ভিপিএন কি? সেরা ১০ টি ভিপিএন এর নাম এবং ডাউনলোড লিংক

অনেক সময় আমরা দেশের বাহিরের সাইটে প্রবেশ করতে পারি না বা অনেক বেশি সময় লাগে। গেম খেলার সময় এমন সমস্যা অনেকে লক্ষ করেন। ভিপিএন যুক্ত করে এই সমস্যা সমাধান করা সম্ভব। আজকের পোস্টে সেরা ১০ টি ভিপিএন  নিয়ে বিস্তারিত আলোচনা এবং ডাইনলোড লিংক দেওয়া হবে।

VPN-BANGLADESH

যারা ভিপিএন সম্পর্কে জানেন না বা বিস্তারিত জানতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনি ভিপিএন কি, ভিপিএনের কার্যকারিতা, ব্যবহারের সুবিধা এবং সেরা ১০ টি ভিপিএন এর নাম পাশাপাশি ডাইনলোডের লিংক দেওয়া। 

সূচিপত্র 

সবচেয়ে ভালো  vpn কোনটি free fire

সেরা ১০ টি ভিপিএন সম্পর্কে জানতে সম্পন্ন পোস্টটি পড়ুন ৷  ভার্চয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ইন্টারনেটের একটি ভার্চুয়াল "টানেল" যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন বলতে একটি কল্পিনক প্রাইভেট নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। 

এই ভার্চয়াল কাল্পনিক সুড়ঙ্গটির মাধ্যমে একটি ভিন্ন স্থানে অবস্থিত প্রাইভেট নেটওয়ার্ক এর সাথে ডিভাইসকে সংযুক্ত করা সম্ভব। এতে কোন পাবলিক নেটওয়ার্ক এর আওতাধীন থেকেও ইন্টারনেট ব্যবহারকালীন কোন প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের যেসকল সুবিধা পাওয়া যায়। এরফলে ব্যবহারকারি তার ইন্টারনেট ব্যবহারের তথ্যাদি গোপন রাখতে পারে এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এক্ষেত্রে লক্ষ্যণীয়,অন্য একটি স্থানের নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ইন্টারনেট ব্যবহারকারীকে স্বশরীরে সেইখানে উপস্থিত থাকতে হচ্ছে না, বরং ভার্চুয়ালভাবেই একটি সফটওয়্যার এর মাধ্যমে সেই ভিন্ন স্থানের প্রাইভেট নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হতেও ব্যবহার করতে পারছে। এজন্যই এটির নামকরণ করা হয়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)

ভিপিএন ব্যবহারের নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একটি তথ্য উৎস থাকে যার থেকে প্রাপ্ত ডাটা বা তথ্য ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেট এর সুবিধা ভোগ করে থাকে। পাবলিক নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে এই তথ্যের উৎস হয় লোকাল ইন্টারনেট সার্ভিস বা যে নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট এর সুবিধা গ্রহণ করা হচ্ছে সেই নেটওয়ার্কটি। কিন্তু যখন ভিপিএন ব্যবহার করা হয়, তখন আর এই নেটওয়ার্ক স্হানীয় ইন্টারনেট সার্ভিস থাকে না,তথ্যের উৎস হিসাবে তখন ভিপিএন কোম্পানিগুলো যে নিজস্ব সার্ভার রয়েছে সেগুলো ব্যবহার হয়। যেহেতু ভিপিএন কোম্পানিগুলোর সার্ভারের এই নেটওয়ার্কগুলো প্রাইভেট এবং নিরাপদ, তাই আপনার ইন্টারনেট ব্যবহারের তথ্যাদি আর স্হানীয় ইন্টারনেট সার্ভিস বা পাবলিক নেটওয়ার্কটির আওতায় ইন্টারনেটে ব্যবহার করছিলেন সেটির নিকট প্রকাশ হয়না, কারণ সেটি আর ডাটা সোর্স বা তথ্যের উৎস হিসাবে ব্যবহার হচ্ছে না।প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর একটি নিজস্ব আইপি এড্রেস দ্বারা আর তাকে শনাক্ত করা সম্ভব হয় না,ভিপিএন এই আইপি এড্রেসটি বদলে দেয়। এভাবে ভিপিএন এর মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হয়।

ফ্রি ভিপিএন ২০২৩ 

কিছু স্থানে বা দেশ থেকে নির্দিষ্ট ওয়েবসাইট ধীরে লোড হয় বা কোন গেম চলাকালীন অনেক আটকে যাওয়ার ঘটনা ঘটে। ভিপিএন ব্যবহারের মাধ্যমে যে দেশ থেকে সেই ওয়েবসাইট দ্রুত লোড করা সম্ভব সেখানের সার্ভারে সংযুক্ত হওয়া যায় এবং সেসব ওয়েবসাইটে দ্রুতগতিতে ব্যবহার করা যায় এবং বাধাহীনভাবে গেম খেলা যায়।

ভিপিএন বিভিন্ন ম্যালওয়ার বা পপ আপ এড যা ব্যবহারকরীর ইন্টারনেট ব্রাউজিং এর তথ্যাদি নজরদারি করতে পারে তাদের আটকে দেয়া ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তা বজায় থাকে।

প্রিভাডো ভিপিএন

সেরা ১০ টি ভিপিএন সম্পর্কে জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। বিনামূল্যে  ব্যবহারের জন্য প্রিভাডো অন্যতম সেরা একটি ভিপিএন।আপনি চাইলে পরবর্তীতে এর স্পিডের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশনও কিনে নিতে পারবেন। প্রিভাডো জনপ্রিয়তা অর্জন করেছে এর আনলিমিটেড স্পিডের জন্য। ভিপিএন নিরাপত্তার জন্য বেশ ভালো হলেও, বেশিরভাগ ভিপিএনের মনের মতো স্পিড পাওয়া যায় না। আর ফ্রি হলে তো কথাই নেই।সেক্ষেত্রে প্রিভাডো যেকারও মন জয় করে নিতে পারবে সহজেই। ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনেই নিরাপত্তা ও স্পিডের নিশ্চয়তা সমান।

প্রিভাডোর ডিজাইন বেশ হালকা ও সরল,ব্যবহারও বেশ সহজ। সঙ্গে আছে ভালো মানের নিরাপত্তা ব্যবস্থা৷ প্রায় ৪৫ টি দেশে এই ভিপিএনের সার্ভার রয়েছে। তবে বিনামূল্যে ব্যবহারের জন্য মাত্র 9টি সার্ভার উন্মুক্ত রয়েছে প্রিভাডোর। 

এছাড়া যে কেউ প্রতি মাসে সর্বোচ্চ ১০ গিগাবাইট ডাটা প্রিভাডোর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে।কেন না প্রিভাডোর ফ্রি ভার্সনে ১০ গিগাবাইট ডাটা ইউজ লিমিট রয়েছে। তবে চাইলেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নেওয়া যায়, যেখানে সার্ভার বা ডাটা ইউজেস, কোনোটারই নেই কোনো সীমাবদ্ধতা। 

https://play.google.com/store/apps/details?id=io.privado.android&hl=bn

হটস্পট শিল্ড ভিপিএন

বিনামূল্যে ব্যবহারের জন্য সেরা ভিপিএনগুলোর মধ্যে হটস্পট শিল্ড ভিপিএন অন্যতম একটি নাম।নিরাপত্তার দিক দিয়ে অনেক দৃঢ়,আবার ব্যবহারকারী খুব সহজেই এটি ব্যবহার করতে পারবে।এটি কোনো অনলাইন অ্যাক্টিভিটির রেকর্ড রাখে না। আর এই ভিপিএন এ প্রতিদিন ৫০০ মেগাবাইট ডাটা ইউজের দারুণ সুবিধা রয়েছে। 

বর্তমানে, বিশ্বব্যাপী এই ভিপিএন সার্ভিসের ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। হটস্পট শিল্ডের প্রায় ৮০ টি দেশে ১৮ শতাধিকের বেশি সার্ভার রয়েছে। অতিরিক্ত সুবিধা হিসেবে হটস্পট শিল্ডে টরেন্ট এবং নেটফ্লিক্সের অ্যাক্সেসও মেলে। তবে এই ভিপিএনের প্রতি সেকেন্ডে ২ মেগাবাইট (এমবিপিএস) এর স্পিড লিমিট রয়েছে। তারপরও নিরাপত্তার দিক দিয়ে একটি ফ্রি ভিপিএন হিসাবে হটস্পট শিল্ড অবশ্যই শীর্ষস্থানীয় পরিষেবা নিশ্চিত করে।

রেডমিন ভিপিএন

সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে ভালো ৫টি ফ্রি ভিপিএনের তালিকা করলে রেডমিন ভিপিএনকে সে তালিকায় রাখতেই হবে। প্রযুক্তি সম্পর্কেত পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত একটি ভিপিএন। এই ভিপিএনের সবচেয়ে আকর্ষণীয় ফিচারের দ্রুতগতি। ভিপিএনটি প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট পর্যন্ত স্পিডে কাজ করতে পারে। 

এছাড়া এর রয়েছে আনলিমিটেড সার্ভিস দেওয়ার আরেকটি ফিচার। যার ফলে ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার জন্য এই ভিপিএন ব্যবহার করা খুবই সুবিধাজনক। রেডমিন ভিপিএন সম্পূর্ণ ফ্রি সেবা দিয়ে থাকে। এমনকি এর কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অপশনও নেই। আর এর কোনো ফিচারই পেমেন্টের মাধ্যমে আনলক করতে হয় না। 

https://radmin-vpn.en.softonic.com/

অ্যাটলাস ভিপিএন

এডিটরস রেটিং অনুযায়ী অ্যাটলাস ভিপিেনের অন্যতম একটি অন্যতম একটি ফ্রি ভিপিএন যার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়।নিরাপত্তার নিশ্চয়তা তো অনেক ভিপিএনই দেয়, কিন্তু অ্যাটলাস এই নিশ্চয়তার বিষয়টিকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। বিনামূল্যে ব্যবহার করার জন্যও এই ভিপিএনের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। ফ্রি ভার্সনের অ্যাটলাসের ক্ষেত্রে সবচেয়ে দারুণ ফিচারটি হলো ট্র্যাকার ব্লকার এবং ব্রিচ মনিটর।

কেউ যখন কোনো ওয়েবসাইট ভিজিট করে, তখন বেশিরভাগ ওয়েবসাইটগুলোই ব্যবহারকারীর ডাটা ট্র্যাক করে। আর এই ট্র্যাকার ব্লকার এমন একটি টুল যা টুল যা স্বয়ংক্রিয়ভাবে এই ট্র্যাকারগুলোকে ব্লক করে। যার ব্যবহারকারীর ডাটা থাকে সুরক্ষিত ও নিরাপদ। 

এই ভিপিএনটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও পাওয়া যায়। স্বল্প বাজেটেই নিয়ে যায় অ্যাটলাসের প্রিমিয়াম ভার্সনটি।এছাড়া অ্যাটলাসে ভিন্ন ভিন্ন টানেলিংয়ের সুবিধাসহ স্টিমিং সার্ভিস রয়েছে। এই ভিপিএন ব্যবহার করে নিটফ্লিক্সসহ আরও বিভিন্ন বিভিন্ন ভিডিও স্ট্রিম করা যায় খুব সহজেই। তাই জনপ্রিয়তক দিক দিয়েও অ্যাটরাস অন্যতম।

https://play.google.com/store/apps/details?id=com.atlasvpn.free.android.proxy.secure&hl=bn

টানেলবিয়ার ভিপিএন 

টানলবিয়ার ফ্রি ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন উভয় অপশনেই উভয় অপশনেই পাওয়া যায়।প্রায় সব ধরনের বড় বড় অপারেটিং সিস্টেম, যেমন - উইন্ডোজ, আইওএস, অ্যান্ড্রায়েড ও ম্যাক এর জন্য এটি প্রযোজ্য। বিনামূল্যে ব্যবহার করলেও একইসঙ্গে ৫টি কানেকশনের থাকা যায়।এর সহজ সরল স্ট্রাকচারের কারণে এটি ব্যবহার করা যায়।এর সহজ সরল স্ট্রাকচারের কারণ এটি ব্যবহার করাও  খুব সহজ। 

যদিও আমার মূলত সর্বোচ্চ নিরাপত্তা, স্পিড ও সার্ভিস পেতে চাইলে ফ্রি ভিপিএন এর ব্যবহারকে অনুৎসাহিত করে থাকি।তবে আপনি চাইলে উপরোক্ত তালিকার সেরা ৫টি ফ্রি ভিপিএন ব্যবহার করতে পারেন অনায়াসেই। আর আপনি যদি অনিয়মিত ভিপিএন ব্যবহারকারী হয়ে থাকেন,তবে বিনামূল্যে ভিপিএন ব্যবহার করাই আপনার জন্য লাভজনক 

https://play.google.com/store/apps/details/TunnelBear_VPN?id=com.tunnelbear.android&hl=bn

111

সেরা ১০ টি ভিপিএন সম্পর্কে জানতে সম্পন্ন পোস্টটি পড়ুন।  যারা ফ্রি ভিপিএন টিকে রেখেছি সেটা হচ্ছে 111 যারা ফ্রী ফায়ার খেলেন তারা অনেকেই এই ভিপিএনটির সঙ্গে পরিচিত। প্রথমে প্রায় সবাই এই বিপিএলটি ইউজ করত। এই ভিডিওটির একটা সমস্যা থাকার কারণে এটির জনপ্রিয়তা কমে গেছে। সেটি হচ্ছে এই ভিপিএনটি দিয়ে মাঝে মাঝে লুট করা যায় না।এটাই হচ্ছে এই ভিপিএন এর সমস্যা। তাই একে টপ ফাইভ এ দেওয়া হয়েছে। আপনি এটা দিয়ে অনেক সুন্দর গেমপ্লে করতে পারবেন।এটার পেইন্ট সব সময় ১০০ এর নিচেই থাকে। যদি আপনার নেটওয়ার্কের কোন সমস্যা না হয়।

VPN-BANGLADESH

Secure vpn

সেরা ১০ টি ভিপিএন সম্পর্কে জানতে সম্পন্ন পোস্টটি পড়ুন। secure ভিপিএন অনেক জোস একটা অ্যাপ।এটা দিয়ে অনেক সুন্দর হবে গেম গ্লে করতে পারবেন।এটাতে আপনার নেট পিস্ক অনেক সাধারণ। তবে এটা প্রায় ৩০০-৪০০ এর উপরে চলে যায়। তাই টপ চার এ রাখা হয়েছে। তাই টপ চার এ রাখা হয়েছে। এটাতে সাধারণভাবে খেলা যায়,কিন্তু মাঝে মাঝে আপনাকে এড দেখাবে। এখানে সাধারণত ৫ সেকেন্ডের এড আসে। আর বেশিরভাগ সময়ই ব্যানার অ্যাড আসে।ভিডিএড কানেক্ট এবং ডিসকানক্টেড করার সময় এড দেখতে পাবেন। 

https://play.google.com/store/apps/details?id=com.fast.free.unblock.secure.vpn&hl=en

sec booster 

সেরা ১০ টি ভিপিএন সম্পর্কে জানতে সম্পন্ন পোস্টটি পড়ুন।  এই ভিপিএনটি অনেক ভালো। আমি প্রায় সময় এই ভিপিএনটি দিয়ে গেম প্লে করি। আর এই ভিপিএনটি তে কোন প্রকারের অ্যাড নেই। এই ভিপিএনটির সার্ভার দুটি। একটি হচ্ছে বাংলাদেশ আর অন্যটি হচ্ছে ইন্ডিয়া। আপানারা সব সময় বাংলাদেশ দিয়ে খেলবেন।অনেক নেট পিংক অনেক সুন্দর। আপনি এটি দিয়ে সবচেয়ে ৭৫ থেকে ১০০ এর মধ্যে নেট পাবেন। আমি যখন খেলি তখন ৮০ থেকে ৮৫ এর মধ্যে থাকে। আর এই ভিপিএন দিয়ে সরাসরি গেম খেলা যায়। ভিপিএনটা কানেক্টেড হওয়ার পর ফ্রী ফায়ার লোগো এর উপর ক্লিক করলে সরাসরি গেমে ঢোকা যায়। 

https://play.google.com/store/apps/details?id=com.secbooster.app&hl=en

আমাদের মন্তব্য 

ভিপিএন ব্যবহার করে আমরা অনেক সাইডে ঢুকতে পারি যা অনেক সময় বাংলাদেশের নেটওয়ার্ক থেকে প্রবেশ করা যায় না বা অধিক সময় লাগে। আমাদের আজকের এই পোস্টে ভিপিএন এর কার্যকারিতা ও সেরা ১০ টি ভিপিএনের ডাউনলোড লিংক দেওয়া হলো। আমাদের প্রয়োজন মতো ডাইনলোড করে ব্যবহার করতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url