আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪- আশ্বিন মাসের ক্যালেন্ডার ১৪৩১
Highlightsblog
আশ্বিন মাসের ক্যালেন্ডার ১৪৩১ সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য । আজকের আর্টিকেলে আপনি আশ্বন মাসের কোন দিনগুলো রযেছে এবং কোন দিনে কী কী উৎসব পালিত হয় তা জানতে পারবেন। এই পোস্টে আশ্বিন মাসের বাংলা
ক্যালেন্ডার ২০২৪ পাবেন।
আশ্বিন মাস ১৪৩১ শুরু হয়ে থাকে ১৬ সেপ্টেম্বর থেকে। আশ্বিন মাস ২০২৪ শুরু হবে সোমবার দিয়ে। আশ্বিন মাসের ক্যালেন্ডার ১৪৩১ শেষ
হবে অক্টোবর এর ১৬ তারিখ। আশ্বিন মাসের ক্যালেন্ডার শেষ হবে বুধবার ।
সূচিপত্র
আশ্বিন মাসের ক্যালেন্ডার ১৪৩১ - Ashwin Month in English
আশ্বিন মাসে যেহেতু দূর্গা পূজা হয়ে থাকে তাই এই মাসটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ
হিন্দু সম্প্রদায়ের কাছে। পূজার মাস যেহেতু তাই সবাই আগ্রহে থাকে কখন ছুটি হবে।
এজন্য সবাই বারবার বাংলা ক্যালেন্ডার দেখতে চায়। আশ্বিন মাস ইংরেজি মাসের
সেপ্টেম্বর - অক্টোবর মিলিয়ে হয়ে থাকে। পূজার আনন্দ বড় ছোট সবাই ভাগাভাগি করে
নেয়। তাই দেখা যায় বছরের শুরুতে সবাই দূর্গা পূজার ছুটি কবে শুরু থেকে শুরু হয় তক
দেখে রাখে।
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২
২৮
২৯
৩০
৩১
আর পূজা যেহেতু আশ্বিন মাস এ হয়ে থাকে তাই আশ্বিন মাস এর ক্যালেন্ডার ২০২৪ সবাই
খুজতে থাকে। ইংরেজি মাসের ক্যালেন্ডারের মত বাংলা ক্যালেন্ডার এত বেশি সহজলভ্য নয়
এবং বাংলা মাস দৈনন্দিন কাজে বেশি ব্যবহৃত হয়না দেখে অনেকে বাংলা ক্যালেন্ডারের
খোঁজ ঠিকমতো রাখতে পারে না। হুট করে আপনার হয়তো আশ্বিন মাসের কত তারিখ আজকে ২০২৪
তা জানা প্রয়োজন। আশ্বিন মাসের কত তারিখ আজকে ১৪৩১ তা জানতে আমাদের সাথে
থাকুন।
আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ এ উৎসবসমূহ - Ashwin Month 2022
আশ্বিন মাস বাংলা ক্যালেন্ডারের ষষ্ঠ তম মাস। এর মাস উৎসবের মুখর মাস। এ মাস
রয়েছে যেসব উৎসব তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশ্বিন মাসে বেশি কিছু দিবস রয়েছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস আশ্বিন মাসে রয়েছে। যেমন-
তারিখ
দিবস
১ আশ্বিন ১৪৩১
বিশ্ব ওজোন দিবস
২ আশ্বিন ১৪৩১
মহান শিক্ষক দিবস
৩ আশ্বিন ১৪৩১
বিশ্ব নৌ দিবস
৭ আশ্বিন ১৪৩১
বিশ্ব কারা মুক্তি দিবস
৮ আশ্বিন ১৪৩১
প্রীতালতা দিবস
৯ আশ্বিন ১৪৩১
মীনা দিবস
১২ আশ্বিন ১৪৩১
বিশ্ব পর্যটক দিবস
১৩ আশ্বিন ১৪৩১
বিশ্ব জলাতঙ্ক দিবস
১৪ আশ্বিন ১৪৩১
বিশ্ব বধির দিবস
১৫ আশ্বিন ১৪৩১
বিশ্ব হৃদয় দিবস
১৬ আশ্বিন ১৪৩১
১৬ আশ্বিন ১৪৩১
বিশ্ব নিরামিষ দিবস
১৭ আশ্বিন ১৪৩১
পথ শিশু দিবস
১৯ আশ্বিন ১৪৩১
বিশ্ব হাসি দিবস
২০ আশ্বিন ১৪৩১
বিশ্ব শিক্ষক দিবস
২২ আশ্বিন ১৪৩১
বিশ্ব স্থাপত্য দিবস
২৪ আশ্বিন ১৪৩১
বিশ্ব ডাক দিবস
২৫ আশ্বিন ১৪৩১
বিশ্ব মানসিক দিবস
২৮ আশ্বিন ১৪৩১
বিশ্ব দুর্যোগ দিবস
২৯ আশ্বিন ১৪৩১
বিশ্ব ডিম দিবস
৩০ আশ্বিন ১৪৩১
বিশ্ব সাদাছড়ি দিবস
৩০ আশ্বিন ১৪৩১
বিশ্ব ছাত্র দিবস
৩০ আশ্বিন ১৪৩১
বিশ্ব হাত ধোয়া দিবস
৩১ আশ্বিন ১৪৩১
বিশ্ব খাদ্য দিবস
আশ্বিন মাসে যেসব গুরুত্বপূর্ণ দিবস সমূহ রযেছে তা নিয়ে আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি। এর পরের অংশে আমরা আশ্বিন মাসের বিয়ের তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আশ্বিন মাসের বিয়ের তারিখ ১৪৩১
আশ্বিন মাসের বিয়ের তারিখ ১৪৩১ সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে এই পোস্টটি
আপনার জন্য লেখা হয়েছে। আমাদের অনেকের প্রশ্ন থাকে বিশেষ করে হিন্দু ধর্মের
লোকদের আরও বেশি জানতে চায় যে আশ্বিন মাসে বিয়ের তারিখ কোনটা ভালো হবে। সেই সাথে
তারা নগ্নও জানতে চাই। আপনি যদি আশ্বিন মাসের বিয়ের তারিখ ১৪৩১ সম্পর্কে জানতে
চান তাহলে পোস্ট থেকে জেনে নিন।
আশ্বিন মাসে বিবাহের সবচেয়ে ভালো তিনটি সময় রয়েছে এবং সেইসাথে খুব ভালো লগ্ন
রয়েছে। তাছাড়াও আমরা এখানে নির্দিষ্ট সময় সম্পর্কেও জানবো,
বাংলা তারিখ
ইংরেজি তারিখ
সময়
লগ্ন
১২ আশ্বিন ১৪৩১
২৯ সেপ্টেম্বর ২০২৪
রাত ৮টা - ১ টা এবং রাত ২.২০ভোর ৫.৩৫ পর্যন্ত
বৃষ,মিথুন এবং কর্কট আবার সিংহ এবং কন্যা
১৬ আশ্বিন ১৪৩১
৩ অক্টোবর
রাত ৭.৪০ - ১১.৪৫ পর্যন্ত এবং রাত ১২.৫০-৪.৪২ পর্যন্ত
বৃষ,মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা
২০ আশ্বিন ১৪৩১
৭ সেপ্টেম্বর
রাত ৭.২৫ - ৯.৫৫ পর্যন্ত এবং রাত ১১.২০-১২ টা
বৃষ,মিথুন এবং কর্ক
আশ্বিন মাসের বিয়ের তারিখ সম্পর্কে উপরে উল্লেখ করা হয়েছে। আশ্বিন মাসে বিবাহের সবচেয়ে ভালো তিনটি সময় রয়েছে এবং সেইসাথে খুব ভালো লগ্ন রয়েছে।এর পরের অংশে আমরা আশ্বিন মাসের ছুটির তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আশ্বিন মাসের ছুটির তালিকা ১৪৩১
বাংলা আশ্বিন মাসের ছুটির তালিকা ১৪৩১ আপনি যদি জানতে ইচ্ছুক হন তাহলে এই পোস্ট
আপনার জন্য। আমরা ছাত্র বা চাকরিজীবী হয় না কেন আমাদের সবার এক দিকই নজর থাকে
সেটা হলো ছুটির দিন। তাহলে আসুন আপনিও ২০২৪ সালের বাংলা আশ্বিন মাসের ছুটির
তালিকা দেখে নিন।
১ লা আশ্বিন ১৪৩১ - ঈদে মিলাদুন্নবী যাকে ধরা হয় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা)
এর জন্মদিন। এই দিনের উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়।
২৮ শে অশ্বিনী ১৪৩১ - বিজয় দশমী যা দুর্গাপুজোর শেষ দিন।
আশ্বিন মাসের ছুটির তালিকা উপরে দেওয়া হয়েছে। আপনার উপরের তালিকা থেকে অশ্বিন মাসের কোন কোন দিন ছুটি রয়েছে তা জানতে পারব। আশ্বিন মাসে মুসলমানদের একটি ধর্মীয় উৎসব ঈদে মিলাদুন্নবী (সা) ও হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা রয়েছে।
আশ্বিন মাসের আবহাওয়া
আশ্বিন মাসের আবহাওয়া অত্যন্ত মনোরম পরিবেশের হয়ে থাকে। আশ্বিন এবং ভাদ্র মাস
নিয়ে থাকে শরৎকাল। আর এই শরৎকালকে বলা হয় ঋতুর রানী। কেননা এই সময় প্রকৃতির মনোরম
দৃশ্য দেখা যায়। এসময় চারদিকে সৌন্দর্যে ভরে যায়। কেননা এই শরৎকাল হচ্ছে প্রকৃতির
রানী। এখন আপনি যদি না জানেন কি কি সৌন্দর্যতায় প্রকৃতি ভরে যায় তাহলে আমাদের
পোস্ট থেকে জেনে নিতে পারেন। তাহলে আসুন বিস্তারিতভাবে আশ্বিন মাসের আবহাওয়া জেনে
নিন।
এই শরৎকাল এমন একটি ঋতু যে প্রত্যেক ঋতুর ছোয়া এই ঋতুর ছোয়া এই ঋতুতে রয়েছে।
কেননা এই সময় বর্ষাকালে বৃষ্টি, গ্রীষ্মকালের রোদ, শীতকালের শীত এবং বসন্তের মতো
চারদিকে বিভিন্ন ফুলে ভরে যায় তার মধ্যে অন্যতম হলো কাশফুল। যা অত্যন্ত একটি
সুন্দর এবং মানুষের কাছে জনপ্রিয় ফুল। শরৎকালের দ্বিতীয় মাস আশ্বিন মাস এই সময়
কোনদিন প্রচুর এবং কোনদিন হালকা রোদ দেখা যায়।
আবার এই আশ্বিন মাসে শীতের হালকা কুয়াশা দেখতে পাওয়া যায়। আবার এই সময় বর্ষাকালের
মত কিছুদিন বৃষ্টিও হয়ে থাকে। তারপর শরৎকালে বা আশ্বিন মাসের সবচেয়ে জনপ্রিয় যেই
জিনিস হল কাশফুল। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই কাশফুল অনেক পছন্দ করে থাকে।
এই ফুল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে।
তাছাড়াও এই সময় গ্রামের মানুষেরা হেমন্তের ধান এর বীজ গোপন করে থাকে। এই সব দেখে
বলা যায় আশ্বিন মাস বা শরৎকাল সকল ঋতুর রানী। এই সময়ে আবহাওয়া কিছ সময়
নাতিশীতোষ্ণ এবং কিছু সময় প্রচুর গরম দেখা যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে
শরৎকাল বা আশ্বিন মাসের আবহাওয়া কেমন হয়ে থাকে।
আশ্বিন মাসের যেসব ফল পাওয়া যায়
আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ থেকে দেখা যায় আশ্বিন মাসে বাংলায় কিছু মৌসুমী ফল পাওয়া যায়। যা শরৎ ঋতুর আবহাওয়ার সঙ্গে মাননসই। এই সময় প্রচুর ফলের সরবরাহ থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী এবং উৎসবের সময়ে মানুষের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশ্বিন মাসে পাওয়া যায় এমন কিছু ফল-
আমড়া : এই সময় প্রচুর আমড়া পাওয়া যায়। এটি টক - মিষ্টি একটি ফল, যা ভিটামিন-সি এ ভরপুর।
কুল বা বরই : কুল ফলটি আশ্বিন মাসে পাওয়া যায় এবং এর টক - মিষ্টি স্বাদ সবার প্রিয়।
আতা / শরিফা : এই সময় আতা পাওয়া যায়। এটি মিষ্টি ও রসালো স্বাদের এটি ফল।
নারকেল : আশ্বিন মাসে নারকেলের মৌসুম থাকে। এটি বিভিন্ন মিষ্টান্ন ও পূজা - পার্বণে ব্যবহার করা হয়।
লেবু : আশ্বিন মাসে বিভিন্ন ধরনের লেবু পাওয়া যায়, যা শরতের তাপমাত্রা সামলাতে শরবত হিসাবে জনপ্রিয়।
বাতাবি লেবু : এটি বড় আকারের এবং সাধারণত মিষ্টি স্বাদের একটি ফল,যা এই সময় প্রচুর পরিমাণ পাওয়া যায়।
আশ্বিন মাসের ফলগুলো শরীরকে ঠান্ডা রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং উৎসবের সময়ে খাদ্য তালিকায় বিশেষ স্থান করে নেয়। বিভিন্ন পূজা -পার্বণে এই ফলগুলো ভোগ এবং প্রসাদ হিসাবে ব্যবহৃত হয়, যা ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ।
আশ্বিন মাসে যেসব সবজি পাওয়া যায়
আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ থেকে দেখা যায় আশ্বিন মাসে বাংলায় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, যা এই সময়ের আবহাওয়ার সঙ্গে মানানসই এবং পুষ্টিগুণে ভরপুর। এই সবজিগুলো শরতের শীতল ও শষ্ক আবহাওয়ায় ভালোভাবে বেড়ে ওঠে এবং বাঙালির খাদ্যতালিকায় বিশেষ স্থান দখল করে। আশ্বিন মাসে পাওয়া যায় এমন কিছু সবজির নাম
লাই : লাউ আশ্বিন মাসে প্রচুর পাওয়া যায়। এটি হালকা সবজি হিসাবে পরিচিত এবং শরীরকে ঠান্ডা রাখে।
পটল : পটল এই সময়ে ব্যাপকভাবে পাওয়া যায়। এটি ভাজি, ভর্তা কিংবা ঝোল ব্যবহার করা হয়।
ঝিঙে : আশ্বিন মাসে ঝিঙে পাওয়া যায়, যা বিভিন্ন তারকারি এবং ভাজিতে ব্যবহার হয়।
শীম : নতুন মৌসুমের শীম আসতে শুরু করে আশ্বিন মাসে। এটি তরকারি এবং ভাজি হিসেবে জনপ্রিয়।
করলা : করলা শরতের শুরতে খুব সহজেই পাওয়া যায়। এটি তরকারি এবং ভাজি হিসেবে জনপ্রিয়।
কুমড়া : আশ্বিন মাসে কুমড়া বা মিষ্টি কুমড়া পাওয়া যায়। এটি পুষ্টিকর এবং ভাজি, তরকারি এবং মিষ্টন্ন তৈরিতে ব্যবহার হয়।
আশ্বিন মাসের সবজিগুলো স্বাদে ও পুষ্টিতে ভরপুর এবং এ সময়ের উৎসব ও পার্বণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এগুলো বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয় এবং স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচিত হয়। এই সবজিগুলো প্রাপ্যতা এবং স্বাদ আশ্বিন মাসের রান্নাঘরকে সমৃদ্ধ করে।
আশ্বিন মাসের বিখ্যাত খাবার
আশ্বিন মাসের বিখ্যাত খাবার আপনি যদি জানতে চান তাহলে এই পর্যায়ে জানতে পারবেন।
কেননা আমরা এই মাসের সৌন্দর্য নিয়ে কথা বললাম কিন্তু আমাদের এই মাসের বিখ্যাত এবং
সুস্বাদু খাবার নিয়েও কথা বলা উচিত। যাতে আপনার জানতে পারেন এই মাসে কিরকম
সুস্বাদু এবং জনপ্রিয় খাবার পাওয়া যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই মাসের খাবার
সম্পর্কে।
পুইডাল : আশ্বিন মাসের খাবারের মধ্যে জনপ্রিয় খাবার হলো পুঁই ডাল। এই পুই ডাল
অনেক বেশি সুস্বাদু এবং উপকারী হয়ে থাকে আমাদের জন্য। এই খাবার তৈরি করা হয় পুই
শাক এবং ডাল দিয়ে। এই আশ্বিন মাসে পাওয়া যায় পুই শাক সেই শাক রান্না করা হয় অতি
সুস্বাদু একটি খাবার যার নাম পুইডাল।
লাউ চিংড়ি : আশ্বিন মাসের আরকটি খাবার পাওয়া যায় তার নাম হলো লাউ চিংড়ি। এই লাউ
চিংড়ি খাবারটা অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার। এই লাউ চিংড়ি রান্না করা
হয় লাউ এবং চিংড়ি মাছ দিয়ে। আশ্বিন মাসে পাওয়া যায় কচি লাউ সেই লাউ দিয়েই করা হয়
চিংড়ি মাছের সাথে লাউয়ের তারকারি যার নাম লাউ চিংড়ি।
কুমড়াের ছক্কা : আশ্বিন মাসের সবচেয় পরে একটি হল কুমড়োর
ছক্কা। এই কুমড়োর ছক্কা রান্না করা হয় মিষ্টি কুমড়া দিয়ে। যাকে বিভিন্ন জায়গায় বা
গ্রামে বিলাতি নামে ডাকা হয়। এই মিষ্টি কুমড়া এবং কাচা মরিচ দিয়ে রান্না করা হয়
সুস্বাদু খাবার যার নাম কুমড়ার ছক্কা।
বিভিন্ন ধরনের শাকসবজি : এই আশ্বিন মাসে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। তার
মধ্যে জনপ্রিয় এবং সুস্বাদু শাকসবজি হলো পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি এবং
বিট। তাছাড়া এই সময় বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। আঙ্গুর, বরই এবং
ব্ল্যাকবেরি ইত্যাদি আরো অনেক ধরনের ফল পাওয়া যায়।
আশ্বিন মাসের কত তারিখ আজকে ১৪৩১
বাংলা ক্যালেন্ডার হলো বাংলা পঞ্জিকা যা সৌর মন্ডলের উপর নির্ভর করে তৈরি করা
হয়েছে। বাংলা ক্যালেন্ডার ৩৬৫ দিনের যা ১২ মাস নিয়ে গঠিত। এর মধ্যে আশ্বিন মাস
হলো ষষ্ঠ মাস। আর আশ্বিন মাসকে পূজার মাসো বলা হয়। এসময় পূজা উপলক্ষ্যে
প্রতিষ্ঠান একটি লম্বা ছুটি পেয়ে থাকেন। এজন্য শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা
সৃষ্টি হয়। তারা আগে থেকে ঠিক করে কি করবর পূজার ছুটিতে। তাই তারন বারবার
ক্যালেন্ডকর দেখার প্রয়োজনীয়তা অনুভব করে। তাই তারা বার বার তাদের পরিবারের বড়
মানুষদের কাছে জিজ্ঞেস করে পূজার ছুটি কবে হবে।
আশ্বিন মাসের নামকরণ করা হয় আশ্বিন নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। তবে আবার
আশ্বিন মাস্কে মল মাস বলা হচ্ছে। মল মাম সাধারণত সেসব মাসকে বলা হয় যেগুলোতে একই
মাসে দুই বার অমাবস্যা তিথি পড়ে। আশ্বিন মাস ৩১ দিনের মাস। হিন্দু ধর্মাবলীদেন
মতে যেসব মাসে দুইবার অমাবস্যা তিথি পড়ে অর্থাৎ যেসব মল মাস শভ কাজ করতে হয়
না।
তাই এবার যেহেতু পূজার মাস মানর আশ্বিন মাস যেহেতু মলা মাস তাই আশ্বিন মাস শেষ
হওয়ার পর দুর্গার বোধন করা হবে। তবে এই ব্যাপারটি নতুন নয়। পঞ্জিকাতে প্রায়ই এমন
হয়ে থাকে। আর তখন মল মাস শেষ হওয়ার আর শুভ কাজটি করা হয়। আশা করি সবাই
পূজোতে অনেক মজা করবেন। আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ ও আশ্বিন মাসের আজকের
তারিখ জানতে আমাদের পোস্টটি পড়ুন।
লেখকের মন্তব্য
আমরা এই আ্টিকেলে আলোচনা করেছি যে আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে।
তাছাড়া আমরা এখনে আশ্বিন মাসের বিখ্যাত দিবস, আশ্বিন মাসের বিয়ে দিন, আবহাওয়া এবং
আশ্বিন মাসের খাবারের নাম সম্পর্ক। আশ্বিন মাসে মুসলমানদের একটি ধর্মীয় উৎসব ঈদে মিলাদুন্নবী (সা) ও হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা রয়েছে। এই মাসের বিস্তারিত তথ্য আমরা বিশদভাবে উপরে আলোচনা করেছি। আমাদের আলোচনা ছাড়া কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদের মন্তব্য করতে হবে। আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url