ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট - ওজন বৃদ্ধির ওষুধের নাম

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের এই পোস্টে ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর পাশাপাশি এর বৃদ্ধির ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

photo

বর্তমান সময়ে খামারিদের পাশাপাশি অনেকেই বাড়িতে ব্রয়লার মুরগি পালন করে। তবে আপনি যদি সঠিকভাবে এর ওজন বৃদ্ধির চার্ট অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পাবেন। 

সূচিপত্র 

ভূমিকা 

আমাদের দেশের সকল মানুষের অধিকাংশ আমিষের চাহিদা পূরণের জন্য ব্রয়লার মুরগি বড় ভূমিকা পালন করে থাকে। কারণ বাজারে এর স্বল্পমূল্য মাংস পাওয়া যায় যার জন্য সকলেই এই মাংস খেতে পারে। আপনারা যারা অনেকেই মুরগির খামারিরা রয়েছেন তাদের ক্ষেত্রে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ও তাদের সকল ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়ালে অবশ্যই আপনি লাভবান হবেন। 

আপনি যদি আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন, তাহলে আপনি কি খাওয়ালে মুরগির ওজন বৃদ্ধি, ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর চার্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট

বর্তমান সময়ে সাধারণত জনগোষ্ঠীদের জন্য আমেরিকার চাহিদা মিটানোর ক্ষেত্রে ব্রয়লার মুরগী প্রধান এবং মুখ্য ভুমিকা পালন করে থাকে। আর তাইতো আমাদের দেশে পূর্বের তুলনায় বর্তমান সময়ে এখন মুরগির পালন অনেকটা বেড়ে গেছে। যার ফলে খামারিদের সঠিকভাবে ব্রয়লার মুরগী পালন করার মাধ্যমে লাভবান হতে পারে। 

আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যবসায় অনেক লাভবান হবেন। আর আপনি যদি এই বিষয় সঠিকভাবে না জেনে খাবার প্রদান করেন তাহলে আপনার ব্রয়লার মুরগী কেমন ওজন বৃদ্ধি পাবে না যার জন্য আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। 

দিন ওজন প্রতি গ্রাম খাদ্য গ্রহণ দৈনিক ওজন বৃদ্ধি
৬২ গ্রাম ১৮
৮০গ্রাম ১৭ গ্রাম ১৮ গ্রাম
১০১ গ্রাম ২০ ২১ গ্রাম
১২৪ গ্রাম ২৪গ্রাম ২৩ গ্রাম
১৫০ গ্রাম ২৭ গ্রাম ২৬ গ্রাম
১৭৯ গ্রাম ৩১ গ্রাম ২৯ গ্রাম
২১১ গ্রাম ৩৫ গ্রাম ৩২ গ্রাম
২৪৭ গ্রাম ৩৯ গ্রাম ৩৫ গ্রাম
২৮৬ গ্রাম ৪৩ গ্রাম ৩৯ গ্রাম
১০ ৩২৮ গ্রাম ৪৭ গ্রাম ৪২ গ্রাম
১১ ৩৭০ গ্রাম ৫২ গ্রাম ৪৬ গ্রাম
১২ ৪২২ গ্রাম ৫৭ গ্রাম ৪৯ গ্রাম
১৩ ৪৭৫ গ্রাম ৬১ গ্রাম ৫২ গ্রাম
১৪ ৫৩১ গ্রাম ৬৭ গ্রাম ৫৬ গ্রাম
১৫ ৫৯০ গ্রাম ৭২ গ্রাম ৫৯ গ্রাম
১৬ ৬৫২ গ্রাম ৭৭ গ্রাম ৬২ গ্রাম
১৭ ৭১৮ গ্রাম ৮৩ গ্রাম ৬৬ গ্রাম
১৮ ৭৮৬ গ্রাম ৮৯ গ্রাম ৬৯ গ্রাম
১৯ ৮৫৮ গ্রাম ৯৪ গ্রাম ৭২
২০ ৯৩৩ গ্রাম ১০০ গ্রাম ৭৫ গ্রাম
২১ ১০১০ গ্রাম ১০৬ গ্রাম ৭৭ গ্রাম
২২ ১১৯০ গ্রাম ১১২ গ্রাম ৮০ গ্রাম
২৩ ১১৭২ গ্রাম ১১৮ গ্রাম ৮২ গ্রাম
২৪ ১২৫৭ গ্রাম ১২৪ গ্রাম ৮৫ গ্রাম
২৫ ১৩৪৪ গ্রাম ১৩০ গ্রাম ৮৭ গ্রাম
২৬ ১৪৩৩ গ্রাম ১৩৬ গ্রাম ৮৯ গ্রাম
২৭ ১৫২৪ গ্রাম ১৪১ গ্রাম ৯১ গ্রাম
২৮ ১৬১৬ গ্রাম ১৪৭ গ্রাম ৯৪ গ্রাম
২৯ ১৭১০ গ্রাম ১৫৩ গ্রাম ৯৫ গ্রাম
৩০ ১৮০৫ গ্রাম ১৫৮ গ্রাম ৯৬ গ্রাম
৩১ ১৯০১ গ্রাম ১৬৩ গ্রাম ৯৬ গ্রাম
৩২ ১৯৯৮ গ্রাম ১৬৯ গ্রাম ৯৭ গ্রাম
৩৩ ২০৯৭ গ্রাম ১৭৪ গ্রাম ৯৮ গ্রাম
৩৪ ২১৯৬ গ্রাম ১৭৪ গ্রাম ৯৯
৩৫ ২২৯৫ গ্রাম ১৭৯ গ্রাম
৩৬ ২৩৯৫ গ্রাম ১৮৩ গ্রাম
৩৭ ২৪৯৫ গ্রাম ১৮৮ গ্রাম
৩৮ ২৫৯৫ গ্রাম ১৯৬ গ্রাম ১০০ গ্রাম

ব্রয়লার মুরগি যদি সবল এবং পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে সেই ব্রয়লার মুরগি বেশি দামে বিক্রি করা যায় না। তাই আপনি যদি ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর  করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রয়লার মুরগির চার্ট অনুসরণ করতে হবে। 

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ওষুধ 

সকল কিছুর সুস্থ থাকার ক্ষেত্রে তাদের ওষুধ খাওয়া উচিত। তেমনি এই ব্রয়লার মুরগির ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। আর ওষুধ খাওয়ার পাশাপাশি তাদেরকে ভ্যাকসিন অপ প্রদান করতে হবে। কোন কোন ওষুধ খাওয়ালে আপনার মুরগি সব সময় সুস্থ থাকবে কত দিনে খাবেন সেই সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হয়েছে। 

প্রথম ৩ দিনের ওষুধ : আপনি যখন খামারে বাচ্চা নিবেন তখন আপনার প্রথম কাজ হবে সাদা পানি অথবা লাইসোয়েড ব্যবহার করা। এরপর আগামী ৭২ ঘন্টা একটানা আপনাকে এন্টিবায়োটিক জাতীয় ওষুধ দিতে হবে। 

  • নিউ মাইসিন
  • এন্ডোফ্লক্সিন
তবে খেয়াল রাখতে হবে আপনি যখন ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন তার সাথে সাথে যেন অ্যান্টিবায়োটিন না দেওয়া হয়। 

৪-৭ দিনের ওষুধ : ব্রয়লার মুরগির এরপর চতুর্থ দিন আপনি ২৪ ঘন্টা থায়ামিন প্লাস বা বি ১ বি ২ জাতীয় এই ধরনের ভিটামিন ওষুধ ব্যবহার করতে হবে। পঞ্চম দিনে বাচ্চাদের আপনাদের এ ডি থ্রি প্লাস ভ্যাকসিন দিতে হবে। এভাবে সকালে দিবেন এই ওষুধ এবং দুপুরে দিবেন সাদা পানি। রাতে আবার আপনাকে এই ভ্যাকসিন নিতে হবে। 

ষষ্ঠ এবং সপ্তম দিন ব্রয়লার মুরগির বাচ্চাকে দিতে হবে ক্যালসিয়াম জাতীয় ওষুধ। ওই ওষুধ আপনি তাদের দুপুরে দিবেন। সকালে এবং রাতে সাদা পানি ব্যবহার করবেন৷ এই ওষুধ আপনি একটানা দুই দিন ব্যবহার করবেন এর অতিরিক্ত ব্যবহার করার চেষ্টা করবেন না। 

৮-১০ দিনের ওষুধ : ব্রয়লার মুরগির ক্ষেত্রে অষ্টম এবং নবমতম দিনে প্রতিদিন সকালে সাদা পানি অথবা লিভারটনিক দিবেন। দুপুরে জিংক দিবেন এবং রাতে টেট্রাভেট ব্যবহার করবেন। দশন তম দিনে আপন সকালে দিবেন সাদা পানি এডি থ্রি।রাতে দিবেন ভ্যাকসিন আর তার সাথে পুনরায় এডি থ্রি। 

১১-১৫ তম দিনের ওষুধ : ব্রয়লার মুরগির ১১ থেকে ১৫ তম দিনে আপনি একটানা ৭২ ঘন্টা অর্থাৎ তিন দিন এমোডিস জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন। এছাড়া আরো রয়েছে রেনামাইসিন পাউডার, রেনমক্স ভেট ইত্যাদি ধরনের ওষুধ। এছাড়া তুঁতে অথবা কপার সালফার ব্যবহার করতে পারেন। তবে রাতের বেলায় অবশ্যই আপনাকে সাদা পানি ব্যবহার করতে হবে। 

১৬-১৭ তম দিনের ওষুধ : ব্রয়লার মুরগির বাচ্চার ১৬ তম দিনে সকালে ব্যবহার করুন সাধারণ পানি। আর দুপুরে খাবারের ক্ষেত্রে ভিটামিন জাতীয় ওষুধ অথবা ক্যালসিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করবেন। ১৬ থেকে ১জ তম দিনে আপনি ব্রয়লার মুরগির গাম্বুরা ভ্যাক্সিন দিতে পারেন। তবে মানে রাখতে হবে ভ্যাকক্সিন দেওয়ার পূর্বে অবশ্যই ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না। 

 ২১ তম দিনে সকালে লিভারটনিক জিং দিবেন। আর রাতে সাদা পানি দিবেন। অথবা আপনি যদি চান তাহলে রাতে সাদা পানির পরিবর্তন otetra ভেট ও দিতে পারেন। তবে মনে রাখবেন এই ১৮ থেকে ২১ তম দিন ব্রয়লার মুরগির রোগ আক্রমণের করার একটি উপযোগ্য সময়। তাই সময়মত ওষুধ সেবন করাতে হবে। 

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির সেরা ৫ টি ওষুধ 

আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা নতুন নতুন খামার দিয়েছেন। তাই ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে কেবলমাত্র সিদ্ধান্ত নিচ্ছে দুই কোয়ালিটির মানুষের জন্য পাচটি ওষুধ সম্পর্কে জানাবো। যেটি ব্যবহার করে আপনি খব দ্রুতই আপনার ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করতে পারবেন। 

তাই আপনারা যারা নতুন খামারি রয়েছেন তাদেরকে আজকে আমরা ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর করার জন্য সেরা পাচটি ওষুধ সম্পর্কে জানাবো। আপনি যদি এই ওষুধগুলো পশুর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর  পাবে। ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর  করার সেরা পাঁচটি ওষুধের নাম হলো 
  • Amin Vit Plus Vet
  • Profit Plus
  • P Booster
  • G-Pro Min Liquid
  • Calgo Pos

ব্রয়লার মুরগির খাবার তালিকা 

আমাদের দেশে দিন দিন ব্রয়লার মুরগি পালন বৃদ্ধি পাচ্ছে। মূলত এর কারণ হচ্ছে ব্রয়লার মুরগি পালন করে অল্প দিনের মধ্যে লাভবান হওয়া যায়। সেক্ষেত্রে ব্রয়লার মুরগি পালন করে লাভবান হতে চাইলে আপনাকে সঠিক খাদ্য প্রদান করতে হবে। তাহলে আপনি যদি সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা তৈরি করতে পারেন তাহলে ওজন বৃদ্ধি পাবে।চলুন ব্রয়লার মুরগির সঠিক খাদ্য গুলো দেখে নেওয়া যাক 
  • খুদ
  • চাল
  • ডাল
  • ধান
  • সরিষা
  • গম ও গমের ভুসি
  • চালের মিহি কুড়া
  • ভুট্রা অথবা ভাঙ্গা ভুট্টা 
  • সরিষার তেল 
  • শুটকি মাছের গুড়ো 
উপরের দেখানো খাবারগুলো যদি খাওয়ানো হয় তাহলে অবশ্যই আপনি দ্রুত মুরগির ওজন বৃদ্ধি করতে সক্ষম হবেন। আপনি মুরগিকে ফিড খাওয়ানোর পাশাপাশি উক্ত খাবারগুলো খাওয়াতে পারেন তাতে করে মুরগির ওজন তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। 

ব্রয়লার মুরগি পালনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য 

  • প্রথমে সঠিক খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
  • এর পরবর্তীতে খামারের চারিধারে ভালো করে কাটাতার দিয়ে বেড়া দিতে হবে। 
  • সঠিক এবং সুস্থ বাচ্চা নির্বাচন করতে হবে। 
  • অন্তত ১৫ থেকে ২০ দিন বাচ্চার ঠিকমতো খেয়াল রাখতে হবে। 
  • যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে। 
  • দিনে তিন থেকে চার বার খাবার এবং পানির পাত্র পরিবর্তন করতে হবে। 
  • প্রতিবার খাবার এবং পানি দেওয়ার কিছুক্ষণ আগে খাবার এবং পানির পাত্র নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 
  • ভেজালযুক্ত এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াবেন। 
  • সর্বশেষ মুরগির সঠিক ওজন হয়ে গেলে বাজার জাত করে ফেলবেন। 

ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির কৌশল

ব্রয়লার মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাকে শুধু ওষুধ ব্যবহার করলেই হবে না। তার সাথে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনি যদি সেই সকল কৌশল অবলম্বন করেন আর তার পাশাপাশি যদি ওজন বৃদ্ধির চার্ট অনুসরণ করেন তাহলে আপনি লাভবান হবেন। 
  • ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে প্রথমে কৌশলটি হলো আপনাকে সব থেকে ভালো মানের ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করতে হবে। 
  • ওজন বৃদ্ধির দ্বিতীয় কৌশলটি হল ব্রয়লার মুরগির বাচ্চাকে সঠিক সময়ে তাদের সঠিক খাবার প্রদান করতে হবে। পানির পাত্র পরিষ্কার রাখতে হবে। 
  • যদি আবহাওয়া অনেক ঠান্ডা থাকে তাহলে অবশ্যই রাতে বেশি পরিমাণ খাবার খাওয়াতে হবে। 
  • পানির পাত্র তার পাশাপাশি খাবারের পাত্র যেন বেশি পরিমাণে খামারে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেন ব্রয়লার মুরগিগুলো ঘুরেফিরে খেতে পারে। 
  • বাজার থেকে ভালো মানের মুরগির ফিড সংগ্রহ করে তাদের খাওয়াতে হবে। তার পাশাপাশি পানির পাত্রে সব সময় পরিষ্কার পানি রাখতে হবে। 
  • প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
উপরের উল্লেখিত সবগুলো কৌশল যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ব্রয়লার মুরগির বাচ্চা অনেকটা দ্রুত বৃদ্ধি পাবে।তার পাশাপাশি ওজন বৃদ্ধি হবে। 
Photo

ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা 

ব্রয়লার মুরগি একপ্রকার হাইব্রিড জাতের মুরগি। এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য মুরগির তুলনায় অনেকটাই কম থাকে। যে কারণে সঠিকভাবে পালন না করলে এ মুরগী থেকে বেশি লাভবান হওয়া সম্ভব হয় না। ব্রয়লার মুরগির পালনের সময় নিয়মিত ভ্যাকসিন দেওয়া জরুরি তবে একটা আদর্শ মুরগির জন্য ভ্যাকসিন সিডিউল মেনে চলা উচিত। নিচে একটি আদর্শ ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল দেওয়া হলো-

বয়স রোগের নাম ভ্যাকসিন
১-৩ দিন রানীক্ষেত ও ব্রংকাইটিস আইবি+এনডি
৭-১০ দিন গামবোরো আই বি ডি
১৪-১৭ দিন গামবোরো আই বি ডি
১৮-২০ দিন রানীক্ষেত এনড
সাবধানতা
  • ভ্যাকসিনের আগে ও পরে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই উত্তম।  তবে ভ্যাকসিনের পরে ভিটামিন সি দেওয়া যেতে পারে।
  • অবশ্যই স্থান ভেদে ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে। 

লেখকের মন্তব্য 

আমরা আজকের আর্টিকেলে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির নিয়ম, খাদ্য তালিকা, ওষুধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url