2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার

2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার আপনাদের সামনে আজ উপস্থাপন করছি। আজকের এই ব্লগে আপনারা যে কোনো ইংরেজি, বাংলা ও আরবি মাসের কত তারিখ তা সুন্দর করে দেখতে পারবেন। 


ইংরেজি বছরের বারো মাসের ক্যালেন্ডার, বারো মাসের বাংলা ক্যালেন্ডার, বারো মাসের ইংরেজি ক্যালেন্ডার এবং সাধারণ ছুটির তালিকা এই আর্টিকেলে পাবেন। তাই বিস্তারিত জানতে 2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার আর্টকেলটি সম্পন্ন পড়ুন৷ 

সূচিপত্র 

জানুয়ারি মাসে ইংরেজি, বাংলা ও আবরি ক্যালেন্ডার 

জানুয়ারি মাসের 2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার সম্পর্কে নিম্নে উপস্থাপন করেছি। জানুয়ারি মাসে ২০২৫ সালে বাংলা পৌষ-মাঘ ১৪৩১ এবং আরবি রজব-শাবান মাস ১৪৪৬ হিজরি। আমরা জানি আরবি বছর বাংলা বছরের ১৫ বছর আগে থেকে তারিখ গণনা শুরু হয়েছে। 

জানুয়ারি মাসের সাধারণ ছুটি :জানুয়ারি মাসে শুকবার, শনিবার ছাড়া কোনো ছুটি নেই।

ফেব্রুয়ারি মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডার

ফেব্রুয়ারি মাস 2025 সালের বাংলা ইংরেজি আরবি মাসের ক্যালেন্ডারে আমরা দেখতে পাই বাংলা মাঘ-ফাল্গুন মাস ১৪৩১ এবং আরবি সাবান ১৪৪৬ হিজরি। ফেব্রুয়ারি মাসে বাংলার প্রকৃতি শীতকাল থেকে বসন্তকালের দিকে যায়।

ফ্রেবুয়ারি মাসের সাধারণ ছুটি :২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মার্চ মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডার 

মার্চ মাসে 2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডারে আমরা দেখতে পাই বাংলা ফাল্গুন-চৈত মাস ১৪৩১ এবং আরবি মাস রমজান - শাওয়াল ১৪৪৬ হিজরি। ২০২৫ সালের ইংরেজি, বাংলা ও আরবি মাসের ক্যালেন্ডার এ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস রয়েছে। এ মাসে নাতিশীতোষ্ণ থেকে গ্রীষ্মের দিকে আবহাওয়া যাবে। আরবি মাসের দিক থেকে রমজান মাস রয়েছে অর্থাৎ এই বছর রমজান মাস গরমের মধ্যে পালন করতে হবে।

মার্চ মাসের সাধারণ ছুটি :

  • ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস।
  • ২৮ মার্চ জুমাতুল বিদা
  • ৩১ মার্চ ঈদুল ফিতর  

এপ্রিল মাসের বাংলা ও আরবি ক্যালেন্ডার

এপ্রিল মাসে  2025 বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার এ আমরা দেখতে পাই, এই মাসে বাংলা চৈত্র-বিশাখ ১৪৩১ এবং হিজরি ১৪৪৬ শাওয়াল-জিলক্বদ মাস। প্রকৃতিগত দিক থেকে প্রচন্ড গরম ও কালবৈশাখী ঝড় এমাসে হতে পারে। 

এপ্রিল মাসের সাধারণ ছুটি : এপ্রিল মাসে শুক্রবার শনিবার ছাড়া ছুটি নেই। 

মে মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডার 

মে মাসে 2025 সালের বাংলা ইংরেজি আরবি মাসের ক্যালেন্ডারএ আমরা দেখতে পাই এ মাসে বাংলা বৈশাখ-জৈষ্ঠ ১৪৩২ এবং হিজরি ১৪৪৬ জিলক্বদ-জিলহজ্ব রয়েছে। বাংলার প্রকৃতি গরম ও ঝড় সম্বলিত আবহাওয়া। 

মে মাসের সাধারণ ছুটি :

  • ১ মে মে দিবস
  • ২১ মে বুদ্ধপূর্ণিমা 

জুন মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডার

জুন মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডারএ আমরা দেখতে পাই এমাসে বাংলা জৈষ্ঠ-আষাড় ১৪৩২ এবং জিলহজ্ব-মুহাররম ১৪৪৬ হিজরি রয়েছে। ২০২৫ সালের ইংরেজি, বাংলা ও আরবি মাসের ক্যালেন্ডার এর জুন মাসের প্রথম সপ্তাহে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। জুন মাসের শেষে আরবি নববর্ষ রয়েছে। বাংলার প্রকৃতি বৃষ্টি মুখর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 

জুন মাসের সাধারণ ছুটি : ৭ জুন ঈদুল আজহা

জুলাই মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডার

জুলাই মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডারএ আমরা দেখতে পাই এ মাসে বাংলা আষাঢ়-শ্রাবণ ১৩৩২ এবং মুহররম-সফর ১৪৪৭ হিজরি। বাংলার প্রকৃতিতে আকাশ ঘন কালো মেঘ থাকে, অনিয়ম বৃষ্টি হয়। 

জুলাই মাসের সাধারণ ছুটি : জুলাই মাসে সপ্তাহিক ছুটি ছাড়া কোন ছুটি নেই। 

আগস্ট মাসের বাংলা ও আবরি ক্যালেন্ডার

আগস্ট মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডারএ আমরা দেখতে পাই এ মাসে বাংলা শ্রাবণ-ভাদ্র ১৪৩২ এবং সফর-রবিউৰ আউয়াল ১৪৪৭ হিজরি রয়েছে। এমাসে বাংলার আবহাওয়া ভ্যাপসা গরম অবস্থায় থাকতে পারে। অসহনীয় ও অস্বস্তিকর সময় পার করতে হয়। 

আগস্ট মাসের সাধারণ ছুটি :

  • ১৬ আগস্ট জন্মাষ্টমী 

সেপ্টেম্বর মাসে বাংলা ও আরবি ক্যালেন্ডার

সেপ্টেম্বর মাসে বাংলা ও আরবি মাসের ক্যালেন্ডার এ আমরা দেখতে পাই, এ মাসে ভাদ্র-আশ্বিন ১৪৩২ এবং আরবি রবিউল আউয়াল - রবিউল সানি ১৪৪৭ হিজরি রয়েছে। ২০২৫ সালের ইংরেজি, বাংলা ও আরবি ক্যালেন্ডার এ সেপ্টেম্বর মাসে রবিউল আউয়ালের ১২ তারিখ বিশ্বনবী হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী রয়েছে। গরমের শেষে নাতিশীতোষ্ণ আবহাওয়ার শুরু এই মাসে হতে পারে। 

সেপ্টেম্বর মাসের সাধারণ ছুটি :

  • ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী(সা)

অক্টোবর মাসে বাংলা ও আরবি মাসের ক্যালেন্ডার

অক্টোবর মাসে 2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার এ আমরা দেখতে পাই এ মাসে বাংলা আশ্বিন -কার্তিক ১৪৩২ এবং রবিউস সানি - জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি রয়েছে। বাংলার প্রকৃতিতে শীতল নাতিশীতোষ্ণ আবহাওয়ার বিরাজ করে।

অক্টোবর মাসের সাধারণ ছুটি :

  • ২ অক্টোবর দুর্গাপূজা 

নভেম্বর মাসে বাংলা ও আরবি মাসের ক্যালেন্ডার

নভেম্বর মাসে 2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার এ আমরা দেখতে পাই, এ মাসে বাংলা কার্তিক-অগ্রহায়ণ ১৪৩২ এবং জমাদিউল আউয়াল - জমাদিউস সানি ১৪৪৭ হিজরি রয়েছে। এ মাসে শীতের শুরু হতে পারে। 

নভেম্বর মাসের সাধারণ ছুটি : নভেম্বর মাস সপ্তাহিক ছুটি ছাড়া কোন ছুটি নেই। 

ডিসেম্বর মাসে বাংলা ও আরবি মাসের ক্যালেন্ডার

ডিসেম্বর মাসে 2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার এ আমরা দেখতে পাই এ মাসে বাংলা অগ্রাহায়ন- পৌষ ১৪৩২ এবং জমাদিউস সানি -সানি রজব ১৪৪৭ হিজরি রয়েছে। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। শীতকাল শুরু হয়। বাংলার প্রকৃতিতে এক অন্যরকম আবহাওয়ার সময় এই ডিসেম্বর মাস।

ডিসেম্বর মাসে সাধারণ ছুটি :

  • ১৬ ডিসেম্বর বিজয় দিবস 
  • ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন / বড়দিন

লেখকের মন্তব্য 

2025 সালের বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা একসাথে তিনটি মাসের তারিখ দেখতে পেলান। যা আমাদের আলাদা করে খোঁজতে হবে না। আমাদের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url