ফ্রি ওয়েবসাইট খুলে গুগল এডসেন্স থেকে ইনকাম করার ১০টি উপায়
ফ্রি ওয়েবসাইট খুলে গুগল এডসেন্স থেকে ইনকাম করা যায় এ বিষয়ে আমরা যারা অনলাইনে কাজ করি তারা সকলেই জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। বর্তমান সারা বিশ্বে গুগল নিয়ন্ত্রণ করছে এমনকি আমরা কোন কিছু জানার জন্য সর্বপ্রথম গুগলে সার্চ করি। গুগল যেমন জনপ্রিয় তেমনি গুগল থেকে বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করা সম্ভব।
আজকের এই আর্টিকেলে ফ্রি ওয়েবসাইট খুলে গুগল এডসেন্স থেকে আয় করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানবো। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেমন - গুগল এডসেন্স এর কাজ, গুগল এডসেন্স একাউন্টে থেকে টাকা ইনকাম, কিভাবে এডসেন্স একাউন্ট খুলতে হয় এসকল বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন।
সূচিপত্র:
গুগল এডসেন্স এর কাজ কি
গুগল এডসেন্স হলো অনলাইন থেকে আয় করার একটি জনপ্রিয় ও বৈধ উপায়। আর গুগল এডসেন্স এর দ্বারা পরিচালিত বিজ্ঞাপন প্রোগ্রাম যা আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে সাহায্য করে। গুগল এডসেন্স কনটেন্ট ক্রিয়েটর এর জন্য অনলাইন থেকে উপার্জনের সুবিধা করে দিয়েছে। আপনি যে কনটেন্ট তৈরি করেন এবং ওয়েবসাইটে পাবলিস্ট করেন, দর্শক কনটেন্ট গড়ে বিভিন্ন তথ্য পাবেন এবং গুগল এডসেন্স সে কন্টেন্টনের ভিতরে অ্যাড দেখিয়ে আপনাকে অর্থ প্রদান করে থাকে।
গুগল এডসেন্স আপনার ওয়েবসাইটে কোথায় বিজ্ঞাপন দেখানো হবে সেগুলো নির্ধারণ করে৷ মূল কথা হলো গুগল এডসেন্সের আসল কাজ হল আপনি যে কনটেন্ট তৈরি করেন সেখানে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনাকে টাকা প্রদান করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন।
ব্লগ তৈরির নিয়ম
গুগল অ্যাডসেন্স থেকে আয়
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
প্রথমে আপনার জিমেল একাউন্টে লগইন করুন। তারপর Google Adsense এর ওয়েবসাইটে গিয়ে sign up বাটনে ক্লিক করলে একটি ফরম আসবে। এটি হলো গুগল এডসেন্স পাবলিশার নেটওয়ার্ক এর এপ্লাই ফর্ম। এই ফর্মটি পূরণ করে গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য এপ্লাই করতে হবে।
এডসেন্স একাউন্ট খোলার নিয়ম
- এডসেন্স সাইন আপ ও লগইন : এডসেন্স একাউন্ট খুলতে আপনার একটি জিমেইল থাকতে হবে। যে জিমেইল দিয়ে এডসেন্স লগইন করতে হবে। আলাদা করে পাসওয়ার্ড দেবার সুযোগ নেই।
- একাউন্ট টাইপ : আপনি একা হলে individual বা কোন কোম্পানির পক্ষ থেকে করলে company সিলেক্ট করতে হবে।
- আপনার নাম, ফোন নাম্বার : NID কার্ডে আপনার যে নাম আছে সেই নাম ও সচল থাকা কোন ফোনের নাম্বার লাগে।
- ঠিকানা : আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনার একাউন্টে ১০ ডলার আর হবার পর গুগল এডসেন্স থেকে আপনার ঠিকানায় একটি চিঠি আসবে, চিঠিতে একটি গোপন কোড থাকবে।
- বিজ্ঞাপন দেখানোর মাধ্যম : আপনার ওয়েবসাইট লিংক বা ইউটিউব যেখানে আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন।
- টাইম জোন : বাংলাদেশের +৬, এটি ব্যবহার করে আপনার ডেইলি ইনকাম রিপোর্ট সাজানো হবে।
গুগল অ্যাডসেক্স পাবার শর্ত
ফ্রি ওয়েবসাইট খুলে গুগল এডসেন্স থেকে ইনকাম করা উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের আজকের আর্টিকেলে। গুগল এডসেন্স এ এপ্লাই করার আগে যেসকল বিষয় নিশ্চিত হতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন -
- যে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে Adsense ব্যবহার করতে চান সেটি আপনার হতে হবে। অর্থাৎ অন্যের সাইটের জন্য এপ্লাই করে লাভ হবে না।
- আপনার বয়স ১৮ এর নিচে হলে আবেদন করতে পারবেন না। তবে আপনি চাইলে আপনার মা, বাবা বা অন্য কোন ব্যক্তির নামে এপ্লাই করতে পারেন। তবে পেমেন্ট যার নামে একাউন্ট করবেন তার নামে যাবে।
- ইউনিক কন্টেন্ট থাকতে হবে।
- Adsense এর প্রোগ্রামনীতি মানে এমন কন্টেন্ট থাকতে হবে। কোন প্রকার আডাল্ট, বাজি, সেন্সিটিভ, পাইরেসি কন্টেন্ট গান সহ যাবতীয় অবৈধ জিনিস সম্পর্কে কন্টেন্ট থাকলে অ্যাডসেন্স পাওয়া যাবে না।
গুগল এডসেন্স থেকে আয় করার সম্পর্কে কিছু টিপস
গুগল এডসেন্স প্ল্যাটফর্ম আমাদের আমাদের জন্য টাকা আয় করার সেরা উপায়। কেননা অনলাইনে অন্যান্য মাধ্যমে কাজ পাওয়া, ক্লাইন্টকে খুশি করা বেশ কঠিন কাজ। আর যারা ব্লগিং করে ইনটেনসিভ ইনকাম এর স্বপ্ন দেখেন তাদের জন্য গুগল এডসেন্স ও আফিলিয়েট মার্কেটিং সবচেয়ে মাধ্যম।
কেননা আপনার পাবলিশ করা কোন কন্টেন্ট থেকে আপনি বছরের পর বছর আয় করতে পারেন। যা অনেক ফ্রিল্যান্সিং পেশায় সম্ভব নয়। আপনি যদি নিজে কন্টেন্ট লিখতে পারেন হোক সেটা বাংলা বা ইংরেজি বা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অ্যাডসেন্সের মাধ্যমে আয় করা আপনার জন্য উপযুক্ত।
- কপি কন্টেন্ট গুগল এডসেন্স approve করে না। সময় নিয়ে কন্টেন্ট তৈরীর দিকে মনোযোগ দিতে হবে।
- একটি ভালো কন্টেন্ট গুগল থেকে নিয়মিত ভিজিটর পাওয়া সম্ভব। সুতরাং আর্টিকেলের মানের দিকে খেয়াল রাখতে হবে।
গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করার নিয়ম
গুগল এডসেন্স একাউন্ট খোলার আগে আপনাকে জানতে হবে আপনি গুগল এডসেন্স পাওয়া উপযোগী হয়েছেন কিনা। গুগল এডসেন্স পেতে যেসকল যোগ্যতা প্রয়োজন হয় তাহলো - ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে নিয়মিত পোস্ট থাকতে হবে এবং আপনার কন্টেন্ট মানসম্মত হতে হবে। নিয়মিত ওয়েবসাইটে ক্লিক বা ভিউ থাকতে হবে। নিচে গুগল এডসেন্স একাউন্ট করার নিয়ম তুলে ধরা হলো -
- প্রথমে গুগল এডসেন্স লিখে chrome ব্রাউজারে সার্চ দিন অথবা httls://adsense.google.com এই সাইডে যান।
- এরপর সাইন আপ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করুন।
- এরপর আপনার ওয়েবসাইটের লিংকটি প্রবেশ করান।
- তারপর আপনার পছন্দের ভাষা এবং একাউন্টের ধরন নির্বাচন করুন।
- এরপর আপনার ব্যক্তিগত তথ্য নাম, ঠিকানা এবং ফোন নাম্বার প্রদান করুন।
- তারপর আপনি যে একাউন্টে পেমেন্ট নিবেন সে পেমেন্ট মাধ্যমে তথ্য প্রদান করুন।
- গুগলের নিয়মনীতি এবং শর্তাবলী পড়ে সম্মত হন বাটনে ক্লিক করুন।
- তারপর আপনার একাউন্ট তৈরি করুন এই অপশনে ক্লিক করুন।
গুগল এডসেন্স যেভাবে টাকা দেয়
ব্লগ থেকে ইনকাম করার জন্য আপনাকে সঠিক ধারণার জন্য আমরা অবশ্যই একটি উদাহরণ দিব যাতে আপনি অবশ্যই প্রতিটি ব্লগের আয় সম্পর্কে ধারণা পেতে পারেন । সাথে আপনি এটিও জানতে পারবেন যে একজন বাংলা ব্লগার প্রতি মাসে কি পরিমাণ উপাজন করতে পারেন। যেমন-ধরুন আপনার ব্লগে প্রতিদিন ১০০০ টি অর্গানিক ট্রাফিক আসছে। আপনি বাংলা ব্লগ এ সাধারণত CPC পাবেন ০.০৩ গড় এখন এর মধ্যে CTR একটি গুরুত্বপূর্ণ বিষয়। CTR ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। CTR মানে ক্লিক রেট। যদি আপনার CTR 5% থেকে যায়, তাহলে ১০০০ জনের মধ্যে ৫০ জন ক্লিক করেছে। আপনি প্রতি ক্লিকে ০.০৩ পাচ্ছেন। সুতরাং এই অনুযায়ী আপনার উপার্জন ৫০*০.০৩=১.৫০যদি আপনার multi niche বাংলা ব্লগে দৈনিক ১০০০ টি ট্রাফিক থাকে, তাহলে আপনি সহজেই এটি থেকে দৈনিক নূন্যতম ১.৫০ উপার্জন করতে পারবেন। তাহলে ব্লগ থেকে কত টাকা আয় করবেন তা আপনার উপর। কারণ আপনার CTP ও বেশি হতে পারে। এছাড়া ব্লগে ডাইরেক্ট এবং রেফারেল ট্রাফিকও আসে যাতে উপার্জন কম হলেও আসতে থাকে ।গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
আপনি হয়তো বুঝতে পেরেছেন গুগল এডসেন্স পাবলিশার নেটওয়ার্কে যোগ দিতে চান তাহলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। হোক সেটা ব্লগ কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট। লক্ষ্য রাখবেন গুগল এডসেন্স শুধুমাত্র ইউনিক তথা মৌলিক কন্টেন্ট সাইটকে approve দিবে।আবার গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে হলে এসইও জানা খুব জরুরি। কেননা ফ্রিতে ট্রাফিক জেনারেট করার জন্য এসইও খুব কার্যকর উপায়। গুগল এডসেন্স থেকে ইনকাম করার ক্ষেত্রে গুগল সার্চ থেকে ভিজিটর পাওয়ার বিকল্প নেই।
- ফ্রি ট্রাফিক এর অন্য মাধ্যম যেমন - ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে আশা ট্রাফিকগুলো মান সম্পন্ন হয় না।
- গুগল ২ টি বিষয়ের উপর ভিত্তি করে এড শো করে, প্রথমত আপনার কন্টেন্ট ও দ্বিতীয় ভিজিটর পূর্ববর্তী সার্চ ও ওয়েব ব্রাউজিং এর উপর ভিত্তি করে।
- সোশ্যাল মিডিয়া থেকে আসা ভিজিটরগুলো কোয়ালিটিফুল হয় না। কোন সাইটে যদি ম্যাক্সিমাম ভিজিটর সোশ্যাল মিডিয়া বা অন্য কোন মাধ্যম থেকে আসে তাহলে গুগল এডসেন্স একাউন্ট লিমিট হয়ে যেতে পারে।
- আপনার ওয়েবসাইটের ভিজিটর যত বেশি হবে তত বেশি অ্যাড ক্লিক পড়ার সম্ভাবনা থাকে।
গুগল থেকে টাকা ইনকাম
গুগল অ্যাডসেন্স প্রতি ১০০০ ভিউতে যত টাকা দেয়
লেখকের মন্তব্য
আমারা ফ্রি ওয়েবসাইট খুলে গুগল এডসেন্স থেকে আয় করা উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। গুগল এডসেন্স আপনার ওয়েবসাইটে কোথায় বিজ্ঞাপন দেখানো হবে সেগুলো নির্ধারণ করে৷ মূল কথা হলো গুগল এডসেন্সের আসল কাজ হল আপনি যে কনটেন্ট তৈরি করেন সেখানে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনাকে টাকা প্রদান করে থাকে। আমাদের আজকের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আমাদের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url