দাঁতের রুট ক্যানেল করার খরচ এবং ৭টি অজানা তথ্য।
সূচিপত্র : রুট ক্যালেন নিয়ে বিস্তারিত
রুট ক্যানেল চিকিৎসায় খরচ
রুট ক্যানেল চিকিৎসায় খরচ নির্ভর করে কোন দাঁত আক্রান্ত হয়েছে, কতটুকু আক্রান্ত হয়েছে তার ওপর। চিকিৎসার জটিলতার উপর নির্ভর করে কেমন হবে।ডেন্টিস্ট আক্রান্ত দাঁত পরিক্ষা করে, এক্স করে ফলাফল বিশ্লেষণ করে আক্রান্ত দাঁত এর অবস্থা বিবেচনা করে খরচ সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকেন।
রুট ক্যানেল/ Root canal কি?
অনেক সময় বিভিন্ন কারণে আমাদের দাঁতের মাঝে গর্ত বা ক্ষয় দেখা দেয়। অনেক সময় সেই গর্ত দাঁতের অনেক ভেতর পর্যন্ত বিস্তার হয়ে দাঁতের অ্যানামেল, ডেন্টিনকে ভেদ করে দাঁতে প্রচন্ড শিরশির করে কিংবা দাঁতে অসহনীয় ব্যথা অনুভব শুরু হয়। এমনকি ব্যথা মাথায়, চোখে, কানেও ছড়িয়ে পড়তে পারে।এমতাবস্থায় রোগিকে চিকিৎসা প্রদান করা হয়, সেটাকে রুট ক্যানেল বলে।
আমাদের দাঁত যে মাড়ির সাথে লেগে থাকে সেই মাড়ির একটি ক্যানেল থাকে তার প্রদাহ বা সমস্যার সমাধান করাকে বিশেষ করে রুট ক্যানেল বলে থাকে। এই রুট ক্যানেল হলো দাঁতের ভিতর মজ্জা সংক্রমণ হলে তা থেকে মুক্ত করা। অর্থাৎ সংক্রমিত দাঁতকে সংক্রমণ মুক্ত করে ভবিষ্যতে যাতে করে দূষিত জীবানু সংক্রমণ না করে তার চিকিৎসা দেওয়া।
রুট ক্যানেল চিকিৎসা প্রক্রিয়া
রুট ক্যানেল ট্রিটমেন্ট এ দাঁতের ভেতরের আক্রান্ত মজ্জাকে পরিবর্তন করে ফেলা হয়। যার কারণে ব্যথা সম্পূর্ণ ভাবে চলে যায়। এই রুট ক্যানেল ট্রিটমেন্ট ও ব্যথা লাগে না।এটা বহুল প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে আক্রান্ত মজ্জাকে অপসারণ করে ফেলার পর দাঁতের ভেতরের ফাঁকা অংশ কৃত্রিম ভাবে ভরাট/ফিলিং করে দেয়া হয়।অনেকে স্থানীত্বের জন্য রুট ক্যানেল করা দাঁতের উপরে কৃত্রিম ক্যাপ পরিয়ে নেন।যা দাঁতের ক্যাপ হিসাবে পরিচিত।
দাঁতের রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতি
দাঁতের সংক্রমণ জনিত সমস্যা থেকে বাঁচার জন্যে দন্তের পরবর্তীতে কোন জীবাণু যেন আক্রমণ না করে সেই জন্যে দাঁতের রুট ক্যানেল চিকিৎসা দিয়ে থাকেন। এই ক্ষেত্তে রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় তাও একটি বিষয়। আমরা রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় সেই বিষয়ে পরে কথা বলব কিন্তু রুট ক্যানেলের চিকিৎসা সম্পর্কে একটু জেনে আসি।
- দাঁতের রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতি হলো হলো দাঁতের ক্যানেলের চিকিৎসায় দাঁতের সার্বিক পরিস্থতির উপর নির্ভর করে এই রুট ক্যানেলে চিকিৎসা দিতে হয়। সেক্ষেত্রে একজন দন্ত রুগী দন্ত চিকিৎসকের কাছে অনেকবার যাওয়ার প্রয়োজন পড়ত।
- কিন্তু বর্তমান পরিস্থিতিতে একবার গেলেও ভাল রুট ক্যানেল চিকিৎসা পেয়ে থাকেন।তার কারন স্বরূপ বলা যায় বর্তমানে আধুনিক চিকিৎসার যন্ত্রপাতির ব্যবহারের আশীবাদ।
- রুট ক্যানেল করার আগে এনাস্থেসিয়া দিয়ে সেই জায়গাকে অবস করার পর দাঁতের চারিপাশ ভালো করে পরিষ্কার করে নিতে হয় এবং দাঁতটি তখন স্থবির হয়ে যায়।
- এক্ষেত্রে যেত দাঁতের সমস্যা তৈরি হয়েছে তার পাশের দাঁতগুলোও ভাল করে দেখে নিতে হয়। কারণ পাশের দাঁতগুলোর মধ্যে যেন সংক্রমণ হয়েছে কিনা তা দেখার বিষয়। না হলে পরবর্তীতে এফেক্ট আনতে পারে।
দাঁতের রুট ক্যানেল কেন করবেন
দাঁতের প্রদান জনিত সমস্যার কারণে রুট ক্যানেল করতে হয় বা করা প্রয়োজন পড়ে।কারণ অনেকের মনে প্রশ্ন জাগে রুট ক্যানেল কেন করবেন বা রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় এই সমস্যার কারণে বা এমন সন্দেহের বসে ও অনেকে দাঁতের ক্যানেল করে না। কিন্তু রুট ক্যানেল না করলে অনেক প্রকার সমস্যা দেখা দিতে পারে। যেমন-
- দাঁতে শিরশির ভাব দেখা দেবে ঠান্ডা বা গরম ভাব অনুভূত হলেই
- দাঁতে তীব্র ব্যথা অনুভব হতে পারে রুট ক্যানেল নন করলে
- মাড়ি ফোলে গিয়ে ব্যথার সৃষ্টি করে
- মাড়ির গভীর ক্ষয় হতে পারে
- মাড়ি কালো হয়ে যাওয়ার সম্ভবনন থাকে
- দাঁতে আঘাত প্রাপ্ত হয়ে ভেঙে যাওয়ার সম্ভবনা রয়েছে
উপরোক্ত সমস্যার কারণে রুট ক্যানেল করতে হয় বা করার প্রয়োজন পড়ে। তাছাড়া এই সমস্যাগুলোর মধ্যে আগেই যদি ভুগে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রুট ক্যানেল করতে হবে। তাছাড়া আপনার দাঁতের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে।
দাঁতের রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়
রুট ক্যানেল চিকিৎসা দন্ত চিকিৎসায় অনেক পুরাতন একটি চিকিৎসা। কিন্তু অনেকের মধ্যে এই সন্দেহ বেশি দেখা যায় যে দাঁতের রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়।এই রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় তা নির্ভর করে বিশেষ দাঁতের অবস্থা এবং পরিপ্রেক্ষিতের ভিত্তিতে।
আরো পড়ুন : সিজারের পর মাত্র ১.৫ মাসে সেরে ওঠার জন্য করণীয় সমূহ
তবে রুট ক্যানেল করলে দাঁত ক্যাপ পরালে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় ক্যাপটি।কারণ এই চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আপনার রুট ক্যানেল করা দাঁতটি সেরে উঠে।কিন্তু যে দাঁতটি রুট ক্যানেল করা হয়েছে সেটি প্রায় ২০ বছর পর্যন্ত স্থায়ি হয়।তবে তা চিকিৎসকের কাছে জেনে নিলে সম্পূর্ণ রূপে মনের দ্বন্দ থেকে মুক্তি পাবেন।
রুট ক্যানেল করার পর ব্যাথা
যথাযোগ্য চিকিৎসা না হলে বা দাঁতের অবস্তা না বুজে চিকিৎসা করলে ও রুট ক্যানেল করার পর ব্যাথা হতে পারে। রুট ক্যানেল করার পর ব্যথা অনেক কারণে হতে পারে। রুট ক্যানেল করার পর ব্যাথা সম্পর্কে কিছু বার্তা আমার দেওয়ার চেষ্টা করছি।যেমন-
- যদি রুট ক্যানেল করা কালীন দাঁতের ভিতর ব্যাকটেরিয়ার সংক্রমন সম্পূর্ণরূপে নির্মূল না হয়।
- রুট ক্যানেল করা দাঁতের মধ্যে যদি কোন রকম ফ্রাকচার হয় তাহলে রুট ক্যানেল করার পর ব্যাথা হতে পারে।
- দন্ত চিকিৎসকের ব্যবহিত উপাদানসমূহের দ্বারা ও আপনার দাঁতের মধ্যে হওয়ার কারণ ব্যাথা হতে পারে।
- রুট ক্যানেল করার পর যদি নিয়মমেনে ব্রাশ না করা বা যত্ন না নিলেও ব্যাথার সৃষ্টি হতে পারে।
রুট ক্যানেলের উপকারীতা
যেহেতু দাঁতের চিকিৎসায় রুট ক্যানেল অনেক দিনের পুরোনো চিকিৎসা সেহেতু নিশ্চয়ই কিছু উপকারীতা রয়েছে। তা না হলে এতদিন ধরে কেউ আর এই চিকিৎসা নিয়ে থাকতো না। রুট ক্যানেলের অনেক রকম উপকারিতা রয়েছে তা আমারা নিচে আলোচনা করব -
রুট ক্যানেল করলে দাঁতের পাশের দুই দাঁতের মধ্যে কোন চেঞ্জ লক্ষ্য করা যায় না।একদম আগের মত থাকে এবং উজ্জ্বলতা নষ্ট হয়না।এছাড়াও অন্যান্য দাঁতের মধ্যে কোন ফাঁকা জায়গা দেয় না।রুট ক্যানেল করলে দাঁত ফেলার দরকার হয় না।যদি দাঁত ফেলে দিয়ে আবার একটি নতুন দাঁত বাধতে যান তাহলে অনেক বেশি অর্থ ব্যয় হতে পারে যা রুট ক্যানেল করার চেয়ে ঢের বেশি।
রুট ক্যানেল করলে দাঁতের সুন্দর্য বজায় থাকে।আর পাশের দাঁতগুলোর মধ্যেও ফাঁকা জায়গা দেখা যায় না। যদিও বেশি শক্ত খাদ্য বা হাড় চিবিয়ে খাওয়া যায় না কিন্তু নরম খাওয়ারগুলি আনন্দে এবং খুব সহজে চিবিয়ে খেতে পারেন।
রুট ক্যানেল করতে খরচ কেমন হতে পারে
দাঁতের চিকিৎসা যেহেতু আলাদা একটা ডিপার্টমেন্ট সেহেতু দন্ত চিকিৎসার একটু খরচ তো রয়েছে। অনেকে জানতে চায় রুট ক্যানেল করলে খরচ কেমন হতে পারে।রুট ক্যানেল কতদিন স্থায়ী হতে পারে এই আর্টিকেলে আমরা বলার চেষ্টা করছি রুট ক্যানেলের খরচ ছাড়াও দাঁতের আরো কিছু চিকিৎসার খরচ সম্পর্কে তুলে ধরার জন্য। তবে বেসরকারিভাবে একেক জায়গায় একেক রকম রুট ক্যানেলের জন্যে নিয়ে থাকে।
- দাঁত ফিলিং করলে ১০০০ টাকা থেকে কিছু বেশি হতে পারে।
- রুট ক্যানেল করলে ৩৫০০ টাকা থেকে ৪০০০টাকা
- দাঁতে ক্যাপ লাগানো ২৫ হাজার থেকে ৩০ হাজার (মিসিং দাঁতের ক্ষেত্রে)
- দাঁত স্কেলিং করা ১৫০০ টাকা
- দাঁত লাগানো ২০০০ টাকা
- ইমপ্লান্ট করলে ৫০০০ থেকে ৫৫০০০ টাকা পর্যন্ত লাগতে পারে।
উপরোক্ত রুট ক্যানেল থেকে শুরু করে যে সব দন্ত চিকিৎসার ক্ষেতে বিশেষ খরচের কথা বলা হয়েছে সেই সব কিন্তু হলো সরকারিভাবে বা বেসরকারি খরচের তালিকা। এর থেকে কিছুটা বেশি বা কম হতে পারে চিকিৎসার ধরণ অনুযায়ী এবং ডাক্তারের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। যাতে মূল্যের উপর একটি ভিত্তি করে ধারণা পেতে পারেন তার উপর নির্ভর করে তথ্য দেওয়া হলো।
আমাদের মন্তব্য :
আমাদের মধ্যে অনেকে দাঁতের সমস্যার কারণে রুট ক্যানেল করতে চান বা করবেন বলে ভাবছেন তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। আশা করি আপনারা আমাদের পোস্ট পড়ে উপকৃত হয়েছেন। আমার আলোচনা ছাড়া কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমারা আপনাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url