বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম ও গুড়া দুধের দাম ২০২৪

আপনি যদি জানতে চান আপনার সন্তানের জন্য কোন ব্যান্ডের গুড়া দুধ ভালো হবে। যদি না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটির মাধ্যমে আপনারা কোন ব্যান্ডের গুড়া দুধ ভালো ও বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম, কোন ব্যান্ডের দুধ ভালো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। 

তাই আপনি যদি বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম যার  মধ্যে কোনটি ভালো সে সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। সম্পন্ন পোস্টটি পড়লে আশা করি আপনি বিভিন্ন ধরনের পুষ্টি সমৃদ্ধ দুধ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। 

সূচিপত্র 

ভূমিকা 

আমরা সবাই জানি যে একজন শিশুর ক্ষেত্রে মায়ের বুকের দুধের বিকল্প নেই। তবে অনেক সমস্যার কারণে মা তার বাচ্চাকে পরিপূর্ণ দুধ খাওয়াতে পারে না। তাই কোন ব্যান্ডের দুধ আপনার সন্তানের জন্য ভালো হবে এবং সন্তানের কোন ক্ষতি করবে না তা সম্পর্কে সঠিক উত্তর খুঁজে পান না। তাহলে সম্পন্ন পোস্টটি আপনার জন্য। 

আমরা সবাই জানি, একজন মায়ের বুকের দুধের মধ্যে একটি শিশুর বিকাশের সকল উপাদান বিদ্যামান রয়েছে। যেমন- ভিটামিন মিনারেল, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটসহ বিভিন্ন হরমোন উপাদান রয়েছে। আর এই উপাদানগুলি একটি শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

কিন্তু সমস্যা হলো একটি শিশু মায়ের বিভিন্ন সমস্যার কারণে তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করাতে পারে না৷ যার কারণে বাচ্চাদের দুধের ঘাটতি মেটানোর জন্য বিভিন্ন প্যাকেট জাতীয় দুধ খাওয়াতে হয়। তবে আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বুঝতে পারেন না যে তাদের বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম খাওয়ালে কোন ধরনের ক্ষতি হবে না এবং বাচ্চার বিকাশ ঘটবে। 

ছোট বাচ্চাদের দুধের নাম

বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম সম্পর্কে আজকের এই আর্টিকেলে এখন আমরা আলোচনা করব ছোট বাচ্চাদের দুধের নাম সম্পর্কে ৷ বর্তমান সময়ে বাজারে প্রচুর পরিমাণ দুধ রয়েছে। যেগুলো আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। নিচে কয়েকটি দুধের নাম তুলে ধরা হলো 
  • Lactogen formula milk powder - ল্যাক্টোজেন ফর্মুলা মিল্ক পাউডার 
  • Baby care - বেবি কেয়ার 
  • Nan milk - নান মিল্ক 
  • Prima milk - প্রাইমা মিল্ক
আপনি যদি বাচ্চার জন্মের পরবর্তী সময় থেকে কোন গুড়া দুধ খাওয়াতে চান তাহলে ল্যাক্টোজেন ফর্মুলা মিল্ক পাউডার খাওয়াতে পারেন। তবে বিশেষজ্ঞরা মায়ের বুকের দুধের বিকল্প ফর্মুলা দুধ হিসেবে Mother's smile prime খাওয়া পরামর্শ দিয়ে থাকেন। উক্ত দুধের দুইটি ভ্যারাইটি রয়েছে যেমন -
  • Mother's smile prime 1
  • Mother's smile prime 2

কোন ব্যান্ডের গুড়ো দুধ ভালো 

বর্তমান সময়ে বাজারে বিভিন্ন কোম্পানির দুধ তৈরি করছে৷ তবে বাজারে কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যারা দুধের মধ্যে ভেজাল মিশিয়ে গুড়া দুধ তৈরি করে। যেগুলো খাওয়ালে বাচ্চাদের মানসিক বিকাশের সমস্যা ও শারিরীক সমস্যা দেখা দিতে পারে। তবে আমরা সঠিক তথ্য বিবেচনা করে বেশি কয়েকটি দুধের ব্যান্ডের নাম বের করেছি যার কোন ভেজাল বা পাশ্ব প্রতিক্রিয়া নেই। 

  • Milk Vita - মিল্ক ভিটা
  • lglu - ইগলু
  • Dairy Fresh- ডেইরি ফ্রেস
  • Pran Milk - প্রাণ মিল্ক
  • Cow head pure milk - কাউ হেড পিওর মিল্ক 
  • Milk fresh - মিল্ক ফ্রেস
  • Pura - পুরা 
  • Aarong dairy - আড়ং ডেইরি 
  • Ayrun - আইরান
  • Aftaf - আফতাব
  • Farm fresh milk - ফার্ম ফ্রেশ মিল্ক 
  • Altra - আল্ট্রা
  • Taniya - তানিয়া
  • Lactogen - ল্যাকটোজেন
  • Baby care - বেবি কেয়ার 
  • Nan milk - নান মিল্ক
  • Prima milk - প্রাইমা মিল্ক 
উপরে আমরা বেশ কিছু বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম তুলে ধরেছি। আশা করি আপনি ব্যান্ডগুলো দেখে পছন্দ মতো দুধ ক্রয় করতে পারবেন। 

গুড়া দুধের দাম ২০২৪

আপনি যদি বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম এবং  দাম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি পরবর্তী অংশটি মনোযোগ সহকারে পড়ুন। আপনদের সুবিধার খাতিরে আপনি দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 
  • Lactorgen - ল্যাকটোজেন ( সর্বনিম্ন ৪৬০ টাকা থেকে সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে) 
  • Baby care - বেবি কেয়ার ( সর্বনিম্ন ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে) 
  • Nan milk - নান মিল্ক ( সর্বনিম্ন ৭৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে) 
  • Prima milk - প্রাইম মিল্ক ( সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে থাকে)  
উপরে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিছু বাচ্চাদের গুড়া  দুধের ব্যান্ডের নাম এবং মূল্য সম্পর্কে। তবে আমাদের দেখানো দামের থেকে কম এবং বেশি মূল্য হতে পারে। একেক জায়গায় একেক দামে বিক্রি হয়ে থাকে। আপনাকে ধারণা দেওয়ার জন্য সম্ভাব্য মূল্য তুলে ধরেছি। 

বাচ্চাদের গুড়া দুধ খাওয়ালে যেসব সমস্যা হতে পারে 

বাচ্চাদের গুড়া দুধ খাওয়ানোর ফলে বিভিন্ন স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। গুড়া দুধ খাওয়া ফলে যেসব সমস্যা দেখা যায় তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে - 
  • বাচ্চার অতিরিক্ত ওজন বৃদ্ধি করতে পারে। 
  • ডাইজেস্ট হতে সমস্যা দেখা দিতে পারে। 
  • অ্যালারজি, অ্যাসমার কারণ হতে পারে গুড়া দুধ। 
  • গুড়া দুধ প্রক্রিয়াজাত করণের ধাপ বেশি, কাজেই এখানে অপদ্রব্য যুক্ত হতে পারে। 
  • মেশানো কেমিক্যাল, ফ্লেভার কিংবা রং সরাসরি ক্ষতিকারক। এগুলো থেকে ক্যান্সারও হতে পারে। 
  • চোখের সমস্যা দেখা দিতে পারে, হাড় গঠন সবল হয় না। 
  • বাচ্চাদের গুড়া দুধে অক্সিডাইজড কোলেস্টেরল দেয়া হয় যা তাদের অল্প বয়সে হার্টের সমস্যার কারণ হতে পারে। 
বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম সম্পর্কে আজকের এই আর্টিকেলটি। যার মধ্যে আমরা বাচ্চাদের গুড়া দুধ খাওয়া যেসব সমস্যা দেখা দেয় তা নিয়ে আলোচনা করেছি। বাচ্চাদের জন্য খাটি গরুর দুধ ম্যানেজ করতে হবে। গুড়া দুধ তো দেয়ার যাবে তাবে কোনো ব্যান্ডের দুধ খাওয়ানো হবে তা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। 

গুড়া দুধ বানানোর নিয়ম 

আপনারা যে ব্যান্ডের গুড়া দুধ ব্যবহার করেন না কেন প্রতিটি ব্র্যান্ডের প্যাকেট বা বক্সের মধ্যে দেখবে একটা চামচ করে থাকবে এবং এই চামচের মাপে কিন্তু আমাদের গুড়া দুধ তৈরি করতে হবে। কিন্ত কোনো সময় যদি প্যাকেটে চামচ না থাকে তাহলে বাসাতে যে টেবিল চামচ রয়েছে তা ব্যবহার করতে পারবেন। 

বাচ্চাদের গুড়া দুধ তৈরি করার সময় গরম পানি ব্যবহার করতে হবে। অতিরিক্ত গরম পানিতে গলাতে হয় না। পানি অতিরিক্ত গরম হলে দুধের পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। তাই আপনি যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন বলে ঠিক করেছেন তখর দেখে নিতে হবে তাপমাত্রা যেন রুম টেম্পারেচারে হয়ে থাকে। 

যে ব্রান্ডের দুধ ব্যবহার করবেন অবশ্যই খুব ভালোভাবে তাদের দেয়া তথ্য ভালোভাবে গড়ে নেবেন। তাহলে আপনাদের জন্য গুড়া দুধ গোলানো অনেক বেশিই সহজ হয়ে যাবে। মোটামুটি ২০ থেকে ২৫ সেকেন্ড টাইম নিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তাপমাত্রা কিনা আছে কিনা দেখার পর বাচ্চাকে খাওয়াতে হবে। 

মোটামুটি এই পদ্ধতি অনুসরণ করে বাচ্চাকে গুড়া দুধ খাওয়াতে পারেন। আশা করি গুড়া দুধ খাওয়া সঠিক নিয়ম সম্পর্কে ধারণা পেয়েছেন। 

কোন ব্যান্ডের গুড়া দুধ খাওয়ালে বাচ্চার ওজন বাড়বে

বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম সম্পর্কে আজকের এই আর্টিকেলে এখন আমরা আলোচনা করব কোন ব্যান্ডের গুড়া দুধ খাওয়ানো বাচ্চার ওজন বৃদ্ধি পায়৷  প্রত্যেক বাবা মায়ের একটি সাধারণ প্রশ্ন কোন ব্যান্ডের গুড়া দুধ খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি পায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কারো দ্বারা অনুপ্রেরণিত হয়ে কখনো কোন গুড়া দুধ খাওয়ানো উচিত নয়। 

চিকিৎসক একটি শিশুর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার বয়স, ওজন এবং বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা করে একটি বিশেষ ফর্মুলা বাছাই করে দেবেন। চিকিৎসকের বাছাইকৃত পদ্ধতি অনুসরণ করে বাচ্চাকে গুড়া দুধ খাওয়াতে হবে। 

এক বছরের শিশুর জন্য কোন ব্যান্ডের গুড়া দুধ ভালো 

আপনার বাচ্চার বয়স যদি এক বছর বা তার থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনি NIDO 1+ দুধ খাওয়াতে পারেন। এটি বাচ্চাদের সম্পূরক খাদ্য হিসেবে অনেক ভালো কাজ করে। এতে উপস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান দৈহিক বৃদ্ধিতে ত্বরান্বিত করে। এক থেকে তিন বছরের বেশি হলে NIDO 3+ খাওয়াতে হবে। 

তবে মনে রাখা প্রয়োজন যে, এসকল দুধ শুধু মাত্র এক বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য উপযোগী। 

লেখকের মন্তব্য 

আজকের এই আর্টিকেলে বাচ্চাদের গুড়া দুধের ব্যান্ডের নাম, দুধ খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি গুড়া দুধের দাম, কোন ব্যান্ডের গুড়া দুধ খাওয়ানো ভালো, গুড়া দুধ খাওয়া সঠিক নিয়ম, ছোট বাচ্চাদের গুড়া দুধের নাম ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

আমাদের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url