ব্লগ থেকে ইনকাম করার সহজ ৭টি উপায়

ব্লগ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন বা একাধিক ব্যক্তি অনলাইনে নিয়মিত কনটেন্টগুলো পাবলিশ করে থাকেন। আপনারা হয়তো অনেকেই অবগত নন যে ব্লগ লিখেও অর্থ উর্পাজন করা যায়। সেজন্য আপনাদের জানাবো ব্লগ থেকে ইনকাম করার  উপায় সম্পর্কে। 

Photo

এই প্রক্রিয়াতে একজন ব্যক্তি একটি ওয়েবসাইট তৈরি করে নিয়মিত নিজের ওয়েবসাইটের জন্য কিছু বিশেষ কাজগুলোকে করে থাকেন এবং তিনি ওয়েবসাইটে ব্লগ পোস্ট পাবলিশ করেন। আপনি ব্লগ শব্দটি অনেকের মুখে বা অনেক জায়গায় শুনেছেন, কিন্তু আপনি ব্লগ সম্পর্কে সঠিক ধারণা না জানা থাকলে আজকের এই ব্লগটি আপনার জন্য।

সূচিপত্র: ব্লগ থেকে ইনকাম করার ৭টি উপায় 

ব্লগ মানে কি

সহজ কথায় বললে ব্লগ হলো আপনার ব্যক্তিগত ডায়েরির মতন। এটা এমন একটা ডায়েরি যেখানে আপনি আপনার মনের মত লিখালিখি করতে পারেন। তবে তা অবশ্যই যুক্তিসঙ্গত ও তথ্যবহ হতে হবে। এখানে আপনি কবিতা, পত্রিকা, গল্প, ইনফরমেশন, শিক্ষা যেকোনো বিষয়ে লিখতে পারবেন। আপনি শুধু খেয়াল রাখবেন যাতে আপনি যেটা লিখেছেন সেটা পুরো পরিষ্কারভাবে লেখা হয়।

এর কারণ হলো একটি কম্পিউটার বা ল্যাপটপ,ইন্টারনেট কানেক্টেড, সাধারণ কম্পিউটার সম্পর্কে ধারণা এবং যে বিষয়ে আর্টিকেল লিখবেন তার সঠিক ধারণা থাকে হবে। এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে ইন্টারনেটে এমন কিছু প্লাটফর্ম বা ওয়েবসাইট আছে যারা আপনাকে একটি ফ্রি ব্লগ তৈরি করার সুবিধা দেবেন। আাশা করি ব্লগ কি সেটা আপনি বুঝতে পেরেছেন।

আরো পড়ুন : সৌন্দর্য চর্চায় গোলাপ ফুল 

ব্লগ থেকে  ইনকাম 

ব্লগ থেকে ইনকাম করার অনেক উপায় রয়েছে। কিন্তু সব থেকে ভালো এবং বেশি ইনকাম হওয়ার উপায় মূলত তিনটি। ব্লগ থেকে আনিং এর তিনটি উপায় হলো google adsence, Affiliate marketing, product promotion এই তিনটি উপায় বেছে নেওয়ার মাধ্যমে লোকরা নিজের ব্লগ থেকে হাজার হাজার টাকা ইনকাম করছেন।

আপনার যদি কোনো ব্লগ বা সাইট থাকে বা এইরকম কিছু করার কথা ভেবে থাকেন তাহলে জেনে রাখুন যে আপনার কাছে এখনও উপার্জন করার অনেক সুবিধা আছে। ব্লগকে বিভিন্ন উপায়ে মনিটাইজ করা যেতে পারে। এই আর্টিকেলে অনলাইন উর্পাজন সংক্রান্ত বিভিন্ন মডেল এবং ডিজিটাল কন্টেন্ট মনিটাইজ করার সেরা পদ্ধতিগুলোর কথা বলা আছে।   

Google এডসেন্সের মাধ্যমে ব্লগ থেকে আয়

গুগল এডসেন্স একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে অনলাইনে ইনকাম করার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। গুগল এডসেন্স এমন একটি সার্ভিস বা পোগ্রাম যে আপনার ব্লগ বা ওয়েবসাইটে এড দেখানো মাধ্যমে আপনাকে টাকা কামানোর সুযোগ করে দেয়। এইসব এড বিভিন্ন ধরনের হতে পারে যেমন - image ads,video ads,link ads ইত্যাদি।
আরো পড়ুন :টাকা ইনকাম করার সহজ উপায় ২০২৪

আপনার ব্লগ বা ওয়েবসাইট গুগল এডসেন্স এর দেওয়া এডগুলো ভিজিটররা ক্লিক করবেন তখন হাজার হাজার টাকাত পরিণত হয়ে আপনি এডসেন্স একাউন্টে পেয়ে যাবেন।

আরো পড়ুন : টাকা ইনকাম করার সহজ উপায় ২০২৪


আর যখন আপনি ১০০ ডলার নিজের একাউন্টে জমা করে ফেলবেন তখন আপনি চাইলে আপনার ব্যাংক একাউন্টে নিতে পারবেন। গুগল এডসেন্স থেকে প্রচুর আয় করার জন্য আপনার ব্লগে ট্রাফিক বা ভিজিটরদের সংখ্যা ভালো হতে হবে। কারণ যখন ব্লগে ভিজিটর আসবে তখন গুগল এডসেন্স এর দেখানো এডে বেশি বেশি ক্লিক পড়বে।

এতে করে আপনার ডলারও বৃদ্ধি পাবে। তাই প্রথমে আপনাকে নিজের ব্লগ ভিজিটর এর সংখ্যা কিভাবে বাড়াবেন সেটা ভাবতে হবে। এরপর আপনি আপনার ওয়েবসাইটে এডসেন্সের দেওয়া এড দেখানোর মাধ্যমে অনলাইনে ঘরে বসেই টাকা উপার্জন করতে পারবেন।

এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম

গুগল এডসেন্স এরপর এফিলিয়েট মার্কেটিং ব্লগ থেকে অনলাইন টাকা আয় করার সবচেয়ে ভালো উপায়। এফিলিয়েট মার্কেটিং অনেক সোজা জিনিস এখানে আপনার ইনকামটা কম্পিটিশন হিসাবে দেওয়া হয়। এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানে নেওয়া যাক।

এফিলিয়েট মার্কেটিং হলো এমন এক ধরনের উপায় যেখানে পণ্য বিক্রি করার মাধ্যমে কমিশন গ্রহণ করে আয় করা যায়। এখানে আপনি যে কোন জিনিস যেটা অনলাইনে কেনা যায় নিজের ব্লগ promote করে ইনকাম করতে পারবেন।

বিভিন্ন অনলাইন স্টোর যেমন-Amazon.in,Fliplart.com, দারাজ ইত্যাদি অনলাইন মার্কেটপ্লেসের বিভিন্ন products প্রচার নিজের ব্লগে করা যায়। এ প্রচারগুলো বিশেষ affiliate link এর দ্বারা ব্লগ করা হয় যেটা আপনাকে অনলাইন স্টোরগুলোতে afiliate account বানানোর পর দেওয়া হয়।

এখন আপনার লাগানো অ্যাফিলিয়েট লিংক এড থেকে যদি কেউ অনলাইন কোন প্রডাক্ট পার্সল করেন তাহলে আপনাকে সেই প্রোডাক্টের উপর কমিশন দেওয়া হয়। আর এভাবেই আপনাকে যে কোন পোডাক্ট এর অ্যাফিলিয়েট লিংক নিজের ব্লগে লাগিয়ে promote আর advertis করে unlimited Commission ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার advertise করা product বা জিনিসটিকে কেউ কিনলে আপনি তার কমিশন পাবেন নয়তো আপনি কোন কমিশন পাবেন না।

লোকাল প্রোডাক্ট প্রমোশন এর মাধ্যমে ইনকাম 

ব্লগ থেকে ইনকাম করার জন্য গুগল  এডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এরপর ব্লগ লিখে টাকা আয় করার আরেকটা সহজ উপায় হলো লোকাল প্রোডাক্ট প্রমোশন। যখন আপনার ব্লগে অনেক ট্রাফিক ও ভিজিটরস আসা শুরু হয়ে যাবে তখন নিজের লোকাল জায়গার যে কোন জিনিসপত্র বা দোকানের এড আপনার নিজের ব্লগে করতে পারবেন।

Advertisement বা product promotion এর জন্য আপনি আশেপাশে দোকান মালিক বা স্টোরের ম্যানেজারদের সাথে কথা বলে দেখতে পারেন। আপনার ব্লগ করা দোকান বা প্রোডাক্ট এর এডের বিনিময়ে আপনি কিছু টাকা চার্জ হিসাবে নিতে পারবেন।

আপনি হয়তো জানেন না যে আজকাল লোকাল দোকান থেকে শুরু করে সবাই অনলাইনে এড অনেকটাই লাভজনক মনে করে। আর তাই আপনার ব্লগে যদি ট্রাফিক বা ভিজিটরস অনেক আসে তাহল আপনি এই সুযোগে নিজের ব্লগ থেকে প্রচুর টাকা কামিয়ে নিতে পারবেন। 

ব্লক থেকে ইনকাম করার সহজ উপায়  

আপনি নিজের ব্লগ থেকে  ইনকাম কত  করতে পারবেন সেটা সম্পূর্ণটা নির্ভর করে আপনার ব্লগের উপর। আপনার ব্লগ প্রত্যেকদিন কি পরিমাণ ভিজিটর বা ট্রাফিক আসছে, আপনি কোন মাধ্যমে টাকা ইনকাম করছেন এবং ট্রাফিক কোন দেশের তার ওপর নির্ভর করে আপনার কেমন  ইনকাম হবে।

ইউএস,ক্যানাডা,ইউকে ইত্যাদির মত উন্নত দেশ থেকে যদি আপনার ব্লগে ভিজিটর আসছে তাহলে অনেক ট্রাফিক দিয়েও অনেক সহজে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু যদি আপনার ব্লগে মূলত ইন্ডিয়া বা বাংলাদেশের মতো দেশ থেকে ভিজিটর তাহলে ৫০০ ডলার ইনকাম করতে প্রত্যেকদিনর হাজার থেকে ৩ হাজার ভিজিটর প্রয়োজন হবে। 

তবে ব্লগ থেকে কি ধরনের আয় হয় যদি সোজাভাবে প্রশ্নের উত্তর দেওয়া হয় তাহলে বলতে পারেন যদি সঠিক নিয়ত মেনে ব্লগিং করা হয় তাহলে মাস শেষে ৫০ হাজার টাকা আরামে ইনকাম করতে পারবেন। আবার বিশ্বজুড়ে এরকম হাজার হাজার ব্লগাররা আছেন যারা মাসে দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন ব্লগিংয়ের মাধ্যমে। 

ট্রাফিক বা ভিজিটর যেভাবে  ইনকামে প্রভাবিত করে 

অন্যান দেশ থেকে ক্লিক পাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের তুলনায় খুব বেশি CPC পাওয়া যায়। সুতরাং এখানে আপনি জানেন যে ব্লগিং এ উপার্জন নির্ভর করে ট্রাফিক, নিশ,ভাষা এবং CPC এর উপর। তাই ব্লগিং থেকে কত টাকা আয় করা যাবে তা  নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 

আপনি যদি আশা নিয়ে এই ওয়েবসাইটে এসে থাকেন তবে আমি অবশ্যই আপনাকে উত্তর দেব। সেজন্য এখানে ধরে নিচ্ছি যে আপনার ব্লগ বাংলাতে এবং আপনি মিক্স টপিকগুলিতে লেখেন। তো চলুন সেই অনুযায়ী ব্লগিং এ আয় জানার চেষ্টা করি।

বাংলা ব্লগিং সাইট থেকে ইনকাম 

আমরা যখন কোথাও একটা জব করি,তখন আমাদের আগেই বলা হয় প্রতি মাসে কত টাকা পাবেন। কিন্তু ব্লগিং এর গল্পটা একটু আলাদা । ব্লগিং এমন একটি অনলাইন ব্যবসা যেখানে কিছু  সফল মানুষ আছেন যারা প্রতি মাসে লক্ষ টাকা আয় করে থাকেন। 

ব্লগ থেকে ইনকাম করার জন্য  আপনাকে সঠিক ধারণার জন্য আমরা অবশ্যই  একটি উদাহরণ দিব যাতে আপনি অবশ্যই প্রতিটি ব্লগের আয় সম্পর্কে ধারণা পেতে পারেন । সাথে আপনি এটিও জানতে পারবেন যে একজন বাংলা ব্লগার প্রতি মাসে কি পরিমাণ উপাজন করতে পারেন। যেমন-

ধরুন আপনার ব্লগে প্রতিদিন ১০০০ টি অর্গানিক ট্রাফিক আসছে। আপনি বাংলা ব্লগ এ সাধারণত CPC পাবেন ০.০৩ গড় এখন এর মধ্যে CTR একটি গুরুত্বপূর্ণ বিষয়। CTR ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। CTR মানে ক্লিক রেট। যদি আপনার CTR 5% থেকে যায়, তাহলে ১০০০ জনের মধ্যে ৫০ জন ক্লিক করেছে। আপনি প্রতি ক্লিকে ০.০৩ পাচ্ছেন। সুতরাং এই অনুযায়ী আপনার উপার্জন ৫০*০.০৩=১.৫০

যদি আপনার multi niche বাংলা ব্লগে দৈনিক ১০০০ টি ট্রাফিক থাকে, তাহলে আপনি সহজেই এটি থেকে দৈনিক নূন্যতম ১.৫০ উপার্জন করতে পারবেন। তাহলে ব্লগ থেকে কত টাকা আয় করবেন তা আপনার উপর। কারণ আপনার CTP ও বেশি হতে পারে। এছাড়া ব্লগে ডাইরেক্ট এবং রেফারেল ট্রাফিকও আসে যাতে উপার্জন কম হলেও আসতে থাকে । 

নিশ যেভাবে ইনকামে প্রভাবিত করে 

ব্লগ থেকে ইনকাম করার জন্য  প্রথমত, জেনে নিন কিভাবে নিশ ব্লগের উপার্জনকে প্রভাবিত করে। গুগল এডসেন্স বিভিন্ন নিশ এর জন্য বিভিন্ন CPC দেয়। যেমন, যদি আপনার ওয়েবসাইট বাংলা গল্প এর হয়, তাহলে অ্যাডসেন্স আপনাকে  ০.০১ থেকে ০.০৩ ডলার দেয় ১ ক্লিকের জন্য। 

এই অনুসারে, আপনি যদি একদিনে ১০০ টি ক্লিক পান,তাহলে আপনার একদিনের আয় হবে ১ থেকে ৩ ডলার মধ্যে। অন্যদিকে, যদি আপনার নিশ health অর্থাৎ আপনার ওয়েবসাইট হয় health and fitness এর উপর তাহলে গুগল এডসেন্স আপনাকে একটি খুব ভালো CPC দেয়, যার মধ্যে ০.০৩ থেকে ০.১২ পার ক্লিক।

এর মানে হল যে আপনি যদি একদিনে ১০০ টি ক্লিক পেয়ে থাকেন,তাহলে আপনার একদিনের আয় ৩ থেকে ১২ ডলারের মধ্যে হবে। যে কারণে এর সঠিক হিসাব পাওয়া কঠিন। 

লেখার দক্ষতা বৃদ্ধি 

ব্লগ থেকে ইনকাম করার জন্য    আপনাকে লেখার দক্ষতা বৃদ্ধি করতে হবে। এজন্য দেশিয় লেখকরা অবশ্যই ব্লগ লেখার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কেননা তারা তাদের নিজের মাতৃ ভাষায় লেখালেখি করে। তবে আপনাকে অবশ্যই লেখার মান ও পাশাপাশি যে বিষয়ে ব্লগ লিখছেন সে সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে। এছাড়া একজন তার গুণগতমান উন্নত করার মাধ্যমে ব্লগ লিখত পারে। 

আপনার লেখার দক্ষতা উন্নত  সবচেয়ে ভালো হবে লেখালেখি করে। আপনি যত বেশি করবেন তত বেশি আপনার ভাষার দক্ষতা বাড়বে এবং আরো গভীর ভাবে আপনি শব্দের মাধ্যমে নিজের চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবেন ব্লগিংয়ের মাধ্যমে। এছাড়া পাঠকদের জন্য তথ্যবহুল ব্লগ পোস্ট করার ক্ষেত্রে আপনার জানার পরিধি  বৃদ্ধি করতে হবে ।

আমাদের মন্তব্য 

যেকোনো কাজে ভালো করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তাই ব্লগ থেকে ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আশা করি ব্লগ সম্পর্কে সঠিক ধারণা দিতে আমি সক্ষম হয়েছি।দীর্ঘ সময় ধরে আমাদের আর্টিকেল পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের মন্তব্য করতে জানতে পারবেন। আমরা সঠিক উত্তর দেওয়া চেষ্টা করবা বা পরবর্তী আর্টিকেল আপনার উল্লেখ বিষয় এর উপর লিখবো।







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url