝোল, 
খেতে তোমরা করোনা ভুল। 
ঈদে থাকব হাসি খুশি 
তোমাকে চাই পাশাপাশি। 

বাকা চাঁদের হাসিতে 
দাওয়াত দিলাম আসিতে
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহণ কর। 

রিমঝিম এই বৃষ্টিতে
ঈদ কাটাবো সৃষ্টিতে। 
খুশির হাওয়া লাগালো মনে, 
নাচবে খুকি ক্ষণে 
সাজবে সবাই নতুন পোশাক
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
ঈদ মোবারক। 

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ 
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব। 
ঈদ মানে ভুলে যাওয়ার যতো দুঃখ ভয়
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
ঈদ মোবারক। 

হাঁসের ডিম মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। 
ঈদের দাওয়াত না দিলে 
মারবো একটা ঘুষি। 
ঈদ মোবারক। 

সাদা গোলাপ সবুজ পাতা 
তোমাকে জানাই ঈদের কথা। 
আসবে আমার বাড়িতে 
বসতে দিব পিড়িতে 
খাবে কিন্তু অল্প 
করবো অনেক গল্প। 

রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষণে 
তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের এই দিনে। 
ঈদ মোবারক। 

ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে। 
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাঁদায়। 
আমার এই এসএমএস তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। 

আমার হ্রদয়ের অন্তস্তল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। 
ঈদ মোবারক। 

ঈদের শুভেচ্ছা জানাই রাশি রাশি 
কোরবানি দিব গরু খাসি 
ভুলে যাও পুরনো আঘাতহানি
কবুল করো আমার দাওয়াত খানি।
ঈদ মোবারক। 

আজকে খুশির বাদ ভেঙেছে 
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে। 
শাওয়াল মাসের চাঁদ দিয়েছে উঁকি 
সবার ঘরে আজ এল খুশির ঈদ। 

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন। 
তুমি আসলে দুজন মিলে আনন্দ করবো সারাক্ষণ। 
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে। 
ঈদ মোবারক, শুভ হোক ঈদের দিন। 

ঈদের দিনে আসবে বন্ধু আমার ছোট্ট ঘরে।
সম্বল যা আছে আমার, দেব আদর করে। 
ঈদ মোবারক। 

দূরের মানুষ আসুক কাছে 
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক তোমার টানে
নয়া চাঁদের আগমনে
কাটুক ঈদ সবার মনে। 
ঈদ মোবারক। 

উপরে আমরা প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।

ঈদের মোবারক পিকচার download  







ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস

বেশিরভাগ মানুষ চায় ঈদের ফেসবুক স্ট্যাটাস দিতে। তাই যারা ঈদের ফেসবুক স্ট্যাটাস দিতে চান। তাদের সবার জন্য আজকের এই পোস্টের ঈদের ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে। 

  • আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে। বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। ঈদ মোবারক। 
  • নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদের সেলামী নিও। সেমাই খেও পেট ভরে ঘুরাঘুরি করো মন ভরে। ঈদ মোবারক বলো প্রাণ খুলে। 
  • কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মধ্যে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেঁদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়। ঈদ মোবারক। 
  • পড়েছে আজ চাঁদের নজর, তাইতো পেলাম ঈদের খবর। হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেলো ঈদের বাতাস। সবাইকে ঈদের শুভেচ্ছা। 
  • নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গিন হোক ঈদের রাত। ঈদ মোবারক। 
  • তোর ইচ্ছেগুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিনগুলো তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ণ না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোক ঈদ মোবারক। 
  • বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে, ঈদ মোবারক। 
  • ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। 
  • টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে। 
  • ঈদ এলো জগতে, সালামি দিন নগদে। 
  • থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে। 
  • বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে। 
উপরে আমরা প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন

ঈদ মোবারক ইসলামিক স্ট্যাটাস

সেরা ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্ট যার মধ্যে এখন আমরা আলোচনা করব ঈদ মোবারক ইসলামিক স্ট্যাটাস নিয়ে। ঈদ মোবারক ক্যাপশন নিজের মত করে বানাতে গেলে মাথায় ভালো ক্যাপশন আসে না। তাই আমরা আপনাদের জন্য কিছু স্ট্যাটাস তৈরি করেছি।
  • ঈদে তুমি তোমার মা কে খুশি রাখো। আল্লাহ তোমাকে খুশি রাখবে। - হযরত মুহাম্মদ (সা)
  • জীবন সাজাই নামাজ দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই কুরবানি ঈদের দাওয়াত দিয়ে । 
  • ছোটো বড় ধনী গরীবের ভেদাভেদ থাকে না ঈদের দিনে, কেউ নয় রাজা কেউ নয় ভিখারি। নামাজের শেষে সব মিলে মিশে খুশির জোরে বিশ্ব ভুবন যায় ভেসে। ঈদ মোবারক। 
  • মাটির দেহ নিয়ে কখনো করিও না বরাই,চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা অন্ধকার কবর। 
  • ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে নামাজ পড়া, ঈদ মানে সালামি আর ঈদ মানে ঘোরা ফেরা। এই ঈদে হ্সি ফুটুক তোমার মুখে প্রার্থনা কররি। সারাজীবন থাকো তুমি সুখে ঈদ মোবারক। 
  • ঈদ এসেছে ঈদ এসেছে। ঈদ মোবারক ভাই৷ বাঁকা চাঁদ ওই দেখা গেছে আসমানেরি গায়ে, চারি দিকে খুশির ছোয়া রঙ বাহারি সাজ, এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ। ঈদ মোবারক। 
  • ফুলের সুবাস চাদের হাসি নামাজকে আমি ভালোবাসি, নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।
  •  ঈদ আসতে ১ দিন বাকি, এতো খুশি কোথায় রাখি। 
  • বলাটা অনেক ইজি!ঈদের কাজে সবাই বিজি। 
  • একটি বছর ঘুরে আসবে সেই দিন, ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি ডান। 
  • অনেকেই বিজি ঈদের কাজে, আনন্দটা সবার মাঝে। 
  • সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা। 
  • আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে। খাবে কিন্তু অল্প করবো অনেক গল্প। 
উপরে আমরা প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। 

ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি 

১০/২/২০২৫
প্রিয় সাফি,
আশা করি তোমার শরীর ও মন ভালো আছে। পবিত্র রমজান মাস শেষে এসেছে আনন্দের ঈদ। দীর্ঘ এক মাস রোজা আল্লাহর রহমত ও ক্ষমার প্রত্যাশায় তোমার এই ঈদ উদযাপিত হোক আনন্দে, সুখ শান্তি ও সমৃদ্ধির সাথে। 
ছোটবেলার স্মৃতি এখনো মনে পরে, নতুন জামাকাপড় পরে, তোমার সাথে ঈদের নামাজ পড়ে ঘুরতে যেতাম। নানা রকমের পিঠা, পায়েস, মিষ্টি খাবার খেতাম। ঈদের সেই আনন্দ ভুলার নয়। বড় হয়ে ঈদ আগের মত না থাকলেও তোমার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে আজও মনটা ভরে গেলো। 

তোমার সকল সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আন্টি, আঙ্কেলকে আমার সালাম দিবে। তোমার ছোট ভাইকে আমার ভালোবাসা জানাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। 
তোমার প্রিয় বন্ধু 
রৌনক জাহান
নওগাঁ, রাজশাহী 

অগ্রিম ঈদের শুভেচ্ছা 

অবশেষে আবারও আমাদের মাঝে থেকে রমজান চলে যাচ্ছে। আবার সামনে বছর আমরা রমজান পাব কিনা জানিনা। আল্লাহ আমাদের আবারো সামনে বছর রমজান পাওয়ার তৌফিক দান করুক। যারা রমজানের ঈদ উপলক্ষে অগ্রিম স্ট্যাটাস পাঠাতে চান। তাদের জন্য রোজার ঈদের অগ্রিম স্ট্যাটাস নিচে দেওয়া হলো- 

  1. এসে গেছে পবিত্র ঈদুল ফিতর, বিদায় মাহে রমজান। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। 
  2. সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। 
  3. তাকাব্বাল্লাহু মিন্না মিনকুম ( সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা) 
  4. আল্লাহ আমাদের রমজান মাসের ইবাদত কবুল করুন আমীন। সবাইকে আসন্ন রমজানের ঈদের অগ্রীম শুভেচ্ছা। 
  5. যে দিন দেখবো ঈদ এর চাঁদ, খুশি মনে কাটাবো রাত,নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো ঈদের দিন, আনন্দে কাটাবো সারা দিন। ঈদ মোবারক। 
  6. আনন্দের এই সময়গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। ঈদ মোবারক। 
  7. রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। ঈদ মোবারক। 
  8. লাল শাড়ি পরে, হাতে চুড়ি দিয়ে। ঘুরবে যখন রিক্সায় পাশে কিন্তু নিও আমায়। ঈদ মোবারক। 

লেখকের মন্তব্য 

আশা করি এই পোস্ট থেকে আপনারা সেরা ঈদ মোবারক স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তাগুলো থেকে ধারণা নিতে পেরেছেন। আপনার বন্ধু ও আত্নীয়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আনন্দিত করতে পারবেন। 

আমাদের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url