ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম এবং একাউন্ট বন্ধের দরখাস্ত

  

ব্যাংক অ্যাকাঊন্ট খোলার পদ্ধতি সম্পর্কে সবারই ধারণা রয়েছে। তবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে অনেকেই জানেন না। যার ফলে ইনঅ্যাক্টিভ বা ডরম্যান্ট হয়ে যায় অ্যাকাউন্টটি এবং গ্রাহকের উপর পেনাল্টি ধার্য হওয়ার আশস্কা থাকে।যারা ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। 

bank-account

ব্যাংক অ্যাকাউন্ট যদি ১২ মাস টানা লেনদেন ছাড়া ফেলে রাখা হয়, তবে ব্যাংকের তরফে সেই অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় না রেখে বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাই আপনার যদি ব্যাংক একাউন্ট ব্যবহারের দরকার না থাকে তাহলে বন্ধ করতে পারেন।আমাদের আর্টিকেল পড়ে আপনি সহজেই আপনার ব্যাংক একাউন্টটি বন্ধ করতে পারবেন। 

সূচিপত্র :ব্যাংক একাউন্ট বন্ধের নিয়ম

যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে তার সহজ ৬ টি ধাপ নিম্নে উল্লেখ করা হলো 

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার অনেক ধাপ রয়েছে তার মধ্যে সব থেকে সহজ ৬ টি ধাপ সম্পর্কে আমরা আলোচনা করব। আপনি যদি আপনার অপ্রয়োজনীয় ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনাদের কাজে আসবে। 

  1.  ব্যাংকের শাখয় যান এবং জানান যে আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চান।
  2. নিদিষ্ট ফর্ম পূরণ করে ব্যাংকে জমা করুন।
  3. অ্যাকাউন্টে থাকা টাকা ট্রান্সফার করানোর জন্য অন্য কোন অ্যাকাউন্টের তথ্য দিন।
  4. ব্যাংকের চেকবই, ডেবিট কার্ড ইত্যাদি জমা দিন।
  5. অ্যাকাউন্ট বন্ধের চার্জ জমা দিন এবং রসিদ নিয়ে নিন।
  6. বন্ধ করার সময় অ্যাকাউন্টে যদি ২০ হাজারের কম ব্যালান্স থাকে, তবে তা ব্যাংকের তরফে থেকে নগদে ফেরত দেওয়া হবে। যদি তার বেশি থাকে, তবে অন্য অ্যাকাউন্টে তা ট্রান্সফার করতে হয় গ্রাহককে।

ব্যাংক একাউন্ট বন্ধ করার দরখাস্ত :

সর্বপ্রথমে আমাদের যেই তারিখে আমরা আবেদন করছি সেই তারিখ বসাতে হবে এরপর আবেদনপত্রে নিজের নাম ঠিকানা অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নাম্বার যুক্ত করতে হবে।

তারিখ -১২/৮/২০২৩

বরাবর, 

ম্যানাজার

ইসলামি ব্যাংক লিমিটেড 

রানিবাজার শাখা, ঘোড়ামারা, রাজশাহী 

বিষয় : সেভিংস অ্যাকাউন্ট নম্বর ( আপনার একাউন্ট নাম্বার দিন) বন্ধ করার আবেদন। 

জনাব, 

যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আপনার ব্যাংকের শাখায় আমার একটি সেভিংস একাউন্ট আছে যার নম্বর হল( আপনার একাউন্ট নম্বর দিন)। কিছু ব্যক্তিগত কারণে, আমি একাউন্টটি পরিচালনা করতে অসমর্থ হচ্ছি। তাই আমি একাউন্টটি বন্ধ করে সকল লেনদেন বন্ধ করতে চাই। আবেদনপএের পাশাপাশি আমি এই একাউন্টের সাথে সম্পর্কিত ডেবিট কার্ড, চেক বুক,পাসবুক ইত্যাদি ব্যাংকের নিকট ফিরিয়ে দিচ্ছি। 

অতএব,জনাব আপনার নিকট আবেদন এই যে,  আমার একাউন্টটি বন্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে আপনার মর্জি হয়।

বিনীত

আপনার নাম

ঠিকানা

একাউন্ট নম্বর 

মোবাইল নম্বর 

ব্যাংক একাউন্ট বন্ধের চার্জ

সাধারণত সেভিংস একাউন্টে ২০০ টাকা বা ৩০০ টাকা ব্যাংক কেটে থাকে।আর যদি চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট বন্ধ করতে চান তবে ৫০০ থেকে ১০০০ টাকাও কাটতে পারে।এটা আসলে ব্যাংক ভেদে এক একটা ব্যাংকের এক এক রকম থাকে। অ্যাকাউন্ট বন্ধের জন্য চার্জ ব্যাংকের সিদ্ধান্তের  উপর নির্ভর করে। তবে অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধে্য যদি বন্ধ করা হয় তবে কোন চার্জ নেওয়া হয় না।

bank-account

ব্যাংকে যেসব ডকুমেন্টস সমূহ ফেরত দিতে হয়:

ব্যাংক একাউন্টের সাথে সম্পর্কিত চেক বুক, পাসবুক,ডেবিট কার্ড ইত্যাদি ফেরত দিতে হবে এমন কোনো বাধ্য বাধকতা নাই। আপনি চাইলে রেখে দিতে পাবের।যদি এগুলো জমা করেন তাহলে ডেবিট কার্ড ফেরত দেওয়া আগে টাকা তুলে নিতে হবে। জমা করার পর ব্যাংক অফিসার আপনার সামনে নষ্ট করবেন।

সেভিংস একাউন্ট বন্ধ করার নথি:

ব্যাংকে বিভন্ন ধরণের একাউন্ট থাকে। সেভিং একাউন্ট তার মধ্যে একটি। সেভিংস একাউন্ট বন্ধ করার জন্য যে সব নথি লাগবে তা হলো-

  1. দরখাস্ত : ব্যাংকের শাখা থেকে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদনপএ সংগ্রহ করুন এবং সঠিকভাবে পূরণ করুন।
  2. জাতীয় পরিচয়পএ ( এনআইডি) : আপনার এনআইডি কার্ডর সত্যায়িত ফটোকপি জমা দিন।
  3. অন্যান কাগজপএ: আপনার একাউন্টের ধরণের উপর নির্ভর করে, আপনাকে অতিরিক্ত কি কাগজ জমা দিতে হতে পারে। যেমন, যদি আপনার ডেবিট কার্ড থাকে, তাহলে আপনাকে কার্ডটি কেটে জমা দিতে হবে।

সর্তকতাসমূহ:

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সময় কিছু বিষয় নিয়ে সর্তক থাকতে হবে। আজকের পোস্টে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সময় যেসব বিষয় সর্তক থাকতে হবে তা নিচে আলোচনা করা হবে। 

  1. আপনার অ্যাকাউন্টে যদি কোনও ়ঋণ বা অসুস্থ চেক থাকে, তাহলে আপনি এটি বন্ধ করতে পারবেন না।
  2. আপনার যদি যৌথ অ্যাকাউন্ট থাকে, তাহলে সকল অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদন করতে হবে। 
  3. অ্যাকাউন্ট বন্ধ করার পর, আপনি আর সেই অ্যাকাউন্টের সাথে যুক্ত কোনও পরিসেবা ব্যবহার করতে পারবেন না। 

ব্যাংক একাউন্টের প্রকারভেদ

আমারা অনেকেই জানিনা যে ব্যাংক একাউন্ট ৪ প্রকার। আপনি যদি ব্যাংক একাউন্ট ওপেন করতে চান তাহলে আপনাকে এ বিষয় সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রকারের ব্যাংক একাউন্ট ওপেন করা যাবে। আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো একাউন্ট ওপেন করতে পারবেন। ব্যাংক একাউন্টের নাম ও ধরণ নিম্নে উল্লেখ করা হলো :

  • সেভিংস একাউন্ট বা সনচয়ি হিসাব
  • কারেন্ট একাউন্ট বা চলতি হিসাব 
  • রিকারিং ডিপোজিট একাউন্ট বা পুনর্নাবীকরণ জমা হিসাব
  •  ফিক্সড ডিপোজিট একাউন্ট বা স্হায়ি আমানত হিসাব

bank-account

ব্যাংক একাউন্ট ক্লোজিং ফর্ম যেখানে পাবেন

ব্যাংক ক্লোজিং ফর্ম আপনি ব্যাংকেই পেয়ে যাবেন।আপনি যখন আপনার ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য ব্যাংকে যাবেন তখন ব্যাংক কর্মকর্তা আপনাকে এটি দিবেন। সেই সাথে পূরণ করতেও সাহায্য করবে।

আমাদের মন্তব্য 

আজকের এই পোস্টের আমরা ব্যাংক একাউন্ট বন্ধের সকল নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যা আপনাকে একাউন্ট বন্ধ করতে সাহায্য করবে। আমার আলোচনা ব্যতৃত কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমি আমাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url