বাংলা বারো মাসের ক্যালেন্ডার ১৪৩১ এবং সরকারি ছুটি ২০২৪
বাংলা বারো মাসের ক্যালেনন্ডার ১৪৩১ বিস্তারিত আলোচনা করা হবে। বাংলা বছর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আজকের আর্টিকেলে বারো মাসের ক্যালেন্ডার ১৪৩১ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।আপনি বাংলা বারো মাসের ক্যালেন্ডর ১৪৩১ জেনে নিতে পারন।
আপনি যদি বাংলা বারো মাসের ক্যালেন্ডার ১৪৩১ সম্পর্কে জানতে চান তাহলে সম্পর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সাথে থাকুন। বাংলা বারো মাসের দিন, মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই পোস্টে।সূচিপত্র :বাংলা ক্যালেন্ডার ১৪৩১
- নতুন বাংলা বছরের মাসের নাম
- বাংলা বারো মাসের ক্যালেন্ডার ১৪৩১
- বাংলা বারো মাসের দিন ও তারিখ
- বাংলা নববর্ষের তারিখ
- পহেলা বৈশাখ বা বৈশাখি মেলা
- বাংলা বছরের উৎসব ও গ্রামীণ জীবন
- বাংলা ক্যালেন্ডারে প্রবর্তক
- আমাদের মন্তব্য
বাংলা বারো মাসের ক্যালেন্ডার ১৪৩১
বাংলা বছর সম্পর্কে সব থেকে বেশি ধারণা রাখে হিন্দু ধর্ম অবলম্বীরা কারণ তাদের ধর্মের আচার অনুষ্ঠান বাংলা বছরের সাথে সম্পর্কযুক্ত সাধারণত তাই তারা বাংলা বছরের ক্যালেন্ডার সম্পর্কে বেশি ধারণা রাখে।যেমন- হিন্দুরা বিয়ে করতেও বাংলা ক্যালেন্ডার এর সম্পর্কে ধারণা নিয়ে থাকে। তাহলে চলুন আজকের এই আর্টিকেল থেকে বাংলা বারো মাসের ক্যালেন্ডার ১৪৩০ সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন : গর্ভাবস্থায় কলার থোড় বা মোচা খাওয়ার প্রমাণসহ উপকারিতা
নতুন ইংরেজি বছরের এপ্রিল মাসে শুরু হতে চলেছে নতুন বাংলা বছর অর্থাৎ ১৪৩০।তাই অনেকেই নতুন বাংলা বছরের ক্যালেন্ডার সম্পর্কে ধারণা নিতে চায়। সাধারণত আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে আমরা বাংলা বছরের ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সুবিধার জন্য বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস থেকে শেষ মাস চৈত্র মাস পর্যন্ত ক্যালেন্ডার উল্লেখ করা হবে।
নতুন বাংলা বছরের মাসের নাম
বর্তমান সময় ১৪৩১ সাল বাংলা বছর চলমান রয়েছে। আমরা বাঙালি হিসেবে অনেকেই বাংলা বছরের গণনা সম্পর্কে ধারণা রাখি আবার অনেকে বাংলা বছর সম্পর্কে কোন ধারণা রাখি না। আজকের এই পোস্টে আমরা নতুন বাংলা বছরের ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আপনারা যারা আমাদের এই আর্টিকেল পড়ছেন তারা নিশ্চয়ই নতুন বাংলা বছরের ক্যালেন্ডার সম্পর্কে জানতে চেয়ে আমাদের এই আর্টিকেল ওপেন করেছেন। আশা করি আপনাকে আজকের এই আর্টিকেল থেকে বাংলা বছরের ক্যালেন্ডার সম্পর্কে ধারণা দিতে পারব।তার আগে জেনে দিতে হবে বাংলা বারো মাসের নাম। তাহলো-
মাসের নাম | সরকারি ছুটি | নক্ষত্রের নাম |
---|---|---|
বৈশাখ | বাংলা নববর্ষ, মে দিবস | বিশাখা নক্ষত্র |
জৈষ্ঠ | কোন ছুটি নেই | জৈষ্ঠা নক্ষত্র |
আষাঢ় | ব্যাংক হলিডে | অষধা নক্ষত্র |
শ্রাবণ | জাতীয় শোক দিবস | শ্রাবণা নক্ষত্র |
ভাদ্র | কোন ছুটি নেই | ভদ্রা নক্ষত্র |
আশ্বিন | কোন ছুটি নেই | আশ্বিনী নক্ষত্র |
কার্তিক | দূর্গাপূজা,পোলিও দিবস | কৃত্তিকা নক্ষত্র |
অগ্রহায়ণ | কোন ছুটি নেই | মৃগশরা বা অগ্রহয়ণী নক্ষত্র |
পৌষ | বিজয় দিবস,বড়দিন | পুষ্যা নক্ষত্র |
মাঘ | কোন ছুটি নেই | মঘা নক্ষত্র |
cফাল্গুন | মাতৃভাষা দিবস | ফাল্গুনী নক্ষত্র |
চৈত্র | বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস | চিত্রা নক্ষত্র |
বাংলা মাসের দিন ও তারিখ
আপনি আমাদের এই আর্টকেল থেকে বাংলা বারো মাসের ক্যালেন্ডার ১৪৩০ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। বাংলা বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে যেগুলো বাঙালির জন্য অত্যন্ত আনন্দের। তার মধ্যে অন্যতম হলো পহেলা বৈশাখ। এটি সকল ধর্মের বর্ণের বাঙ্গালির উৎসব। তাহলে চলুন বাংলা বারো মাসের ক্যালেন্ডার ১৪৩১ দেখে নেওয়া যাক।
বাংলা নববর্ষের তারিখ
বাঙালির অন্যতম একটি উৎসব হলো পহেলা বৈশাখ। এই সম্পর্কে অনেকেই জানতে চান। আমরা অনেকেই বাংলা নববর্ষের তারিখ সম্পর্কে সঠিক ধারণা দিতে পরি না বা বিভিন্ন ব্যস্ততার কারণে ভুলে গিয়ে থাকি। আমরা প্রতি বছর ইংরেজি মাস এপ্রিল মাসের মধ্যে সময়ে বাংলা বছর শেষ হয়ে থাকে এবং নতুন বাংলা বছরের শুরু হয়।
এপ্রিল মাসের ১৩ তারিখে বাংলা চৈত্র মাসের দিন শেষ হয়ে থাকে এবং এপ্রিল মাসের ১৪ তারিখ বৈশাখ মাসের প্রথম দিন হয়ে থাকে। এই দিনটিকে পহেলা বৈশাখ হিসাবে পালন করা হয় এবং বাঙালির সর্বজনীন মানুষের উৎসব বাংলা নববর্ষ হিসাবে পালন করা হয়ে থাকে। প্রতিবছরের মত এই বছর ২০২৪ সালের এপ্রিল মাসের ১৪ তারিখে বাংলা নববর্ষ পালন করা হবে।
পহেলা বৈশাখ বা বৈশাখি মেলা
নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি এ সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামের মানুষ ভোরে ঘুম থেকে ওঠে,নতুন জামাকাপড় পরে এবং আত্মীয় -বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় বা কোনো মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার।
মেলাতে থাকে নানা রকম কুঠির শিল্পজাত সামগ্রীর বিপণন,থাকে নানারকম পিঠা বানানো হয়ে থাকে। নববর্ষের উৎসব বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে জড়িত, ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নববর্ষের তারা বাড়িঘর পরিষ্কার রাখে, ব্যবহার্য সামগ্রী ধোয়ামোছা করে এবং সকালে গোসল সেরে পূত - পবিত্র হয়। এ দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা এবং ভালো পরতে পারাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক বলে মনে করে। নববর্ষের ঘরে ঘরে আত্মীয়স্বজনের সাথে পালন করে থাকে।
বাংলা নববর্ষের উৎসব ও গ্রামীণ জীবন
নববর্ষকে উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সর্বজনীন লোকজ মেলা। এ মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে। স্হানীয় কৃষিজাত দ্রব, কারুপণ্য,লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজকত সামগ্রী, সব প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পীজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায়। এছাড়া শিশু কিশোরদের খেলনা, মহিলাদের সাজ -সজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য, বিভিন্ন ধরনের মিষ্টি সমারোহ থাকে মেলায়। মেলায় বিনোদনেরও ব্যবস্থা থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত বাউল, লোকসঙ্গিত, ভাটিয়ারী গান পরিবেশ করে। এছাড়া শিশুদের জন্য বায়স্কোপ, পুতুল নাচ,নাগরদোলা ইত্যাদি মেলার বিশেষ আর্কষণ।শহরের নগর সংস্কৃতির আমেজেও এখন বৈশাখী মেলা বসে এবং এই মেলা বাঙালিদের কাছে এক অনাবিক মিলন মেলায় পরিণত হয়। বৈশাখী মেলা বাঙালির আনন্দঘন লোকায়ত সংস্কৃতির ধারক।
বাংলা ক্যালেন্ডারে প্রবর্তন
বাংলা বারো মাসের ক্যালেন্ডার আকবর রাজকীয় জ্যোতিবিগানী ফতুল্লাহ শিরাজীকে চান্দ্র ইসলামিক ক্যালেন্ডার এবং সৌর হিন্দু ক্যালেন্ডারকে একত্রিত করে একটি নতুন ক্যালেন্ডার তৈরি করতে বলেছিলেন এবং এটি ফশোলি শান (ফসল ক্যালেন্ডার) নামে পরিচিত ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতো এর মাধ্যমে বাংলা ক্যালেন্ডারের সূচনা।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url