১০০০ টাকার মধ্যে সেরা ১২ টি বাটন মোবাইলফোন
আপনি যদি ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল কিনতে চান তাহলে সম্পন্ন পোস্টটি পড়ুন। দৈনন্দিন প্রয়োজনে অনেকেই বাটন মোবাইল এর দাম সম্পর্কে বিষয়টি জানতে চেয়ে থাকেন। যারা নিজের বাজেট অনুযায়ী সবচেয়ে কম বাটন মোবাইল ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য পোস্টটি দারুণ উপকারী হবে।
আধুনিক আন্ড্রয়েড স্মার্টফোনের এই যুগে এসেও অনেকে শুধুমাত্র কথা বলা ও ছোটখাটো প্রয়োজনে বাটন ফোন ক্রয় করে থাকে।এই পোস্টে আমার নোকিয়া,সিম্ফোনি, আইটেল সহ সবচেয়ে কম দামে ভালো বাটন ফোনগুলোর মডেল সম্পর্কে জানতে পারবেন।
সূচিপত্র
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোন ২০২৪
আপনার এই স্মার্টফোন এবং বাটন ফোন সম্পর্কিত তথ্য এতক্ষণ জানলেন এখন আপনি যেহেতু ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল কোনগুলি এ বিষয় সম্পর্কে জানতে এই পোস্টে এসেছেন তাই আপনার ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোন কোনগুলি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব -
- ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোন সম্পর্কিত তথ্য এতক্ষণ জানলেন এখন আপনি যেহেতু ১০০০ টাকায় ওয়ালটন সিরিজের বেশ কিছু ফোন পেতে পারেন তার মধ্যে কিছু জনপ্রিয় মডেল এর নাম বলার চেষ্টা করব। Walton vlovi (i29 ,L28,ML20, MM22, ML24, i53)ইত্যাদি।
- এছাড়া সেস্পনি সিরিজ এর মধ্যে বেশ কিছু মোবাইল রয়েছে symphony (B12+,BL97) ইত্যাদি।
- Itel it 2180 মডেলের মোবাইলটি ও ১০০০ টাকার মধ্যে পেয়ে যেতে পারেন।
- এছাড়াও Micromox X088+ এবং QMobile L105 এই মডেলের মোবাইল ও মাত্র ১০০০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।
কোন বাটন মোবাইল ভালো
তবে বর্তমান ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোন এর ওজন এত কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং মোবাইল ফোনের যে বিস্ময়মূলক পরিবর্তনগুলো ঘটেছে তা ধারণার বাহিরে। বর্তমান দুনিয়া দখল করছে স্মার্টফোন এর ব্যবহার এর কারণে।যদিও একসময় মানুষ বাটন ফোন ব্যবহার করত কিন্তু সেই হিসাবে যদি পরিসংখ্যান করা যায় তাহলে বাটন ফোনের তুলনায় বর্তমানে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ।
বাটন মোবাইল ফোন ব্যবহারের কারণ
যেহেতু বর্তমান সময়ে সবাই স্মার্টফোন ব্যবহার করে সেক্ষেত্রে বাটন মোবাইল ফোন ব্যবহারের পরিমাণ খুব অল্প বললেই চলে। কারণ স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার এবং ফেসবুক ইউটিউব সহ যাবতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তির সকল সুবিধাগুলো পাওয়া যায় কিন্তু বাটন ফোনে এত সুবিধা পাওয়া যায় না তাই সবাই স্মার্টফোন ব্যবহারের দিক ঝুঁকে পড়েছে। যদিও একসময় বাটন মোবাইল ফোন ব্যবহার করে মানুষ যোগাযোগ করত এবং অডিও ভিডিও কনটেন্টগুলো উপভোগ করা যেত।
তবে যে এখন মানুষ বাটন ফোন ব্যবহার করে না একথা ভুল।মানুষই স্মার্টফোন ব্যবহার করে পাশাপাশি বাটন ফোনও ব্যবহার করে থাকে কারণ স্মার্টফোন নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব নয় এবং ঝুঁকিপূর্ণ কাজগুলোতে স্মার্টফোন নিয়ে তেমন কেউ যায় না। এছাড়া স্মার্টফোন ছিনতাই এর ভয় থাকে সবাই বাটন ফোন নিয়ে বাহিরে যাতায়াত করে। কারণ বর্তমান বাজারে স্মার্টফোন এর দাম প্রচুর তবে কোম্পানি ভেদে এর দাম খুব সামান্য ও রয়েছে।
স্মার্টফোনের যুগে বাটন মোবাইল ফোন এর ব্যাপ্তি কেমন
বর্তমান স্মার্টফোনের দুনিয়ায় বা স্মার্টফোনের যুগে বাটন মোবাইলের ব্যাপ্তি কমে এসেছে। আগে যেমন প্রথমে বাটন ফোন বাজারে আসে তখন মানুষ এটি গণহারে কেনা শুরু করে নিজেদের সাধ্য অনুযায়ী। কিন্তু স্মার্টফোন আসার পরে বাটন ফোনের বাজার খেয়ে নিয়েছে। একসময় বাটন ফোনে রাজত্ব করত নোকিয়া কোম্পানি। কিন্তু এন্ড্রয়েড যেদিন থেকে মার্কেটে নেমেছে তারপর থেকে আস্তে আস্তে বাটন ফোন এর পরিসর কমে এসেছে।
বর্তমানে বাজারের বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল এর দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্যই এই পোস্টটি সুন্দর মত সাজিয়েছি।বর্তমানে বাংলাদেশের মার্কেটে সেরা কিছু বাটন ফোন রয়েছে, এই ফোনগুলো আপনার দীর্ঘদিন অনেক স্বাচ্ছন্দের সহিত ব্যবহার করতে পারবেন।বাটন মোবাইল ফোন আবিষ্কারের ইতিহাস
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল আজকের আলোচনার বিষয়। ইন্জিনিয়ার মার্টন কুপার যার বসতি ছিল আমেরিকার নিউইয়র্ক শহরে। তিনি সর্বপ্রথম ১৯৭৩ সালে মোবাইল ফোন তৈরি করেন। তার স্বপ্ন ছিল এমন একদিন আসবে যে সময় মানুষ এটি ব্যবহার করার মাধ্যমে দূর দূরান্তে ঘরে বসে যোগাযোগ করতে পারবে। এই ফোনটি হাতের মুঠোয় নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হবে।
আমরা সবাই জানি মানুষ দিন দিন আবিষ্কার করতে করতে প্রযুক্তির মাত্রাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যা একসময় মানুষ কল্পনাও করতে পারেনি। তবে মোবাইল ফোন আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবন এর মাত্রা ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। যা সহজভাবে জীবন চালনা করার জন্য মানুষের জীবনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই মোবাইল ফোন। প্রথম আবিষ্কৃত মোবাইল ফোন হয়তো তখন সহজলভ্য ছিল না কিন্তু বর্তমানে মোবাইল সহজলভ্য একটি প্রযুক্তি।
১০০০ টাকার মধ্যে বাটন মাবাইল ফোন ওয়ালটনের
বাংলাদেশের ইলেকট্রনিকস বাজারে ওয়ালটন ব্যান্ডেরর বড় একটা বাজার রয়েছে। ওয়ালটন ইলেকট্রনিকস এর বাটন /ফিচার ফোনের ব্যাপক চলন রয়েছে। বাটন ফোনের ব্যবহার কমে যাওয়ায় ১০০০ টাকার মধ্যে হাতে গুনা কিছু মডেল বাজারে পাওয়া যায়।ওয়ালটন কোম্পানি এখনো বাজারে বাটন মোবাইলগুলোর নতুন মডেল লঞ্চ করেছে। বাজারে থাকা ওয়ালটন বাটন /ফিচার ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হলো-
- Walton olvio i29 মোবাইলটির দাম ৮৫০
- Walton olvio L28 মোবাইলটির দাম ৮৯৯
- Walton olvio ml20 মোবাইলটির দাম ৯২০
- Walton olvio i53 মোবাইলটির দাম ৮০০
- Walton olvio ml24 মোবাইলটির দাম ৯৪০
- Walton olvio mm22 মোবাইলটির দাম ৯৫০
১০০০ টাকার মধ্যে সিম্ফোনি বাটন মোবাইল ফোন
দেশের বাজারে লোকাল মোবাইল ব্যান্ডের মধ্যে সিম্ফোনি মানুষের আস্থার প্রতিক। সিম্ফোনি ব্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন কম বাজেটে বাজারে বিক্রি হয়ে থাকে। স্বল্প আয়ের মানুষের প্রথম পছন্দ সিম্ফোনি মোবাইল। বাজারে থাকা সিম্ফনি ব্যান্ডের ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হলো-
- symphony B12+ মোবাইলটির দাম ৮২০
- Symphony BL97 মোবাইল দাম ৯০০
১০০০ টাকার আইটেল বাটন ফোন
দেশের বাজারে কম দামে আইটেল ব্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায়। বাটন ফোনের ব্যবহার কমে যাওয়ায় ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোন হাতে গুনা আইটেল ব্যান্ডের একটি মডেল বাজারে পাওয়া যায়। বাজারে থাকা আইটেল বাটন ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হলো-
- itel it180 মোবাইলটির দাম ৮৮০
১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল
দেশের বাজারে কম দামে ম্যাক্সিমাস ব্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায়। বাটন ফোনের ব্যবহার কমে যাওয়ায় ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোন হাতেগুনা ম্যাক্সিমাস ব্যান্ডের কিছু মডেল বাজারে পাওয়া যায়। বাজারে থাকা ম্যাক্সিমাস বাটন ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হলো-
- miximus M5 mobile মোবাইলটির দাম হচ্ছে ১০৩০
১০০০ টাকার মধ্যে মাইক্রোম্যাক্স বাটন ফোন
দেশের বাজারে বর্তমান মাইক্রোম্যাক্স ব্যান্ডের ১০০০ টাকার ভিতরে একটি মডেল পাওয়া যায়। বাজারে থাকা মাইক্রোম্যাক্স বাটন ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হলো-
- মাইক্রোম্যাক্স micormax X088+ মোবাইলটির দাম ৮৩৫
সবচেয়ে কম দামে বাটন ফোন কোনটি
বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে বাটন মোবাইল ফোন সম্পর্কে অনেক জানতে চান। আজকের এই পোস্ট থেকে বাংলাদেশের সবচেয়ে কম দামে বাটন ফোন এর মডেল এবং দাম জানতে পারবেন। সবচেয়ে কম দামে বাটন মোবাইলটি হচ্ছে কিউ মোবাইল ব্যান্ডের Qmoblie L105 এবং মোবাইলটির দাম হচ্ছে ৬৪৯ টাকা। মাত্র ৬৪৯ টাকায় আপনি একটি বাটন মোবাইল ফোন পেয়ে যাবেন। যেকোনো মোবাইল ফোনের দোকানে আপনি Qmoblie L105 মডেলের মোবাইল ফোনটি পেয়ে যাবেন।
পাতলা বাটন মোবাইল
বাটন মোবাইলগুলো যত পাতলা হয় তত ব্যবহার করে মজা পাওয়া যায়। ফোন পাতলা হলে সেটি হাতে রাখতে যেমন সুবিধা হয়, তেমনি সেটা বহন করাও অত্যন্ত সহজ। একারণে অনেকেই বাটন মোবাইল ফোন একটু পাতলা দেখে ক্রয় করার কথা চিন্তা -ভাবনা করে থাকেন। চলুন বাঙলাদেশের জনপ্রিয় কিছু পাতলা মোবাইল এর দাম মডেল সহ জেনে নিই।
- vega v22 ভেগা ব্রান্ডের এই মডেলটির দাম ৯৫০ টাকা
- BD72 RM22 নামক পাতলা বাটন ফোনটির বর্তমান বাজার মূল্য মাত্র ৯৭০ টাকা
- Walton olvio L30 এই ফোনটির দাম মাত্র ১০৫০ টাকা
- Icon i72 rock অত্যন্ত পাতলা এই বাটন ফোনটি আপনি ১০৯০ টাকায় পেয়ে যাবেন।
আমদের মন্তব্য :
বর্তমান সময়ে বেশির ভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার কিন্তু তাদের মধ্যে অনেকে স্মার্টফোনের পাশাপাশি বাটন ফোনও ব্যবহার করে আবার কেউ শুধু বাটন মোবাইল ফোন ব্যবহার করে।যারা ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ফোন কিনতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। আশা করি আপনার এই পোস্ট কাজে আসবে। আমাদের পোস্টে উল্লেখিত বিষয় ছাড়া কোন প্রশ্ন থাকলে মন্তব্য করে জানাতে পারেন। আমি আপনাদের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url