পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৫

আপনি যদি মালয়েশিয়া ভিসা পেয়ে থাকেন তাহলে  আপনার উচিত  Malaysia Immigration website থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা আপনার  সঠিক কিনা তা যাচাই  করা। কারণ ভিসা চেক না করলে আপনি জালিয়াতি  হতে পারেন এবং বিপদে পড়তে পারেন। 






পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া  :

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা  মালয়েশিয়া চেক করার নিয়ম 

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে  মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন -
  eservices.imi.gov.my/myimms/ PRAStatus লিংকে। তারপর ভিসা Application Number লিখে search বাটনে ক্লিক করে ভিসা চেক করতে পারবেন। তাছাড়া কলিং ভিসার প্রথম পাতায় দেয়া Company Registration  No ( উদাহরণ -879428-V) দিয়ে search করে ভিসা চেক করতে পারেন। 

মালয়েশিয়া কলিং ভিসা চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে  মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য নিচের ওয়েবসাইট এ প্রবেশ করুন -
eservices.imi.gov.my/myimms/PRAStatus লিংকে। তারপর কলিং পেপার থাকা Company Registration Number (উদাহরণ - 876570-V) দিয়ে search করুন। এই কোম্পানিতে আবেদন করা সকলের নাম ও পাসপোর্টের তালিকা থেকে আপনার নাম খুঁজে ভিসা চেক করুন। 

আবার,মালয়েশিয়া কলিং ভিসা  গ্রুপ আকারে প্রকাশ হয়ে থাকে। একটি গ্রুপে যত   শ্রমিক থাকে সকলে ভিসা চেক করতে পারবেন। এজন্য অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা কোম্পানির রেজিষ্ট্রেশন নাম্বার যেকোন একটি প্রয়োজন হবে।আপনার কলিং পেপারে উপরের দিকে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন। এছাড়া সেখানে অবশ্যই কোম্পানির রেজিষ্ট্রেশন নাম্বার থাকবে আপনি সেটি দিয়েও মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন। 
  • আপনার প্রথমে Malaysia Immigration website এই লিংকে ভিজিট করতে হবে। 
  •  একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনাকে নিচের নির্দেশনা অনুসরণ করে ইনফরমেশন বসাতে হবে। 
  • Application Number :  আপনার কলিং পেপার থাকা অ্যাপ্লিকেশন নাম্বারটি হুবহু আপনাকে টাইপ করে বসাতে হবে। নাহলে সার্চ দিলে আপনার ভিসার ইনফরমেশন আসবে না। 
  • এরপর নিচে থাকা সার্চ অপশনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রুপে থাকা সকল শ্রমিকের ইনফরমেশন চলে আসবে। আপনাদের নাম এবং ভিসা নাম্বার ইত্যাদি তথ্য দেখতে পারবেন। 

এছাড়াও আপনি আরও ৩ উপায়ে মালয়েশিয়ার ভিসা চেক করতে পারবেন। যেমন -
  • Company Registration Number দিয়ে 
  • Passport Number দিয়ে 
  • Application Number দিয়ে 

Company Registration No  দিয়ে মালয়েশিয়ায় ভিসা চেক 

মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য company registration নম্বর দিয়ে  search করে সকল কর্মীদের তালিকা বের করুন। তারপর তালিকা দেখে passport number ও নাম অনুসরণ করে আপনার ভিসার status check করতে পারেন। 

মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে 

মালেয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট (https://www.imi.gov.my/) ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেকিং করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই লিংকে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
  • প্রথমে আপনাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করতে হবে। 
  • অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর উপরের ছবির মত দেখতে পারবেন। তারপর আপনাকে নিচের নির্দেশনা অনুযায়ী ইনফরমেশন দিতে হবে। 
  • Document No: এই বক্স আপনাকে দেশের নাম সিলেক্ট করতে হবে। আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম বসাবেন। বাংলাদেশী নাগরিক হলে Bangladesh আর ভারতীয় নাগরিক হলে India বসাবে। 
  • Search: পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা সঠিকভাবে বসানোর পর সার্চ অপশনে  চাপ দিন। উপরে উল্লেখিত ভাবে  আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ায় ভিসা চেক করতে পারবেন। সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ভিসা ইনফরমেশন চলে আসবে। 
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন -
https://eservices.imi.gov.my/myimms/ FomemaStatus এবং আপনার পাসপোর্ট নাম্বার ও দেশের নাম বাছাই করে search বাটনে ক্লিক করুন। তথ্য সঠিক থাকলে আপনার নাম, পাসপোর্ট নাম্বার ও ভিসার status জানতে পারবেন। 

এই ওয়েবসাইটের পেজের লেখা Malaysian ভাষায় থাকে তাই আপনি হয়তো বুঝতে পারবেন না।  পেইজটি ইংরেজি ভাষায় দেখার জন্য ওয়েবসাইটের address এর পিছনে lang=english যুক্ত করুন। 

পাসপোর্ট নাম্বার যেমন - A5096545 মালয়েশিয়া ভিসা চেক অনলাইনে করার জন্য নিচের লিংকে চাপ দিন- 

Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক 

Application number দিয়ে ভিসা চেক করার জন্য নিচের লিংকে চাপ দিন -
 eservices.imi.gov.my/myimms/PRAStatus লিংকে ভিজিট করুন এবং সঠিকভাবে  Application নম্বর লিখে সার্চ করুন। আপনার ভিসার তথ্য দেখতে পাবেন। 

মালয়েশিয়া ই ভিসা চেক 

যারা মালয়েশিয়া ই ভিসার জন্য আবেদন করেছেন তারা চাইলে অনলাইনে ঘরে বসে ভিসার সর্বশেষ স্ট্যাটাস চেক করেন নিতে পারবেন। এজন্য আপনার শুধু পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার প্রয়োজন হবে। দটি ইনফরমেশন থাকলে মাত্র ২ মিনিটে মালয়েশিয়া ই ভিসা চেক সম্পন্ন করতে পারবেন। 
  • এজন্য প্রথমে আপনাকে মালয়েশিয়া ই ভিসা স্ট্যাটাস চেক ওয়েবসাইটি ভিজিট করতে হবে। 
  • তারপর আপনাকে সঠিকভাবে আপনার পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বারটি বসাতে হবে। অনলাইন ই ভিসার আবেদন কপিতে আপনি স্টিকার নাম্বারটি খুঁজে পাবেন।স্টিকার নাম্বারটি শুরু হয়  EV এভাবে। 
  • এরপর আপনাকে সঠিকভাবে ইমেজ ক্যাপচাটি পূরণ করতে হবে। ইমেজে যা যা লেখা থাববে সেগুলো সঠিকভাবে  answer বক্সে বসাতে হবে। ইমেজের লেখাগুলো বুঝতে না পারলে আপনি রিফ্রেশ ইমেজে ক্লিক করতে পারেন। তাহলে নতুন ক্যাপচা আসবে। 
  • ইমেজ ক্যাপচাটি সঠিকভাবে বসানোর পর I have obtained my eVISA এই লেখার বাম পাশের টিক চিহ্ন তুলে দিতে হবে। তারপর আপনাকে একদম নিচে থাকা CHECK অপশনে ক্লিক দিতে হয়। তাহলে আপনি আপনার মালয়েশিয়া ই ভিসার সকল  ইনফরমেশন দেখতে পারবেন। 
  • এভাবে আপনি খুব সহজে অনলাইনে মালায়শিয়ার ই ভিসা চেক করতে পারবেন।
মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য Verify Malaysia eVisa লিংকে ভিজিট করুন। তারপর ইংরেজিতে আপনার passport number ও  sticker number লিখুন। ছবিতে ক্যাপচা কোডটি Answer বক্সে লিখুন। সবশেষে I have obtained my eVISA অপশনে টিক দিয়ে তারপর  Check বাটনে ক্লিক করতে হবে। 

মালয়েশিয়া যাওয়া উপায় সরকারিভাবে

সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় হচ্ছে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে BMET Registration করে মালয়েশিয়া চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন company চাকরির অফার প্রকাশ করেছে। এ সকল চাকরিতে আবেদন করে সরকারিভাবে মালয়েশিয়া যেতে পারবেন।

মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্তী, বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এক বৈঠকে বাংলাদেশের অবৈধ বিদেশি কর্মীদের বৈধকরণ ও নতুন কর্মীসংস্থান এর ব্যাপারে সমঝোতা হয়। 

সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার পূর্বশর্ত ও সতর্কতা

সরকারিভাবে মালয়েশিয়া যাতে হলে বেশ কিছু বিধিমালা অনুসরণ করতে হবে তা হল -
  • আবেদনকারীর বয়স ১৮- ৪৫ বছর হতে হবে। 
  • ভিসার জন্য আবেদনের পূর্বেই বিএমইটি রেজিষ্ট্রেশন করতে হবে। 
  • কর্মী নিয়োগদানকারী কোম্পানিতে ভিসার জন্য সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। 
  • জেলা কর্মসংস্থান অফিস অথবা  Ami Probashi অ্যাপ এর মাধ্যমে registration করতে হবে। 
  • সরকারিভাবে মালয়েশিয়া কর্মী প্রেরণের ঘোষণা দেওয়ার পূর্ব কোন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা  Recruitment এজেন্সির সাথে আগাম লেনদেন করার ক্ষেত্রে সাবধান  থাকতে হবে। 
  • কোন agency কিংবা ব্যক্তি বিদেশ প্রেরণের নামে অবৈধ লেনদেনর সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ৩১ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে ভিসা যাচাই করার কিছু গুরুত্বপূর্ণ সুবিধা 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ায় ভিসা চেক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা অনলাইনে ভিসা যাচাই করার সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 
  • ভিসার ধরণ নির্ধারণ: আপনি সহজেই জানতে পারবেন যে আপনার কোন ধরনের ভিসা আছে। যেমন - ছাত্র ভিসা, ভ্রমণ ভিসা,কর্মী ভিসা ইত্যাদি। 
  • ভুয়া ভিসা সনাক্তকরণ : অনলাইন যাচাই ব্যবস্থা ভুয়া ব্যবস্থা ভুয়া ভিসা চিহ্নিত করতে সাহায্য করে, প্রতারণা রোধ করে এবং আপনাকে ঝুঁকি থেকে রক্ষা করে। 
  • জালিয়াতি প্রতিরোধ: ভিসা যাচাই করার মাধ্যমে, আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার ভিসা বৈধ এবং আইনি। 
  • প্রতারণা থেকে সুরক্ষা : অনলাইন যাচাই ব্যবস্থা আপনাকে প্রতারকদের হাত থেকে রক্ষা করে যারা জাল ভিসা বিক্রি করে। 
  • ভিসার মেয়াদ : আপনি সহজেই জানতে পারবেন আপনার ভিসার মেয়াদ কত দিন ।
  • শর্তাবলী জানতে পারবেন : ভিসার সাথে যুক্ত সমস্ত নিয়মকানুন ও শর্তাবলী সম্পর্কে আপনি জানতে  পাবেন। 
  • চিন্তামুক্ত ভ্রমণ : ভিসা যাচাই করে নিশ্চিত হয়ে আপনি মানসিক প্রশান্তিতে ভ্রমণ করতে পারবেন। 
  • ঝামেলা  এড়িয়ে চলুন : ভিসার বৈধতা সম্পর্কে জানা থাকলে যেকোনো পরিস্থিতি এড়াতে পারবেন।  পূর্ব থেকে ধারণা পাওয়া যাবে। 

মালয়েশিয়ার ভিসা অনলাইনে চেক করার সুবিধা  

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন মালয়েশিয়া ভিসা অনলাইনে চেক করার সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব -
  • যে কাজের জন্য ভিসা আবেদন করেছেন সেই ভিসা পেয়েছেন কিনা জানতে পারবেন। 
  • আপনার ভিসা কত দিনের এবং  আইন-কানুন সম্পর্কে জানতে পারবেন। 
  • ইমেগ্রেশন চেকপয়েন্টে ভ্রমণ সংক্রান্ত সমস্যা এবং সম্ভাব্য জটিলতা এড়াতে করণীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। 
  • যে দেশে ভ্রমণ করছেন সে দেশে কত দিন থাকতে পারবেন এবং কি কাজ করতে পারবেন অথবা কি কাজ করতে পারবেন না তা সম্পর্কে জানতে পারবেন। 
  • যেকোনো ধরনের প্রতারণা থেকে বাঁচতে পারবেন 

আমাদের মন্তব্য 

বর্তমানে ঘরে বসেই আপনার হাতের মুঠোফোনটি দিয়েই অনলাইনে যেকোনো দেশের ভিসা চেক করার যায়। আপনি যেভাবে ঘরে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে  মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন তা এই পোস্টে আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনার এই পোস্টটি কাজে দিবে। আমার আলোচনা ব্যতীত আরও যদি কোন মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়া এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা। 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url